হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সুমাইয়া আক্তার (৯) নামে এক শিশুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত সোমবার সন্ধ্যায় শিশুটিকে কে বা কারা কুপিয়ে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামের একটি মাঠে ফেলে রাখে। রক্তাক্ত অবস্থায় মধ্যরাতে তাকে হবিগঞ্জ সদর হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে সে মারা যায়।

সুমাইয়া এক্তিয়ারপুর গ্রামের বেনু মিয়ার মেয়ে। শিশুটির বাবার অভিযোগ, জমিসংক্রান্ত বিরোধের জেরে তাঁর আপন ভাই রেনু মিয়া সুমাইয়াকে খুন করেছে।

ছাতিয়ান ইউনিয়নের ইউপি সদস্য আবদুর রউফ জানান, বেনু মিয়ার সঙ্গে তাঁর ভাই রেনু মিয়ার জমি নিয়ে বিরোধ চলছিল। তাদের মধ্যে এ নিয়ে প্রায়ই ঝগড়াঝাঁটি হতো। ঘটনার পর থেকে রেনু মিয়াকে গ্রামে দেখা যাচ্ছে না।

ছাতিয়ান পুলিশ ফাঁড়ির এসআই আশীষ কুমার দে জানান, নিহত সুমাইয়ার শরীরে অনেক আঘাতের চিহ্ন রয়েছে। মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন বলেন, শিশু সুমাইয়া হত্যার ঘটনায় এখনও মামলা হয়নি। অভিযোগ পাওয়া সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

একই রাতে ময়মনসিংহের ফুলপুর উপজেলায় নিখোঁজের তিন দিন পর সেপটিক ট্যাঙ্ক থেকে আবু রায়হান নেহাল (১৭) নামে স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার ভাইটকান্দি গ্রামের সোবহানের বাড়ির পেছনের সেপটিক ট্যাঙ্ক থেকে নেহালের পচা-গলা দেহ উদ্ধার করা হয়। নেহাল ভাইটকান্দি স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র এবং ছনধরা ইউনিয়নের হরিণাদী গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে। গত ১৩ জুন রাত থেকে সে নিখোঁজ ছিল। তার সন্ধানে গত ১৫ জুন নেহালের ভাই মো.

মামুন ফুলপুর থানায় জিডি করেছিলেন।

স্থানীয়দের দাবি, নেহালের সঙ্গে তাদের প্রতিবেশী ও সহপাঠী একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। এর জেরে চলতি বছরের ১৫ জানুয়ারি মেয়েটির বাবা শেখ ফরিদ ও ভাই সাগর মিলে নেহালকে মারধর করে। নেহাল নিখোঁজ হওয়ার পর থেকেই ওই মেয়ের পরিবার ঘরে তালা ঝুলিয়ে বাড়ি থেকে পালিয়ে গেছে। ফুলপুর থানার ওসি আব্দুল হাদী বলেন, মামলার প্রক্রিয়া চলছে। সন্দেহভাজনরা পলাতক। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এদিকে সোমবার বিকেলে নোয়াখালীর চাটখিল উপজেলার সোমপাড়া বাজারে ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডার জেরে মারামারিতে সাইফুল ইসলাম কিরণ (৩৫) নামে এক অটোরিকশাচালক মারা গেছেন। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত মিজান হোসেনকে আটক করেছে। কিরণ উপজেলার সাহাপুর ইউনিয়নের প্রসাদপুর দাই বাড়ির মৃত মো. হানিফের ছেলে। আটক মিজান একই ইউনিয়নের মমিনপুর গ্রামের আব্দুল হাশেম মুন্সিবাড়ির মৃত নাজির আহম্মদের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার বিকেলে সোমপাড়া বাজারে অটোরিকশার ভাড়া নিয়ে থাই অ্যালুমিনিয়ামের ব্যবসায়ী মিজানের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয় কিরণের। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি ও মারামারি হয়। সন্ধ্যায় কিরণ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। 
 
নারায়ণগঞ্জ সদর উপজেলার পূর্ব শিয়াচর লালখা এলাকা থেকে গতকাল হাত-পা বাঁধা বস্তাবন্দি অবস্থায় জনি সরকার (২৫) নামে এক পোশাকশ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা জানান, সকালে গার্মেন্ট শ্রমিকরা পূর্ব শিয়াচর লালখা এলাকার ড্রেনে বস্তা থেকে মানুষের পায়ের একটি অংশ বের হওয়া দেখেন। তারা কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য হান্নানুর রফিক রঞ্জুকে জানালে তিনি পুলিশকে খবর দেন।

জনি সরকার সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার বিষ্টপুর গ্রামের করুনা সরকারের ছেলে। করুনা সরকার জানান, তিনি ফতুল্লা স্টেডিয়ামের নৈশপ্রহরীর কাজ করেন। জনি সোমবার রাত ৯টার দিকে বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। সকালে খবর পেয়ে লাশ শনাক্ত করেন। সে এলাকার মাদকাসক্ত ছেলেদের সঙ্গে চলাফেরা করত।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, মরদেহের নাক-মুখে আঘাতের চিহ্ন এবং গলায় কাপড় পেঁচানো ছিল। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

বরিশালের বাকেরগঞ্জে আসমা বেগম (৫৫) নামে এক গৃহবধূকে ঘরে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল সন্ধ্যায় উপজেলার কলসকাঠী গ্রামে এ ঘটনা ঘটে। উপজেলার কলসকাঠী ইউনিয়নের কলসকাঠী গ্রামের আবুল হোসেন বলেন, তাঁর স্ত্রী মাগরিবের নামাজের পর মোবাইল ফোনে কল করে তাঁকে শেষবারের মতো দেখতে যাওয়ার জন্য অনুরোধ করেন। তখন তিনি বাসায় গিয়ে রক্তাক্ত মরদেহ পান।  

(ব্যুরো, নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও সংবাদদাতার পাঠানো খবর)


 

উৎস: Samakal

কীওয়ার্ড: হত য উপজ ল র স মব র সরক র

এছাড়াও পড়ুন:

গোল ঠেকান, শিরোপা জেতান—তবু দোন্নারুম্মা, এদেরসনদের কদর কম কেন

আপনি গোলরক্ষক। তাহলে আপনার মতো দুর্ভাগা আর কে আছে!

কেন এমন বলা, সেটি বোঝার জন্য এবারের দলবদল মৌসুমে একটু চোখ বোলালেই হবে। এবারের গ্রীষ্মকালীন দলবদল আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে—বিশ্বসেরা গোলরক্ষক হলেও দলবদলের বাজারে খুব একটা কদর মেলে না। মাঠের অন্য পজিশনের খেলোয়াড়দের তুলনায় তাঁদের গুরুত্ব নেই বললেই চলে।

সবচেয়ে বড় উদাহরণ পিএসজির জিয়ানলুইজি দোন্নারুম্মা। পাশাপাশি ম্যানচেস্টার সিটির এদেরসন ও এসি মিলানের মাইক মাইনিয়ঁর কথাও বলা যায়। এ তিনজনই নিঃসন্দেহে বিশ্বের সেরা ১০ গোলরক্ষকের মধ্যে পড়েন। অনেকের চোখে আবার সেরা পাঁচেই জায়গা তাঁদের। কিন্তু তাঁরা যদি ফরোয়ার্ড, মিডফিল্ডার বা ডিফেন্ডার হতেন, তাহলে তাঁদের এজেন্টদের ফোন বেজেই চলত। আর তাঁদের ক্লাব চুক্তি নবায়নের জন্য পাগল হয়ে উঠত।

কিন্তু গোলকিপার হওয়ায় তাঁদের বাস্তবতা ভিন্ন। পিএসজি ইতিমধ্যেই লিলের তরুণ গোলরক্ষক লুকাস শেভালিয়েকে নিতে যাচ্ছে (যদিও এখনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি)। ম্যানচেস্টার সিটিও বার্নলির জেমস ট্রাফোর্ডকে এনেছে গোলরক্ষকদের জন্য ব্রিটিশ ট্রান্সফার ফি রেকর্ড গড়ে। দোন্নারুম্মার জন্য ম্যানচেস্টার ইউনাইটেডের, এদেরসনের জন্য গালাতাসারাইয়ের, আর মাইনিয়ঁর জন্য চেলসির আগ্রহের কথা শোনা গেলেও কোনো কিছুই এখনো চূড়ান্ত হয়নি।

পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ জিতেছেন জিয়ানলুইজি দোন্নারুম্মা

সম্পর্কিত নিবন্ধ