চা-বাগানের এক শ্রমিকের বাড়িতে পানি চাইতে গিয়ে চমকে যান তিনজন ভ্রমণকারী। ঘরের মেঝেতে মাটির গর্তে দাঁড় করিয়ে রাখা হয়েছে এক শিশুকে, আর তার মা খাওয়াচ্ছিলেন।

ঘটনাটি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের ভারত সীমান্তঘেঁষা মুরইছড়া চা-বাগানের। পরে জানা গেল, শিশুটি ‘সেরেব্রাল পালসি’ রোগে আক্রান্ত। এ কারণে স্বাভাবিকভাবে সে দাঁড়াতে পারে না। অর্থের অভাবে চিকিৎসাও করাতে পারছে না পরিবার।

সম্প্রতি ঈদের ছুটিতে মুরইছড়া বাজারে ঘুরতে গিয়ে স্থানীয় শিক্ষক ও কবি সঞ্জয় দেবনাথ, তাঁর বোন আইনজীবী মূর্ছনা দেবী এবং তাঁদের বন্ধু কালিটি চা-বাগানের শ্রমিক দয়াল অলমিক এই দৃশ্য দেখতে পান।

আজ রোববার সকালে সঞ্জয় দেবনাথ প্রথম আলোকে বলেন, ‘আমরা শিশুটির বিষয়ে আগে কিছুই জানতাম না। মুরইছড়া বাজারে একটি মিষ্টির দোকানে গিয়ে মিষ্টি খাচ্ছিলাম। দয়াল পানি নিয়ে ফিরে এসে ঘটনাটি খুলে বলেন। দুই-তিন ঘণ্টা সেখানে থেকে শিশুটির অবস্থা পর্যবেক্ষণ করি।’ পরে তিনি ফেসবুকে ছবিসহ একটি মানবিক পোস্ট দেন।

শিশুটির নাম গোপাল সাঁওতাল। বয়স সাড়ে তিন বছর। মা সনছড়ি সাঁওতাল, বাবা অনিল সাঁওতাল মুরইছড়া চা-বাগানের শ্রমিক। তাঁরা বাগানের স্কুলটিলা এলাকায় বসবাস করেন।

সঞ্জয় বলেন, শিশুটি ধীরে ধীরে বড় হওয়ার পর মা–বাবা বুঝতে পারেন, সে দাঁড়াতে পারে না, কথাও ঠিকমতো বলতে পারে না। পরে তাঁরা তাকে সিলেটের একটি পক্ষাঘাত পুনর্বাসন কেন্দ্রে নিয়ে যান। চিকিৎসকেরা জানান, নিয়মিত ফিজিওথেরাপিই একমাত্র চিকিৎসা। কিন্তু অর্থাভাবে চিকিৎসা চালিয়ে যেতে পারেননি অনিল সাঁওতাল।

সঞ্জয় বলেন, শিশুটি স্বাভাবিকভাবে দাঁড়াতে পারে না। কোমরের নিচের অংশে শক্তি নেই। এমনকি এ বয়সে একটি শিশু যেভাবে কথাবার্তা বলে, সেটিও পারে না। তিনি জানান, শিশুটি খিদে পেলে কাঁদে। কিন্তু মা সংসারের নানা কাজে ব্যস্ত থাকেন। কোলে বেশি সময় নিতে পারেন না। বাবা সকালেই কাজে চলে যান। এই অবস্থায় মা ঘরের মেঝেতে ছোট একটি গর্ত করে সেখানে দাঁড় করিয়ে খাওয়ান। খাওয়ানো শেষে কোলে তুলে ঘুম পাড়িয়ে দেন। ঘুমানোর সময়ও শিশুটি সোজা হয়ে ঘুমাতে পারে না, ভাঁজ হয়ে থাকে। অনেক সময় গর্তে দাঁড়িয়ে খেলাধুলা করে।

শিশুটির বাবা অনিল সাঁওতাল দৈনিক ১৭০ টাকা মজুরিতে কাজ করেন। এই আয়ে সংসার চালানোই কষ্টসাধ্য, চিকিৎসা করানো আরও কঠিন। সঞ্জয় বলেন, ‘শিশু গোপাল একদিন নিজের পায়ে দাঁড়াতে পারবে, হাঁটতে পারবে, অন্য শিশুদের মতো স্বাভাবিক জীবনযাপন করবে—এটাই স্বপ্ন দেখেন তার মা–বাবা।’

সঞ্জয়ের ফেসবুক পোস্টের পর কয়েকজন তাঁর সঙ্গে যোগাযোগ করছেন। তবে শিশুটির পরিবারের কোনো মুঠোফোন নেই। সঞ্জয় বলেন, তাঁদের একটি মুঠোফোন কিনে দেওয়া হবে। বিকাশ অ্যাকাউন্ট খোলা হলে সহায়তাও সহজ হবে।

এ বিষয়ে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাকির হোসেন বলেন, ফেসবুকে ছবিগুলো দেখে তাঁর মনে হয়েছে, শিশুটি ‘সেরেব্রাল পালসি’তে আক্রান্ত। জন্মের সময় মাথায় আঘাত লাগলে এমনটা হতে পারে। নিয়মিত ফিজিওথেরাপিই চিকিৎসাপদ্ধতি। তিনি বলেন, ‘শিশুটির অভিভাবকেরা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতেন, তাহলে চিকিৎসাসেবাসহ প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া যেত।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.

মহিউদ্দিন আজ রোববার বলেন, ‘সঞ্জয়ের ফেসবুক পোস্টের পর আমরা শিশুটির খোঁজ নিয়েছি। আজই তাকে প্রতিবন্ধী ভাতার আওতায় আনা হবে। মৌলভীবাজার জেলা সমাজসেবা অধিদপ্তরের অধীনে বিনা মূল্যে ফিজিওথেরাপির ব্যবস্থাও আছে। শিশুটিকে সেখানে পাঠানো হবে।’

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ফ সব ক

এছাড়াও পড়ুন:

পাল্টা শুল্ক কার্যকরে নতুন সময়সূচি ঘোষণা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সর্বশেষ নির্বাহী আদেশে বিভিন্ন দেশের ওপর আরোপিত নতুন শুল্কহার কার্যকর হওয়ার সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী, আগামী ৭ আগস্ট থেকে তা কার্যকর হবে।

এর আগে ট্রাম্প ১ আগস্টের মধ্যে বাণিজ্যচুক্তি সম্পন্ন করার সময়সীমা বেঁধে দিয়েছিলেন। তখন তিনি বলে দিয়েছিলেন, এ সময়ের মধ্যে চুক্তিতে না পৌঁছালে চড়া শুল্ক আরোপ করা হবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বৃহস্পতিবার নতুন নির্বাহী আদেশে ৭০টির বেশি দেশের ওপর নতুন পাল্টা শুল্কহার ঘোষণা করেছেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সেগুলো আগামী সাত দিনের মধ্যে কার্যকর হবে।

যেসব পণ্য ৭ আগস্টের মধ্যে জাহাজে তোলা হবে বা বর্তমানে যাত্রাপথে রয়েছে এবং সেগুলো যদি ৫ অক্টোবরের আগে যুক্তরাষ্ট্রে পৌঁছে যায়, তবে সেগুলোর ক্ষেত্রে শুল্ক প্রযোজ্য হবে না।

অবশ্য কানাডার ওপর যুক্তরাষ্ট্র আরোপিত ৩৫ শতাংশ শুল্ক ১ আগস্ট অর্থাৎ আজ থেকেই কার্যকর হচ্ছে।

আরও পড়ুনকোন দেশে কত শুল্ক বসালেন ট্রাম্প৪ ঘণ্টা আগে

উত্তর আমেরিকার এই দুই প্রতিবেশী দেশ একে অপরের অন্যতম বড় বাণিজ্য সহযোগী হলেও ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর দুই দেশের মধ্যে অস্বস্তিকর দ্বন্দ্ব তৈরি হয়।

কানাডা যেসব পণ্য রপ্তানি করে, তার প্রায় তিন-চতুর্থাংশই যায় যুক্তরাষ্ট্রে। ধাতব পদার্থ ও কাঠের পাশাপাশি কানাডা বিপুল পরিমাণে তেল, গাড়ি ও গাড়ির যন্ত্রাংশ, বিভিন্ন যন্ত্রপাতি, খাদ্যপণ্য এবং ওষুধ যুক্তরাষ্ট্রে রপ্তানি করে।

আরও পড়ুনযুক্তরাষ্ট্রের সঙ্গে যারা বাণিজ্য চুক্তি করেনি, তাদের জন্য অনেক দেরি হয়ে গেছে: ট্রাম্প১ ঘণ্টা আগে

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা চালিয়ে যেতে আগ্রহী। তবে তিনি সতর্ক করেছেন, নতুন ৩৫ শতাংশ শুল্ক কার্যকর হওয়ার আগে আর কোনো চুক্তির সুযোগ নেই।

সম্পর্কিত নিবন্ধ