হাউজফুল-৫: কে কত টাকা পারিশ্রমিক নিলেন?
Published: 17th, June 2025 GMT
বলিউডের অন্যতম জনপ্রিয় কমেডি সিনেমা ফ্র্যাঞ্চাইজি হাউজফুল। এর আগে এ ফ্র্যাঞ্চাইজির চারটি সিনেমা মুক্তি পায়। গত ৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটির পঞ্চম কিস্তি। অক্ষয় কুমারকে নিয়ে এটি নির্মাণ করেছেন তরুণ মনসুখানি।
তারকাবহুল সিনেমাটি বিশ্বের ৭ হাজার পর্দায় মুক্তি পেয়েছে। চলতি বছর এখন পর্যন্ত মুক্তিপ্রাপ্ত বলিউড সিনেমার মধ্যে প্রথম দিনে তৃতীয় সর্বোচ্চ আয় করেছে ‘হাউজফুল ৫’ (২১ বা ২৪ কোটি রুপি)। এ তালিকার প্রথম ও দ্বিতীয় অবস্থানে রয়েছে ‘ছাবা’ (২৯ কোটি রুপি) ও ‘সিকান্দার’ (২৫ কোটি রুপি)। সময়ের সঙ্গে ওঠানামা করলেও বক্স অফিসে ভালো সাড়া ফেলেছে সিনেমাটি।
জুম টিভি এক প্রতিবেদনে জানিয়েছে, সিনেমাটিতে ‘জলি-৩’ চরিত্রে রূপায়ন করতে অক্ষয় কুমার নিয়েছেন ৬০-৭০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৮৫-৯৯ কোটি টাকা)। ‘জলি-২’ ও ‘জলি-১’ চরিত্র রূপায়নকারী রীতেশ দেশমুখ ও অভিষেক বচ্চন যথাক্রমে নিয়েছেন ৩০-৩৫ কোটি রুপি, ১০ কোটি রুপি। তিনজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন নানা পাটেকর, সঞ্জয় দত্ত এবং জ্যাকি শ্রফ। তারা তিনজনই অক্ষয়, অভিষেক, রীতেশের চেয়ে পারিশ্রমিক কম পেয়েছেন।
আরো পড়ুন:
প্রাক্তন প্রেমিক মিঠুনের জন্মদিনে যে বার্তা দিলেন মমতা
অক্ষয়ের সিনেমার আয় ৩৩২ কোটি টাকা ছাড়িয়ে
নানা পাটেকর ৩-৪ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন বলে জানা গেছে। সঞ্জয় দত্তের পারিশ্রমিক ১২-১৫ (আনুমানিক) কোটি রুপি। জ্যাকি শ্রফ ৪-৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। চিত্রাঙ্গদা সিং, নার্গিস ফাখরি, সৌন্দর্য শর্মার পারিশ্রমিক প্রকাশিত হয়নি। তবে ‘হাউজফুল ৫’-এর জন্য সোনম বাজওয়ার পারিশ্রমিক নিয়েছেন ৭-৮ কোটি রুপি। শশীকলা চরিত্রে অভিনয় করেছেন জ্যাকলিন ফার্নান্দেজ। এ অভিনেত্রী পারিশ্রমিক নিয়েছেন ৫-৬ কোটি রুপি।
‘হাউজফুল ৫’ নির্মাণে ব্যয় হয়েছে ২৪০ কোটি রুপি। ১০ দিনে বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছে ২৩৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৩৩২ কোটি ৭৩ লাখ টাকার বেশি)। এটি প্রযোজনা করেছেন সাজিদ নাদিয়াদওয়ালা।
উল্লেখ্য, ২০১০ সালে মুক্তি পায় হাউজফুল ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা ‘হাউজফুল’। ২০১২ সালে মুক্তি পায় ‘হাউজফুল টু’। ২০১৬ সালে মুক্তি পায় ‘হাউজফুল থ্রি’। ২০১৯ সালে মুক্তি পায় ‘হাউজফুল ফোর’।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর হ উজফ ল ৫ কর ছ ন চর ত র
এছাড়াও পড়ুন:
আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের
লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ
জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!
রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।
ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!
২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।
এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।
এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।