মেয়েদের ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি এখনো প্রায় এক বছর। টুর্নামেন্টের মূল পর্বের সব দলের নাম এখনো চূড়ান্ত হয়নি, টিকিট পাওয়ার বাকি এখনো চার দলের। একাধিক মহাদেশে বাছাইপর্ব এখনো শুরুই হয়নি। অথচ এত আগেভাগেই সূচি ঘোষণা করে ফেলল আইসিসি।

আগামী বছর মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর হবে ইংল্যান্ডে, উদ্বোধনী ম্যাচ ১২ জুন। সর্বশেষ ছয় আসরে ১০ দল অংশ নিলেও এবার খেলবে ১২ দল। ইংল্যান্ডের সাত ভেন্যুতে ২৪ দিনে হবে ৩৩ ম্যাচ।

আরও পড়ুনবিশ্বকাপ জার্সিতে ৫ প্রিয়জনকে স্মরণ করবেন দক্ষিণ আফ্রিকার মেয়েরা০৪ অক্টোবর ২০২৪

ভেন্যুগুলো হলো লন্ডনের লর্ডস ও ওভাল, বার্মিংহামের এজবাস্টন, ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড, লিডসের হেডিংলি, সাউদাম্পটনের রোজ বোল ও ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ড। ৩০ জুন ও ২ জুলাই সেমিফাইনাল দুটি হবে ওভালে, ৫ জুলাই ফাইনাল লর্ডসে। ১২ জুন এজবাস্টনে উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড।

২০২৬ নারী টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল হবে লর্ডসে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব শ বক প

এছাড়াও পড়ুন:

আইপিওর অর্থ এসএমইতে বিনিয়োগ করবে গ্লোবাল ইসলামী ব্যাংক

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে সংগৃহীত অর্থ এসএমইতে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে আইপিওর মাধ্যমে সংগৃহীত অর্থ ব্যয়ের জন্য সময় চায় ব্যাংক কর্তৃপক্ষ। আগামী ২০২৬ সালের ৯ নভেম্বর পর্যন্ত আইপিও অর্থ ব্যয়ের সময়সীমা বাড়াতে চায় ব্যাংকটি।

বুধবার (৯ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ব্যাংকটির পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে যে, শেয়ারহোল্ডার, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং অন্যান্য নিয়ন্ত্রক কর্তৃপক্ষের (যদি থাকে) অনুমোদন সাপেক্ষে, আইপিওর অবশিষ্ট পরিমাণ অর্থে ব্যবহার ২০২৬ সালের ৯ নভেম্বর পর্যন্ত অর্থাৎ আরো অতিরিক্ত ২৪ মাস সময় বৃদ্ধি করা।

এছাড়া শেয়ারহোল্ডার, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং অন্যান্য নিয়ন্ত্রক কর্তৃপক্ষের (যদি থাকে) অনুমোদন সাপেক্ষে ‘আনুমানিক আইপিও ব্যয়’ শিরোনামে অবশিষ্ট ৩১ লাখ ৯৮ হাজার ৩২ টাকা এসএমই বিনিয়োগ শিরোনামে স্থানান্তর করা।

গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি পুঁজিবাজার থেকে আইপিও’র মাধ্যমে ৪২৫ কোটি টাকা সংগ্রহ করে। সংগহীত অর্থ দিয়ে ব্যাংকটি এসএমই, সরকারি সিকিউরিটিজ ও পুঁজিবাজারে তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগ এবং প্রাথমিক গণপ্রস্তাবের ব্যয় নির্বাহ করবে বলে জানায়।

ঢাকা/এনটি/

সম্পর্কিত নিবন্ধ

  • ইতালির ইতিহাস, প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে
  • তিন কারণে পণ্য রপ্তানিতে আগের মতোই প্রণোদনা পাবেন ব্যবসায়ীরা
  • স্কটল্যান্ডকে হারিয়ে ২০২৬ টি-২০ বিশ্বকাপের পথে ইতালি
  • স্কটল্যান্ডকে হারিয়ে ২০২৬ টি-২০ বিশ্বকাপে এক পা ইতালির 
  • বাংলাদেশের বিপক্ষে সিরিজ স্থগিত করে শ্রীলঙ্কা সফরের আলোচনা করছে ভারত
  • আইপিওর অর্থ এসএমইতে বিনিয়োগ করবে গ্লোবাল ইসলামী ব্যাংক