নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বালু নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া সৃজন সাহার (২৮) মরদেহ উদ্ধার হয়েছে। নিখোঁজ হওয়ার ৪০ ঘণ্টা পর মঙ্গলবার (১৭ জুন) সকালে রাজধানীর খিলক্ষেত থানার পাতিরা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার হয়। 

রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী এবং পূর্বাচল ফায়ার স্টেশনের স্টেশন অফিসার উদ্দীপন ভক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নানার শ্রাদ্ধ অনুষ্ঠানে যোগ দিতে পরিবারের সঙ্গে রূপগঞ্জ উপজেলায় যান সৃজন সাহা। গত রবিবার উপজেলার ইছাপুরা এলাকার বালু নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন তিনি।

আরো পড়ুন:

নিখোঁজ কিশোরের লাশ মিলল সেপটিক ট্যাংকে 

ঝিনাইদহে ছেলের হাতে বাবা খুন

সৃজন সাহার বাড়ি নরসিংদীর মাধবদী উপজেলার কাশীপুর এলাকায়। তিনি নরসিংদী সরকারি কলেজ থেকে মাস্টার্স পরীক্ষা দিয়েছেন। 

মারা যাওয়া যুবকের ছোট ভাই সূর্য সাহার ধারণ করা মোবাইলের ভিডিওতে দেখা যায়, নদীতে সাঁতরে কিছু দূর যান সৃজন সাহা। স্রোতের তীব্রতায় তিনি আর তীরে ফিরতে পারেননি। ছোট ভাইয়ের সামনেই পানিতে তলিয়ে যান সৃজন সাহা। 

স্থানীয়রা জানান, ঘটনাটি জানতে পেরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল গতকাল সোমবার সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত নদীতে সৃজন সাহের সন্ধানে অভিযান চালায়। তারা তাকে উদ্ধার করতে পারেননি। আজ মঙ্গলবার সকালে খিলক্ষেত থানার বালু নদীর পাতিরা এলাকা থেকে সৃজন সাহার মরদেহ উদ্ধার হয়।

ঢাকা/অনিক/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর মরদ হ উদ ধ র স জন স হ র ন স জন স হ র পগঞ জ উপজ ল

এছাড়াও পড়ুন:

নর্ডিক স্কলারশিপে সম্পূর্ণ অর্থায়নে স্নাতকোত্তর ও পিএইচডির সুযোগ

উত্তর ইউরোপের দেশগুলোর আগ্রহী শিক্ষার্থীদের জন্য গবেষণার সুযোগ নিয়ে এসেছে নর্ডিক স্কলারশিপ প্রোগ্রাম ২০২৬। এই প্রোগ্রাম ঘোষণা করেছে সুইডেনের নর্ডিক আফ্রিকা ইনস্টিটিউট (NAI)। সামাজিক বিজ্ঞান ও মানবিক বিষয়ে যাঁরা আফ্রিকান স্টাডিজ বা সমসাময়িক আফ্রিকা নিয়ে গবেষণা করছেন, তাঁদের জন্য এই আন্তর্জাতিক বৃত্তি উন্মুক্ত।

এই বৃত্তির মাধ্যমে সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক ও আইসল্যান্ডের কোনো বিশ্ববিদ্যালয় বা গবেষণাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত মাস্টার্স, পিএইচডি ও পোস্টডক্টরাল গবেষকেরা এক মাসের জন্য নর্ডিক আফ্রিকা ইনস্টিটিউটে গবেষণার সুযোগ পাবেন। এই প্রোগ্রাম আবেদনকারীর নাগরিকত্বের ওপর নির্ভরশীল নয়। মূল লক্ষ্য হলো, আফ্রিকা–বিষয়ক গবেষণায় নর্ডিক অঞ্চলে সক্ষমতা বৃদ্ধি করা এবং নর্ডিক গবেষকদের মধ্যে সহযোগিতার নেটওয়ার্ক তৈরি করা।

নর্ডিক স্কলারশিপ প্রোগ্রাম ২০২৬–এর শেষ তারিখ আগামী ১২ অক্টোবর ২০২৫।

সম্পর্কিত নিবন্ধ