দুর্দান্ত ব্যাটিং করছেন মুশফিক ও লিটন। এরই মধ্যে দুজন মিলে গড়েছেন পঞ্চাশছোঁয়া জুটি। ১১২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৩৭৩ রান। জুটির সংগ্রহ ৬৪ রান। লিটন ৩৯ ও মুশফিক ১৩৫ রানে খেলছেন।
শান্তর বিদায়ে ভাঙল রেকর্ড গড়া জুটি
১৪৮ রানে থামলেন নাজমুল হোসেন শান্ত। ২৭৯ বলে তার ইনিংসটি সাজানো ১৫ চার ও ১ ছক্কার সৌজন্যে। আসিথা ফার্নান্দোর বলে অ্যাঞ্জেলো ম্যাথুসকে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। এতে ভাঙল মুশফিকের সঙ্গে তার ২৬৪ রানের জুটি। ৯৭ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ৩০৯। ১১০ রানে খেলছেন মুশফিক, ক্রিজে নতুন ব্যাটার লিটন। বাংলাদেশের লক্ষ্য আরও বড় সংগ্রহ গড়া।
শান্ত-মুশফিকে তিনশ ছাড়ালো বাংলাদেশ
গল টেস্টের প্রথম দিন শুরুর ধাক্কা সামলে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে টপ অর্ডারের ব্যর্থতার পর হাল ধরেছেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। ৪৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া দলকে টেনে তোলেন এই দুই ব্যাটার।
প্রথম দিন ছিল পুরোপুরি শান্ত-মুশফিকের নিয়ন্ত্রণে। দুজনই তুলে নিয়েছেন সেঞ্চুরি। তাদের ২৪৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৩ উইকেটে ২৯২ রান নিয়ে দিন শেষ করে বাংলাদেশ। দ্বিতীয় দিন শান্ত ১৩৬ এবং মুশফিক ১০৫ রান নিয়ে ব্যাটিং শুরু করেন।
ইতোমধ্যে দলের স্কোর তিনশ ছাড়িয়ে গেছে। দিনের তৃতীয় ওভারে নিজেদের জুটিও আড়াইশ রানে নিয়ে গেছেন দুই ব্যাটসম্যান। ৯৩ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ৩০১। ১৪১ রানে খেলছেন শান্ত, মুশফিকের রান ১০৯। এখন লক্ষ্য আরও বড় সংগ্রহ গড়া।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
নর্ডিক স্কলারশিপে সম্পূর্ণ অর্থায়নে স্নাতকোত্তর ও পিএইচডির সুযোগ
উত্তর ইউরোপের দেশগুলোর আগ্রহী শিক্ষার্থীদের জন্য গবেষণার সুযোগ নিয়ে এসেছে নর্ডিক স্কলারশিপ প্রোগ্রাম ২০২৬। এই প্রোগ্রাম ঘোষণা করেছে সুইডেনের নর্ডিক আফ্রিকা ইনস্টিটিউট (NAI)। সামাজিক বিজ্ঞান ও মানবিক বিষয়ে যাঁরা আফ্রিকান স্টাডিজ বা সমসাময়িক আফ্রিকা নিয়ে গবেষণা করছেন, তাঁদের জন্য এই আন্তর্জাতিক বৃত্তি উন্মুক্ত।
এই বৃত্তির মাধ্যমে সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক ও আইসল্যান্ডের কোনো বিশ্ববিদ্যালয় বা গবেষণাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত মাস্টার্স, পিএইচডি ও পোস্টডক্টরাল গবেষকেরা এক মাসের জন্য নর্ডিক আফ্রিকা ইনস্টিটিউটে গবেষণার সুযোগ পাবেন। এই প্রোগ্রাম আবেদনকারীর নাগরিকত্বের ওপর নির্ভরশীল নয়। মূল লক্ষ্য হলো, আফ্রিকা–বিষয়ক গবেষণায় নর্ডিক অঞ্চলে সক্ষমতা বৃদ্ধি করা এবং নর্ডিক গবেষকদের মধ্যে সহযোগিতার নেটওয়ার্ক তৈরি করা।
নর্ডিক স্কলারশিপ প্রোগ্রাম ২০২৬–এর শেষ তারিখ আগামী ১২ অক্টোবর ২০২৫।