বাতের ব্যথা সারাতে শিয়াল জবাই করে ভক্ষণ, জরিমানা
Published: 15th, June 2025 GMT
পটুয়াখালীর কলাপাড়ায় বাতের ব্যথা সারতে শিয়াল জবাই করে ভক্ষণ ও বিক্রির দায়ে জহিরুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তিকে তিন হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১৫ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের আলিগঞ্জ গ্রামে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদীক।
কলাপাড়া বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মনিরুল হক মনি বলেন, ‘‘জহিরুল শিয়াল জবাই করে নিজের ফেসবুকে পোস্ট করেন। বিষয়টি নির্বাহী ম্যাজিস্ট্রেটের নজরে আসলে তিনি অভিযান পরিচালনা করেন। এসময় ওই ব্যক্তি জানান, বাতের ব্যথা সারাতে নিজে ও তার ভাইকে খাওয়ানোর জন্য শিয়ালটি জবাই করেন। তবে দণ্ডনীয় আইন সম্পর্কে তিনি অবগত ছিলেন না।’’
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদীক বলেন, ‘‘শিয়াল শিকার, জবাই, বেচাকেনা, পরিবহন কিংবা হস্তান্তর সম্পূর্ণ নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য অপরাধ। তাই বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর ৩৯ ধারানুসারে ওই ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।’’
ঢাকা/ইমরান/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
‘দেশটা তোমার বাপের নাকি’ গাওয়ার পর পালিয়ে থাকতে হয়েছিল
শিল্পীর সৌজন্যে