চকরিয়ায় লাশবাহী অ্যাম্বুলেন্সসহ কয়েকটি গাড়িতে ডাকাতি
Published: 14th, June 2025 GMT
চকরিয়া-লামা-আলীকদম সড়কের ফাঁসিয়াখালী ফরেস্ট অফিসের কাছে সড়কে গাছ ফেলে লাশবাহী অ্যাম্বুলেন্স এবং কয়েকটি যাত্রী ও পণ্যবাহী গাড়িতে শনিবার ভোরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতির খবর পেয়ে পাশের বন বিভাগের লোকজন এগিয়ে এলে ডাকাতরা পালিয়ে যায়। এ সময় বনে লুকিয়ে থাকা আরফাত রহমান (২৮) নামে এক ডাকাতকে ধরে স্থানীয়রা পুলিশের হাতে তুলে দেয়।
স্থানীয় লোকজন জানায়, বান্দরবানের আলীকদমে গত দু’দিনে ঢাকার দুই পর্যটকের মরদেহ মাতামুহুরী নদী ও তৈন খাল থেকে উদ্ধার করে পুলিশ। তাদের স্বজনরা থানা থেকে মরদেহ বুঝে নিয়ে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাচ্ছিলেন। চকরিয়ার ফাঁসিয়াখালী সেতুর পাশে ৬ থেকে ৭ জনের একদল ডাকাত রাস্তায় গাছ ফেলে অ্যাম্বুলেন্সের যাত্রীদের টাকা, মোবাইল ফোনসেটসহ বিভিন্ন মালপত্র ছিনিয়ে নেয়। এ সময় আরও কয়েকটি যাত্রী ও পণ্যবাহী গাড়িতে ডাকাতি হয়। পরে আটক আরফাতের স্বীকারোক্তির ভিত্তিতে একটি মোবাইল ফোনসেটসহ কিছু মালপত্র উদ্ধার করা হয়।
চকরিয়া থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম দাবি করেন, ডাকাতি নয়, ছিনতাই হয়েছে। ছিনতাই হওয়া মালপত্র উদ্ধার ও অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।
বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।
ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫