প্রথম সেশনে ৩ উইকেট হারিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ
Published: 17th, June 2025 GMT
প্রথম সেশনের ২৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ৯০ রান তুলেছে বাংলাদেশ। ৪৩ বলে ২৫ রানে অপরাজিত শান্ত। অন্য প্রান্তে ৩১ বলে ২০ রানে অপরাজিত মুশফিক। চতুর্থ উইকেটে দুজনে ৭১ বলে ৪৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন। শ্রীলঙ্কার হয়ে ৫২ রানে ২ উইকেট থারিন্দু রত্নায়েকের। ১২ রানে ১ উইকেট ফার্নান্দোর।
রহস্যময় স্পিনারের ঘূর্ণিতে সাজঘরে সাদমান-মুমিনুল
২৯ বছর বয়সী থারিন্দু রত্নায়েকেকে নিয়ে আলোচনার কারণ তার বোলিং। দুই হাতে বল করতে পারেন তিনি। ডান হাতে অফস্পিন ও বাঁহাতে অর্থোডক্স স্পিন করেন। বোলিং করে শ্রীলঙ্কার ঘরোয়া ক্রিকেটে ভালো সাফল্য পেয়েছেন। এতে আজ বাংলাদেশের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছে থারিন্দুর। তার প্রথম সাফল্য এনামুল হক বিজয়। তার ঘূর্ণি বল এনামুলের ব্যাটে লেগে তালুবন্দি হয় স্লিপে থাকা ধনঞ্জয়া ডি সিলভার হাতে। এতে ১৪ রানে ফিরেছেন সাদমান। সেই থারিন্দুর বলেই সাদমানের পর আউট হন মুমিনুলও। ৩৩ বলে ২৯ রান করেন তিনি। বাংলাদেশের রান ৩ উইকেটে ৪৫। নতুন ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
শূন্যতেই ফিরলেন এনামুল
পঞ্চম ওভারেই ওপেনার এনামুল হক বিজয়কে হারিয়েছে বাংলাদেশ। ফার্নান্দোর বাইরের বল পা বাড়িয়ে ডিফেন্ড করতে গিয়েও নাগালে পাননি তিনি। বল সুুইং করায় সেটা ব্যাটের কানায় লেগে জমা পড়ে কিপারের গ্লাভসে। তাতে শূন্য রানে ফিরেছেন বিজয়। ৫ ওভারে ১ উইকেট হারিয়ে ৬ রানে ব্যাটিং করছে বাঙ্গালদেশ। ক্রিজে সাদমান ইসলামের সঙ্গী মুমিনুল হক।
ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মিরাজ-এবাদত
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। অসুস্থতার কারণে এই ম্যাচে বাংলাদেশ একাদশে নেই সদ্য ওয়ানডে অধিনায়কত্ব পাওয়া মেহেদী হাসান মিরাজ। তার জায়গায় একাদশে এসেছেন স্পিনার নাঈম হাসান। শ্রীলঙ্কার হয়ে অভিষেক হতে যাচ্ছে টপ অর্ডার ব্যাটার লাহিরু উদারা এবং স্পিনার থারিন্দু রত্নায়েকের। আর এই টেস্ট দিয়েই নিজের শেষ টেস্ট খেলতে নামছেন অ্যাঞ্জেলো ম্যাথুস।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, জাকের আলী, তাইজুল ইসলাম, নাহিদ রানা, হাসান মাহমুদ ও নাঈম হাসান।
শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিসাঙ্কা, লাহিরু উদারা, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কামিন্দু মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কুশাল মেন্ডিস (উইকেটকিপার), মিলান রত্নায়েকা, থারিন্দু রত্নায়েকা, প্রভাত জয়সুরিয়া, আসিথা ফার্নান্দো।
.উৎস: Samakal
কীওয়ার্ড: স দম ন এন ম ল প রথম উইক ট
এছাড়াও পড়ুন:
৮ বছরেও শুরু হয়নি কুবির ২ বিভাগের কার্যক্রম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) দীর্ঘ ৮ বছর আগে অনুমোদন পাওয়া দুটি বিভাগ এখনো চালু হয়নি। অনুমোদন সত্ত্বেও প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ, অবকাঠামোগত প্রস্তুতি এবং প্রশাসনিক কার্যক্রমের ধীরগতির কারণে বিভাগ দুটি কার্যক্রম শুরু করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জানা গেছে, ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে বিজ্ঞান অনুষদের অধীনে ‘বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগ’ এবং ব্যবসায় শিক্ষা অনুষদের অধীনে ‘মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ’ চালুর অনুমোদন দেওয়া হয়। ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকেই বিভাগ দুটি চালু হওয়ার কথা থাকলেও, তখন বিশ্ববিদ্যালয়ে অবকাঠামোগত ও শ্রেণিকক্ষ সংকটের কারণে তা সম্ভব হয়নি। পরবর্তীতে নতুন অ্যাকাডেমিক ভবন নির্মাণের পরে বিভাগ দুটি চালুর পরিকল্পনা করা হয়। কিন্তু এই সময়ের মধ্যে নতুন ভবন নির্মাণ হয়নি।
আরো পড়ুন:
শিক্ষার্থীদের নিরাপত্তায় কুবি প্রক্টরের জরুরি নির্দেশনা
সিএনজি চালকের বিরুদ্ধে কুবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
এছাড়া, তৎকালীন অর্গানোগ্রামে ৩১টি বিভাগের মধ্যে এই দুইটি বিভাগ অন্তর্ভুক্ত ছিল না, যা পরবর্তীতে চালু করা নিয়ে জটিলতা তৈরি করে।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে বৈঠক করে এই বিষয়ে পুনরায় আলোচনা করে। ইউজিসি নির্দেশনা অনুযায়ী, নতুন অর্গানোগ্রামে বিভাগের অন্তর্ভুক্তি ও নতুন বিভাগের প্রস্তাব রাখা হয়েছে।
সে অনুযায়ি ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত কুবির ৮৯তম অ্যাকাডেমিক কাউন্সিল মিটিংয়ে পূর্বের ‘মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ’ এর পরিবর্তে ‘লজিস্টিক্স ও মার্চেন্ডাইজিং বিভাগ’ এবং ‘বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগ’-এর পরিবর্তে ‘পরিবেশ বিজ্ঞান বিভাগ’ নামে অন্তর্ভুক্তির সুপারিশ করা হয়। এছাড়াও অর্গানোগ্রামে নতুন আরও ১৮টি বিভাগের নাম অন্তর্ভুক্ত করার প্রস্তাব রাখা হয়েছে।
তৎকালীন বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রস্তাবক রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান বলেন, “২০১৭ সালে অনুমোদন থাকলেও জায়গা সংকটের কারণে বিভাগ চালু করা সম্ভব হয়নি। পরে প্রশাসন পাল্টালেও কেউ উদ্যোগ নেয়নি।”
এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, “অর্গানোগ্রামে অন্তর্ভুক্তি মানে এখনই চালু হবে না। অনুমোদন থাকলেও তৎকালীন সময়ে চালু করা সম্ভব হয়নি। এখন ইউজিসি নির্দেশনায় নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে।”
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, “তৎকালীন প্রশাসন বলতে পারবে কেন বিভাগ চালু হয়নি। আমরা সবার সঙ্গে আলোচনা মাধ্যমে নতুন করে উদ্যোগ নিয়েছি। আগামী ২ বছরের মধ্যে আশা করি বিভাগ চালু করা সম্ভব হবে, তখন নতুন ক্যাম্পাসও প্রস্তুত থাকবে।”
ঢাকা/এমদাদুল/মেহেদী