অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ৭ পদের পরীক্ষার সূচি প্রকাশ
Published: 16th, June 2025 GMT
অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সাতটি পদে নিয়োগ পরীক্ষার লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, কম্পিউটার অপারেটর, ক্যাশিয়ার, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গাড়িচালক, ক্যাশ সরকার ও অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষা ২০ জুন অনুষ্ঠিত হবে।
ক্যাশ সরকার বাদে অন্য পদগুলোর ব্যবহারিক পরীক্ষা ২১ জুন অনুষ্ঠিত হবে। এ ছাড়া সব পদের মৌখিক পরীক্ষা ২২ থেকে ২৫ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে।
সব পদের লিখিত পরীক্ষা ঢাকায় ইডেন মহিলা কলেজে অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা বিসিএস (কর) একাডেমি, ৪৭ সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, ঢাকায় এবং গাড়িচালক পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সেগুনবাগিচা, ঢাকার মাঠে অনুষ্ঠিত হবে।
সব পদের মৌখিক পরীক্ষা অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, অর্থ মন্ত্রণালয় (৭ নম্বর ভবন, তৃতীয় তলা), বাংলাদেশ সচিবালয়, ঢাকায় অনুষ্ঠিত
হবে।
পরীক্ষার সময়সূচি বিস্তারিত পাওয়া যাবে এই লিংকে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ল খ ত পর ক ষ ব যবহ র ক ক পর ক ষ পর ক ষ র
এছাড়াও পড়ুন:
নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগে সময় বাড়াল বিএসইসি
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিটি কোম্পানিতে এক-পঞ্চমাংশ স্বতন্ত্র পরিচালক নিয়োগের বাধ্যবাধকতা রয়েছে। এর মধ্যে কমপক্ষে একজন নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগে সময় বেধে দিয়েছিল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তবে অনেক কোম্পানি ব্যর্থ হওয়ায় এবং ওইসব কোম্পানির আবেদনের আলোকে সময়সীমা বাড়িয়েছে বিএসইসি।
মঙ্গলবার (২৯ জুলাই) এ সংক্রান্ত একটি চিঠি ইস্যু করা হয়েছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ২৯ এপ্রিল প্রকাশিত গেজেটে এক বছর সময় দিয়ে গত ২৯ এপ্রিল পর্যন্ত প্রতিটি তালিকাভুক্ত কোম্পানিতে কমপক্ষে এক জন করে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের জন্য সময়সীমা দেওয়া হয়েছিল। কিন্তু অনেক কোম্পানি এ শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছে। ওইসব কোম্পানি থেকে সময় বাড়ানোর জন্য আবেদন করা হয়েছে। যার আলোকে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন।