সুনামগঞ্জে চুরি করতে গিয়ে দায়ের কোপে সাইমুন হাসান রনি (২৭) নামের এক যুবক প্রাণ হারিয়েছেন।

শনিবার (১৪ জুন) সকালে জেলার মাইজবাড়ি পূর্বপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত সাইমুন সদর উপজেলার কুরবান নগর ইউনিয়নের মাইজবাড়ি গ্রামের মৃত সমুজ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার মধ্য রাতে মাইজবাড়ি পূর্বপাড়ার একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছিল। ওই বাড়ির বাসিন্দারা গভীর রাতে টিন কাটার শব্দ শুনে তিনি ঘরের দরজার কাছে গিয়ে দেখেন, এক ব্যক্তি দরজা খুলে ভিতরে ঢোকার চেষ্টা করছে। সন্দেহবশত ঘরে থাকা দা নিয়ে তিনি অপেক্ষা করতে থাকেন।

দরজা ফাঁক করে যখন ওই ব্যক্তি ভিতরে হাত দিলে বাড়ির বাসিন্দা ইকাবাল তার হাতে দা দিয়ে কোপ দেন। এরপর লোকটি পালিয়ে যান। পরে শনিবার সকালে মাইজবাড়ি পুর্বপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

তবে নিহতের বোন হোসনা বেগম বলেন, “আমার ভাই চোর ছিল না। তাকে একদম পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমার ভাইয়ের হত্যার সুষ্ঠু বিচার চাই।”

এ বিষয়ে সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার ( ক্রাইম) বলেন, “মাইজবাড়ি এলাকা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি, চুরির সময় দা দিয়ে কোপ দেওয়ার পর ওই যুবকের মৃত্যু হয়।”

তিনি বলেন, “ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ইকবাল হোসেন নামের এক যুবককে আটক করা হয়েছে। তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার কথা স্বীকার করেছে।”

ঢাকা/মনোয়ার/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১ আগস্ট ২০২৫)

ওয়েস্ট ইন্ডিজ–পাকিস্তান টি–টোয়েন্টি সিরিজ আজ শুরু। যুব ওয়ানডেতে আছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের ম্যাচ। ওভাল টেস্টের দ্বিতীয় দিন আজ।ত্রিদেশীয় যুব ওয়ানডে

বাংলাদেশ অনূর্ধ্ব–১৯–জিম্বাবুয়ে অনূর্ধ্ব–১৯
দুপুর ১–১৫ মি., জিম্বাবুয়ে ক্রিকেট ইউটিউব চ্যানেল

১ম টি–টোয়েন্টি

ওয়েস্ট ইন্ডিজ–পাকিস্তান
সকাল ৬টা, পিটিভি স্পোর্টস

বুলাওয়ে টেস্ট–৩য় দিন

জিম্বাবুয়ে–নিউজিল্যান্ড
দুপুর ২টা, টি স্পোর্টস

ওভাল টেস্ট–২য় দিন

ইংল্যান্ড–ভারত
বিকেল ৪টা, সনি স্পোর্টস টেন ১

টেনিস

কানাডিয়ান ওপেন
রাত ৯–৩০ মি., সনি স্পোর্টস টেন ২

সম্পর্কিত নিবন্ধ