খাগড়াছড়ির দীঘিনালায় মাইনি নদীতে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শনিবার (১৪ জুন) দুপুর পৌনে ৩টার দিকে তার মরদেহ উদ্ধার হয়।

মারা যাওয়া শিশুর নাম মো. আরিয়ান। সে উপজেলার কবাখালী ইউনিয়নের দক্ষিণ মিলনপুর এলাকার মো. জাকির হোসেনের ছেলে। 

এলাকাবাসী জানান, আজ সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির পাশের মাইনি নদীতে গেলে প্রবল স্রোতে ভেসে যায় আরিয়ান। খবর পেয়ে দীঘিনালা ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট ও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা তাকে উদ্ধারে অভিযান শুরু করে। তারা ব্যর্থ হলে রাঙামাটি থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে যায়। দুপুর পৌনে ৩টার দিকে তারা শিশু আরিয়ানের মরদেহ উদ্ধার করে।

আরো পড়ুন:

ব্রাহ্মণবাড়িয়ার পুকুরে ২ শিশুর মৃত্যু

নানার বাড়িতে এসে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

দীঘিনালা থানার ওসি মো.

জাকারিয়া বলেন, ‍‍“রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে আরিয়ানের মরদেহ উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করে। আইনি সব প্রক্রিয়া শেষে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়।

দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত কুমার সাহা জানান, মাইনি নদীতে নিখোঁজ হওয়া শিশুকে রাঙামাটি থেকে আসা ডুবুরি দল উদ্ধার করে। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে শিশুটির মরদেহ হস্তান্তর করা হয়েছে।

গত ৩০ মে মাইনী নদীতে তড়িৎ চাকমা নামে এক ব্যক্তির মৃত্যু হয়।

ঢাকা/রূপায়ন/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর মরদ হ উদ ধ র আর য় ন

এছাড়াও পড়ুন:

আক্কেলপুরের পেট্রলপাম্প থেকে চুরি যাওয়া ট্রাক পাওয়া গেল জয়পুরহাট শহরে

জয়পুরহাটের আক্কেলপুর পৌর শহরের একটি পেট্রলপাম্প থেকে চুরি হওয়ার এক দিন পর পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট শহরের বাস টার্মিনাল–সংলগ্ন একটি পেট্রলপাম্পের সামনের সড়ক থেকে এটি উদ্ধার করা হয়।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত মঙ্গলবার গভীর রাতে আক্কেলপুরে পৌর শহরের চার মাথা মোড়ের একটি পেট্রলপাম্প থেকে ট্রাকটি চুরি হয়। পরে গতকাল বুধবার বিষয়টি টের পান মালিক।

পুলিশ ও কয়েকজন প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা গেছে, আক্কেলপুরের ওই পেট্রলপাম্পে দীর্ঘদিন ধরে ট্রাক ও বাস রাখেন চালকেরা। গত মঙ্গলবার রাতে মেসার্স রেখা পরিবহন নামের একটি ট্রাক সেখানে রাখেন চালক হাসান আলী। গতকাল সকালে তিনি দেখেন, ট্রাকটি আর সেখানে নেই। পরে সিসিটিভি ফুটেজে দেখা যায়, গত মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে ট্রাকটি চুরি করে নিয়ে যাচ্ছেন অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি।
এ ঘটনায় ট্রাকটির মালিক মশিউর রহমান বাদী হয়ে থানায় একটি মামলা করেন। আজ সকালে জয়পুরহাট শহরের বাস টার্মিনাল এলাকায় উদয় পেট্রলপাম্পের সামনের সড়কে পরিত্যক্ত অবস্থায় ওই ট্রাক দেখতে পাওয়া যায়। মালিক সেখানে গিয়ে ট্রাকটি শনাক্ত করলে আক্কেলপুর থানা-পুলিশ সেটি জব্দ করে থানায় নিয়ে যায়।

মশিউর রহমান বলেন, ‘কে বা কারা আমার চুরি হওয়া ট্রাকটি জয়পুরহাট শহরের উদয় পেট্রলপাম্পের সামনে ফেলে রেখে চলে গেছে। পুলিশ গিয়ে ট্রাকটি নিয়ে গেছে।’

সম্পর্কিত নিবন্ধ