উরুগুয়ের গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা গালাতাসারায় ছেড়েছেন। আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে ভালো করতে তুরস্কের লিগ চ্যাম্পিয়নরা সময়ের অন্যতম সেরা তিন গোলরক্ষকের একজনকে দলে ভেড়াতে চায়। 

তারা হলেন- অ্যাস্টন ভিলা ছাড়তে চাওয়া আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমি মার্টিনেজ। বার্সেলোনায় শুরুর একাদশে জায়গা হারানোর শঙ্কায় থাকা জার্মান গোলরক্ষক টের স্টেগান ও লিভারপুলের ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসন বেকার। 

এর মধ্যে অ্যালিসন বেকারকে আকর্ষণীয় চুক্তির প্রস্তাব দিয়েছে গালাতাসারায়। স্পোর্টস জার্মানি দাবি করেছে, ৩৩ বছর বয়সী এই ব্রাজিলিয়ান আসন্ন মৌসুমে অ্যানফিল্ড ছাড়তে চান না। তিনি তুর্কিশ ক্লাবকে না করে দিয়েছেন। 

লিভারপুল ভ্যালেন্সিয়া থেকে জর্জিয়ান গোলরক্ষক জিওর্জি মামারডাশভিলিকে কিনেছে। ২৪ বছর বয়সী এই গোলরক্ষকের সঙ্গে লড়াই করতে চান অ্যালিসন। বিশ্বকাপের পরে রেডস শিবির ছাড়ার কথা ভাবতে পারেন তিনি।

ওদিকে বার্সেলোনা ইনজুরি জর্জরিত টের স্টেগানে ভরসা রাখতে পারছে না। যে কারণে তারা ২৪ বছর বয়সী স্প্যানিশ গোলরক্ষক লুইস গার্সিয়াকে কিনেছে ২৫ মিলিয়ন ইউরো দিয়ে। বিকল্প গোলরক্ষক হিসেবে কাতালানরা ভয়চেক সেজনকে রাখতে চায়। বেতন বেশি হওয়ায় ছেড়ে দিতে চায় স্টেগানকে। 

যদিও স্টেগান বার্সা ছাড়তে চান না। তিনি শুরুর একাদশে জায়গার জন্য লড়াই করতে চান। গালাতাসারায় জার্মান গোলরক্ষককে দলে নিতে চায়। তারা নতুন একটা প্রজেক্ট দাঁড় করানোর চেষ্টা করছে। ওই প্রজেক্টে এরই মধ্যে লিরয় সানে যোগ দিয়েছেন। গুঞ্জন আছে, ম্যানসিটির বেনার্ড সিলভা, ইলকে গুন্ডোয়ানকে যোগ দিতে পারেন। টের স্টেগানকেও পছন্দ তাদের।  

ভিল্লা পার্কে মৌসুমের শেষ ম্যাচে স্ত্রী-সন্তান সঙ্গে এনেছিলেন এমি মার্টিনেজ। হাত উচিয়ে ভক্তদের বিদায় বলে দিয়েছেন তিনি। যদিও ক্লাবটির সঙ্গে চুক্তি আছে তার। মার্টিনেজ চ্যাম্পিয়ন্স লিগ জয়ের জন্য লড়াই করবে এমন ক্লাবে যোগ দিতে চান। তার বার্সায় যোগ দেওয়ার সম্ভাবনা থাকলেও এখন আর সে সুযোগ নেই। তার নামে বড় কোন ক্লাবে যাওয়ার জোর গুঞ্জনও নেই। গালাতাসারায় নজর রাখছে তার ওপরও।   

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ফ টবল দলবদল এম ল য় ন ম র ট ন জ

এছাড়াও পড়ুন:

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে এখনো শাহবাগে অবরোধকারীরা

জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ বাস্তবায়ন এবং স্থায়ী বিধানে যুক্ত করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে আজ শুক্রবারও অবস্থান কর্মসূচি পালন করছেন ‘জুলাই যোদ্ধারা’। গতকালের মতো আজকেও শাহবাগে যান চলাচল বন্ধ রয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের (আহত) ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। অবরোধকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ‘জুলাই যোদ্ধা সংসদ’ নামে একটি প্ল্যাটফর্মের উদ্যোগে এ কর্মসূচি নেওয়া হয়।

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শাহবাগ মোড়ে গতকাল বৃহস্পতিবার থেকে অবরোধকারীরা অবস্থান করছেন

সম্পর্কিত নিবন্ধ