প্রথম সেশনের ২৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ৯০ রান তুলেছে বাংলাদেশ। ৪৩ বলে ২৫ রানে অপরাজিত শান্ত। অন্য প্রান্তে ৩১ বলে ২০ রানে অপরাজিত মুশফিক। চতুর্থ উইকেটে দুজনে ৭১ বলে ৪৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন। শ্রীলঙ্কার হয়ে ৫২ রানে ২ উইকেট থারিন্দু রত্নায়েকের। ১২ রানে ১ উইকেট ফার্নান্দোর।

রহস্যময় স্পিনারের ঘূর্ণিতে সাজঘরে সাদমান-মুমিনুল

২৯ বছর বয়সী থারিন্দু রত্নায়েকেকে নিয়ে আলোচনার কারণ তার বোলিং। দুই হাতে বল করতে পারেন তিনি। ডান হাতে অফস্পিন ও বাঁহাতে অর্থোডক্স স্পিন করেন। বোলিং করে শ্রীলঙ্কার ঘরোয়া ক্রিকেটে ভালো সাফল্য পেয়েছেন। এতে আজ বাংলাদেশের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছে থারিন্দুর। তার প্রথম সাফল্য এনামুল হক বিজয়। তার ঘূর্ণি বল এনামুলের ব্যাটে লেগে তালুবন্দি হয় স্লিপে থাকা ধনঞ্জয়া ডি সিলভার হাতে। এতে ১৪ রানে ফিরেছেন সাদমান। সেই থারিন্দুর বলেই সাদমানের পর আউট হন মুমিনুলও। ৩৩ বলে ২৯ রান করেন তিনি। বাংলাদেশের রান ৩ উইকেটে ৪৫। নতুন ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

শূন্যতেই ফিরলেন এনামুল

পঞ্চম ওভারেই ওপেনার এনামুল হক বিজয়কে হারিয়েছে বাংলাদেশ। ফার্নান্দোর বাইরের বল পা বাড়িয়ে ডিফেন্ড করতে গিয়েও নাগালে পাননি তিনি। বল সুুইং করায় সেটা ব্যাটের কানায় লেগে জমা পড়ে কিপারের গ্লাভসে। তাতে শূন্য রানে ফিরেছেন বিজয়। ৫ ওভারে ১ উইকেট হারিয়ে ৬ রানে ব্যাটিং করছে বাঙ্গালদেশ। ক্রিজে সাদমান ইসলামের সঙ্গী মুমিনুল হক।

ব‍্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মিরাজ-এবাদত

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। অসুস্থতার কারণে এই ম্যাচে বাংলাদেশ একাদশে নেই সদ্য ওয়ানডে অধিনায়কত্ব পাওয়া মেহেদী হাসান মিরাজ। তার জায়গায় একাদশে এসেছেন স্পিনার নাঈম হাসান।  শ্রীলঙ্কার হয়ে অভিষেক হতে যাচ্ছে টপ অর্ডার ব্যাটার লাহিরু উদারা এবং স্পিনার থারিন্দু রত্নায়েকের। আর এই টেস্ট দিয়েই নিজের শেষ টেস্ট খেলতে নামছেন অ্যাঞ্জেলো ম্যাথুস। 

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, জাকের আলী, তাইজুল ইসলাম, নাহিদ রানা, হাসান মাহমুদ ও নাঈম হাসান।

শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিসাঙ্কা, লাহিরু উদারা, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কামিন্দু মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কুশাল মেন্ডিস (উইকেটকিপার), মিলান রত্নায়েকা, থারিন্দু রত্নায়েকা, প্রভাত জয়সুরিয়া, আসিথা ফার্নান্দো।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: স দম ন এন ম ল প রথম উইক ট

এছাড়াও পড়ুন:

সিরাজ–কৃষ্ণাতে ম্যাচে ফিরল ভারত

অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে মোহাম্মদ সিরাজের মতো আর কোনো পেসার নেই, এভাবে বলাই যায়। কারণ, সিরাজ ও ক্রিস ওকসই এই সিরিজের সব কটি ম্যাচ খেলেছেন। সেই ওকসও ওভাল টেস্টের প্রথম দিনে চোট পেয়ে টেস্ট থেকে ছিটকে গেছেন, টিকে আছেন সিরাজ।

টিকে থাকা সিরাজ কী করেছেন? গতকাল ওভাল টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে ৮ ওভারের এক স্পেলে ফিরিয়েছেন ওলি পোপ, জো রুট, জ্যাকব বেথেলকে। এরপর আরও এক উইকেট। সিরাজকে যোগ্য সঙ্গ দিয়েছেন প্রসিধ কৃষ্ণা। দ্বিতীয় সেশনের শেষ ওভারে দুই উইকেটসহ তিনিও নিয়েছেন ৪ উইকেট। ভারতের ২২৪ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ইংল্যান্ড অলআউট হয়েছে ২৪৭ রানে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারত কাল দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে ২ উইকেটে ৭৫ রান নিয়ে। দুই ‘জীবন’ পাওয়া যশস্বী জয়সোয়াল ৫১ ও আকাশ দীপ ৪ রান নিয়ে উইকেটে আছেন।

অথচ কাল প্রথম সেশন শেষে ম্যাচের চিত্র ছিল আলাদা। ইংল্যান্ড প্রথম ১৬ ওভারেই তোলে ১ উইকেটে ১০৯ রান। দুই ওপেনার জ্যাক ক্রলি ও বেন ডাকেট ৭৭ বলে গড়েন ৯২ রানের জুটি। এমন বাজবলীয় শুরুর পর চিত্র পুরোপুরি বদলে যায় দ্বিতীয় সেশনে। শুরুটা করেন কৃষ্ণা। তাঁর শর্ট বলে পুল করতে গিয়ে ক্যাচ দেন ক্রলি। পরের গল্পটা সিরাজের। প্রথম স্পেলে ৪ ওভারে ৩১ রান দেওয়া সিরাজকে অধিনায়ক গিল যখন বোলিংয়ে আনেন, তখন ইংল্যান্ডের রান ২৪ ওভারে ২ উইকেটে ১৪২। তিনি একে একে ফেরান দুই সেট ব্যাটসম্যান পোপ (২২), রুটকে (২৯) ও বেথেলকে (৬)। এরপর কৃষ্ণার দুই উইকেটে দ্বিতীয় সেশনটা পুরোপুরি ভারতের হয়ে যায়। ইংল্যান্ড দ্বিতীয় সেশনে ১০৬ রান তুলতে হারায় ৬ উইকেট। তৃতীয় সেশনে আর ৩২ রান যোগ করতে পারে তারা।

আরও পড়ুনকাঁধের চোটে ভারতের বিপক্ষে আর খেলতে পারবেন না ওকস১১ ঘণ্টা আগেলোকেশ রাহুলকে আউট করার পর অ্যাটকিনসনের আনন্দ

সম্পর্কিত নিবন্ধ