চুনারুঘাটে পুকুর থেকে নববধূর মরদেহ উদ্ধার
Published: 16th, June 2025 GMT
হবিগঞ্জের চুনারুঘাটে পুকুর থেকে ইসমত আরা (৩৫) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৬ জুন) সকাল ১১টায় চুনারুঘাট উপজেলার পাইক পাড়া গ্রামে বাড়ির পাশের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। দুপুরে মরদেহটি চুনারুঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, সোমবার সকালে গোসল করতে পুকুরে যান ইসমত আরা। দীর্ঘ সময়েও ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। পুকুরঘাটে পড়ে থাকা কাপড় দেখে সন্দেহ হলে খবর দেওয়া হয় চুনারুঘাট ফায়ার সার্ভিসে। ফায়ার সার্ভিসের একটি দল এসে স্থানীয়দের সহায়তায় পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে।
চুনারুঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) আল মামুন জানিয়েছেন, ইসমত আরা কৃষক মর্তুজ আলীর দ্বিতীয় স্ত্রী ছিলেন। প্রথম স্ত্রী মারা যাওয়ার পর প্রায় আড়াই মাস আগে তিনি ইসমত আরাকে বিয়ে করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি অসুস্থতার কারণে পানিতে পড়ে মারা গেছেন। তিনি উচ্চ রক্তচাপে ভুগছিলেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঢাকা/মামুন/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ দিলো ফেডারেল ইন্স্যুরেন্স
পুঁজিবাজারের বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি ফেডারেল ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পর্ষদের ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের প্রেরণ করা হয়েছে। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ বিতরণ করেছে কোম্পানিটি।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, ফেডারেল ইন্স্যুরেন্স লিমিটেডের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।
কোম্পানির ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ১ টাকা নগদ লভ্যাংশ পায়েছেন শেয়ারহোল্ডারা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে তা অনুমোদন করা হয়।
ঢাকা/এনটি/ইভা