এক বছর আগেই টি–টোয়েন্টি বিশ্বকাপের সূচি চূড়ান্ত করল আইসিসি
Published: 18th, June 2025 GMT
মেয়েদের ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি এখনো প্রায় এক বছর। টুর্নামেন্টের মূল পর্বের সব দলের নাম এখনো চূড়ান্ত হয়নি, টিকিট পাওয়ার বাকি এখনো চার দলের। একাধিক মহাদেশে বাছাইপর্ব এখনো শুরুই হয়নি। অথচ এত আগেভাগেই সূচি ঘোষণা করে ফেলল আইসিসি।
আগামী বছর মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর হবে ইংল্যান্ডে, উদ্বোধনী ম্যাচ ১২ জুন। সর্বশেষ ছয় আসরে ১০ দল অংশ নিলেও এবার খেলবে ১২ দল। ইংল্যান্ডের সাত ভেন্যুতে ২৪ দিনে হবে ৩৩ ম্যাচ।
আরও পড়ুনবিশ্বকাপ জার্সিতে ৫ প্রিয়জনকে স্মরণ করবেন দক্ষিণ আফ্রিকার মেয়েরা০৪ অক্টোবর ২০২৪ভেন্যুগুলো হলো লন্ডনের লর্ডস ও ওভাল, বার্মিংহামের এজবাস্টন, ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড, লিডসের হেডিংলি, সাউদাম্পটনের রোজ বোল ও ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ড। ৩০ জুন ও ২ জুলাই সেমিফাইনাল দুটি হবে ওভালে, ৫ জুলাই ফাইনাল লর্ডসে। ১২ জুন এজবাস্টনে উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড।
২০২৬ নারী টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল হবে লর্ডসে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব শ বক প
এছাড়াও পড়ুন:
শব্দ, অনুভব দুই–ই বলুক—‘তুই পাশে আছিস’
চায়ের দোকানে চার বন্ধু। চলছে জমাটি আড্ডা, তবে ‘শ্রুত’ হওয়ার মতো শব্দ নেই কোনো। চোখের ঝিলিকে, নীরব হাসিতে, মুখের অভিব্যক্তিতে বুঝে যান তাঁরা একে অপরের কথা।
ঝিনাইদহের রিপন মিয়া, তরিকুল ইসলাম, হাশেম আলী আর রাজু আহম্মেদ—এই চারজনের কণ্ঠে আওয়াজ নেই, বাক্প্রতিবন্ধী। কিন্তু কী আশ্চর্য, তাঁদের ভেতরে যে ভাষা আছে, সমাজের অধিকাংশ মানুষেরই তাতে দখল নেই! তাঁরা একে অপরের চোখের দিকে তাকিয়ে বোঝেন ‘মন খারাপ’, হাতের নড়াচড়ায় বুঝে নেন ‘দেরি কেন হলো’, ঠোঁট উল্টিয়ে বুঝিয়ে দেন ‘চায়ে মিষ্টি বেশি’। এ যেন অন্যতর এক কাব্য, যা কালিতে নয়, লেখা হয় অনুভবে। এই অনুভবের আরেক নামই তো ‘বন্ধুত্ব’।
বন্ধু মানে সেই মানুষ, যার সঙ্গে ভাববিনিময়, সুখ-দুঃখ ভাগ করে নেওয়ার জন্য ‘শব্দ’ জরুরি নয়। বন্ধুত্বে ‘ভালো আছিস’ বলারও দরকার পড়ে না, পাশে দাঁড়ানোই যথেষ্ট। একবার চোখের দিকে তাকিয়ে একদম বোঝা যায়—সব ঠিক আছে, নাকি ভেতরে কিছু ভাঙছে! বন্ধু পাশে থাকলে বৈরী সময় সহজ হয়ে আসে, ভালো সময় হয়ে ওঠে আরও রঙিন।
আজ সেই বন্ধুত্বের জয়গান গাওয়ার দিন। আগস্ট মাসের প্রথম রোববার ‘বিশ্ব বন্ধু দিবস’।সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক আছে