বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইর) নতুন সভাপতি মাহমুদ হাসান খান বাবুর নেতৃত্বাধীন সংগঠনের নবনির্বাচিত পরিচালনা পর্ষদ দায়িত্ব গ্রহণ করেছে। দায়িত্ব নিয়ে পোশাক খাতে বিদ্যমান ও আগামীর চ্যালেঞ্জ মোকাবিলা, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে সব পর্যায়ে ব্যবসার খরচ কমাতে কাজ করার অঙ্গীকার করেছেন মাহমুদ হাসান খান বাবু।
গতকাল সোমবার রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সের নুরুল কাদের অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে প্রশাসক আনোয়ার হোসেনের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন তিনি। এ সময় বিজিএমইএর সাবেক সভাপতি ফারুক হাসান, রুবানা হকসহ কয়েকজন সাবেক সভাপতি এবং বিপুলসংখ্যক সদস্য উপস্থিত ছিলেন। সভার শুরুতে কানাডায় সংগঠনটির সাবেক সহসভাপতি আবদুল্লাহ হিল রাকিবের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।
বক্তব্যের শুরুতে জুলাই আন্দোলনের যোদ্ধাদের ধন্যবাদ জানিয়ে বিজিএমইএর নবনির্বাচিত সভাপতি বলেন, ‘তাদের কারণে এখন প্রাণ খুলে কথা বলতে পারছি।’ বিজিএমইএকে একটি সেবামুখী সংগঠন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করে বলেন, এ জন্য দরকার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। তাই বিজিএমইর সেবা নিতে ডিজিটাল প্ল্যাটফর্ম করা হবে, যেখানে সেবার আবেদন, তথ্য বা অভিযোগ জমা দেওয়া যাবে।
ব্যবসা খরচ কমাতে নিজের ঘর থেকে কাজ শুরুর ঘোষণা দিয়ে বিজিএমইএর সভাপতি বলেন, আগামী ১ জুলাই থেকে বিজিএমইএর সদস্যের সব সেবা গ্রহণের ফি ২৫ শতাংশ কমবে। পাশাপাশি ব্যবসার অন্যান্য খরচ কমাতেও সর্বাত্মক প্রচেষ্টা চালানোর কথা জানান তিনি।
তিনি বলেন, এ খাতের এসএমই প্রতিষ্ঠানগুলোকে বাড়তি সুবিধা প্রদান, কাস্টমস ও ভ্যাট প্রদান সহজ, এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় অংশীজনের সঙ্গে আলোচনা করে পদক্ষেপ নেওয়া হবে। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক যাতে বাংলাদেশের ক্ষেত্রে আরোপ না হয় এবং বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনা করে খেলাপি ঋণের ক্ষেত্রে প্রকৃত ‘এক্সিট প্ল্যান’ পেতে কাজ করবেন বলেও অঙ্গীকার করেন তিনি।
তিনি বলেন, ভিন্ন প্যানেলে নির্বাচনে অংশ নিলেও নির্বাচন শেষে সবাই এখন শুধু তৈরি পোশাকশিল্পের পরিবার। এটিই এ খাতের মালিক ও সংগঠনের ঐতিহ্য। ঐক্যবদ্ধভাবে বর্তমান ও ভবিষ্যতের সব অভ্যন্তরীণ ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করা হবে।
মাহমুদ হাসান খান বাবু বলেন, যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কারোপ, ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল, উচ্চ ভ্যাট, সুদ ও মূল্যস্ফীতি, মজুরি বৃদ্ধি, জ্বালানি তেলের দর বৃদ্ধি এবং দুর্বল অবকাঠামোসহ নানাবিধ চ্যালেঞ্জ নিয়ে এ খাত চলছে। নতুন করে ইরান-ইসরায়েল সংঘাতও একটি চ্যালেঞ্জ। তেলের দাম বাড়লে, তার প্রভাব সবকিছুর ওপরই পড়বে। চ্যালেঞ্জিং সময়ে সংগঠনটিকে নেতৃত্ব প্রদান এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নতুন পর্ষদ গঠনের সুযোগ দেওয়ায় প্রশাসক আনোয়ার হোসেনকে ধন্যবাদ জানান তিনি।
বিজিএমইর সাবেক সভাপতি ও বর্তমান পর্ষদের পরিচালক ফারুক হাসান নতুন নির্বাচিত সভাপতিসহ সবাইকে অভিনন্দন জানান। পোশাক খাতের উন্নয়নে একত্রে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে বিজিএমইএর নতুন ভবনকে কার্যকরভাবে ব্যবহার করতে নতুন পর্ষদের কাছে অনুরোধ করেন তিনি।
সাবেক সভাপতির মধ্যে আনিসুর রহমান সিনহা বলেন, এ ব্যবসার শুরুতে অনেকে তাদের ‘দর্জি’ বলত। এটি আসলেই একটি চ্যালেঞ্জিং ব্যবসা। স্বচ্ছ নির্বাচনের জন্য প্রশাসককে ধন্যবাদ দিয়ে সাবেক সভাপতি ড.
নতুন পর্ষদের কাছে দায়িত্ব হস্তান্তর করে প্রশাসক ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, নানা অনিশ্চয়তার মধ্যে এ খাতের স্থিতিশীলতা ধরে রাখা অনেক বেশি চ্যালেঞ্জের ছিল। তবে খাতসংশ্লিষ্ট সবার সহযোগিতায় থাকায় একটি নিরপেক্ষ এবং স্বচ্ছ নির্বাচন করা সম্ভব হয়েছে। এ খাতের রপ্তানি ১০০ বিলিয়ন ডলারের মাইলফলক অর্জনে সবাইকে কাজ করার অনুরোধ জানান তিনি।
উৎস: Samakal
কীওয়ার্ড: ব জ এমইএ ব জ এমইএর খরচ কম ত ক জ কর র ব যবস র স গঠন
এছাড়াও পড়ুন:
খুলনায় বিএনপি কার্যালয়ে গুলি ও বোমা হামলা, নিহত ১
খুলনা নগরের আড়ংঘাটায় কুয়েট আইটি গেট–সংলগ্ন বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তরা গুলি ও বোমা হামলা চালিয়েছে। এতে ইমদাদুল হক (৫৫) নামের এক শিক্ষক নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সোয়া নয়টার দিকে এ ঘটনা ঘটে।
ওই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য মামুন শেখসহ আরও তিনজন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, রাতে মামুন শেখ স্থানীয় কয়েকজনের সঙ্গে ওই কার্যালয়ে বসে ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা অফিস লক্ষ্য করে পরপর দুটি বোমা ও চারটি গুলি ছোড়ে। এরপর তারা পালিয়ে যায়। প্রথম গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশে থাকা শিক্ষক ইমদাদুল হকের শরীরে লাগে। ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে আবার গুলি চালালে মামুন শেখসহ অন্য দুজন গুলিবিদ্ধ হন। পরে দলীয় নেতা-কর্মী ও স্বজনেরা তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
নিহত ইমদাদুল বছিতলা নুরানি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক ছিলেন। এলাকাবাসীর ভাষ্য, তিনি একটি মাহফিলের অনুদান সংগ্রহের জন্য ওই কার্যালয়ে গিয়েছিলেন।
আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাসার বলেন, মামুন শেখ প্রায়ই স্থানীয় নেতা-কর্মীদের নিয়ে কার্যালয়ে বসে আড্ডা দেন। গতকাল রাতেও তিনি আড্ডা দিচ্ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছিল। তাঁর অবস্থাও আশঙ্কাজনক। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরতে অভিযান চলছে।