ছেলে জনি সরকার (২৫) মাদকাসক্ত। প্রায়ই টাকার জন্য বাড়িতে জিনিসপত্র ভাঙচুর করেন। টাকা না দিলে মা–বাবাকে মারধর করতেন। দীর্ঘদিন ধরে ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাবা করুণা সরকার তাঁর একমাত্র ছেলেকে ঘুমের মধ্যে মাথায় রুটি বানানোর বেলন দিয়ে আঘাত করে হত্যা করেন। হত্যার পর ছেলের মরদেহ বস্তাবন্দী করে নালায় ফেলে দেন।

আজ বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো.

হাসিনুজ্জামান।

এর আগে গত মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার শিহাচর এলাকায় পয়োনিষ্কাশনের নালা থেকে জনি সরকারের (২৫) মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত জনির বাবা করুণা সরকার বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। তিন সন্তানের মধ্যে জনি ছিলেন সবার বড়।

পুলিশ কর্মকর্তা মো. হাসিনুজ্জামান বলেন, পুলিশ তদন্ত করতে গিয়ে ছেলে হত্যায় বাবা করুণা সরকারের সম্পৃক্ততা পায়। পরে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বাবার সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, ছেলে মাদকাসক্ত ছিল। প্রায়ই টাকার জন্য বাড়িঘরে ভাঙচুর করতেন। বাবা-মাকেও মারধর করতেন। দীর্ঘদিন ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাবা ঘুমের মধ্যে মাথায় রুটি তৈরি করার বেলন দিয়ে আঘাত করে হত্যা করেন। মা অসিতা রানী সরকার তাঁর স্বামীকে সহায়তা করেন।

পুলিশের এই কর্মকর্তা বলেন, বাবা করুণা সরকারের বাদী হয়ে করা মামলায় পুলিশ চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করবে। ছেলেকে হত্যার দায়ে পুলিশ বাদী হয়ে নতুন করে হত্যা মামলা করেছে। পাশাপাশি বাবা করুণা সরকার ও মা অসিতা রানী সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। করুণা সরকার ফতুল্লার শিহাচর এলাকার দুলাল মিয়ার বাড়িতে থাকেন। তিনি ফতুল্লার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিরাপত্তাপ্রহরীর চাকরি করেন।

সংবাদ সম্মেলনে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম, পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন, উপপরিদর্শক (এসআই) শামীম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: সরক র

এছাড়াও পড়ুন:

সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা রিয়াদের দুই মেয়ে গুরুতর আহত : দোয়া প্রার্থনা 

নারায়ণগঞ্জ মহানগর  যুবদলের আহ্বায়ক কমিটির প্রথম সদস্য মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি রাফি উদ্দিন রিয়াদের দুই মেয়ে নূবাইসা ও নূসাইবা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।

বুধবার দুপুর সোয়া বারোটার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডস্থ চানমারি ট্যাক্সি স্ট্যান্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

পরে তাদেরকে উদ্ধার করে প্রথমে খানপুর হাসপাতালে নেয়া হলে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করেন। সেখানেও অবস্থা গুরুতর হলে মোহাম্মদপুর আল-মানার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন। 

আহত দুই মেয়ের দ্রুত সুস্থতার জন্য রাফি উদ্দিন রিয়াদ সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন। নূবাইসা ও নূসাইবা নারায়ণগঞ্জ বেইলী স্কুলের ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থী। 

জানা যায়, স্কুল শেষে অটোরিকশায় করে বাসায় ফিরছিলেন। হঠাৎ করে চানমারি ট্যাক্সি স্ট্যান্ডের সামনে অটোরিকশাটিকে প্রাইভেট কারে ধাক্কা দিলে উল্টিয়ে পড়ে গুরুতর আহত হন নূবাইসা ও নূসাইবা ।

দুর্ঘটনায় নূবাইসা ডান হাতের এক আঙ্গুল বিচ্ছিন্ন ও পায়ে গুরুতর আঘাত পায়। এছাড়া নূসাইবা মুখ ও পায়েও আঘাত পেয়েছেন।
 

সম্পর্কিত নিবন্ধ

  • সোনারগাঁয়ে সিরাত বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
  • ত্বকী হত্যা মামলার অভিযোগপত্র দাখিলে আবার সময় নিল র‍্যাব
  • রুপগঞ্জে পরিবেশ দূষণের অভিযোগে এসি আই সল্টকে ২ লাখ টাকা জরিমানা
  • “শিক্ষার্থীদের উপর হামলা, ইন্ধন থাকতে পারে তৃতীয় পক্ষের”
  • শিক্ষার্থীদের উপর অটো চালকদের হামলা, আহত ২০ (ভিডিও)
  • শিক্ষার্থীদের উপর অটো চালকদের হামলা, আহত ২০
  • ফতুল্লায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
  • সোনারগাঁয়ের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে সিদ্ধিরগঞ্জ বিএনপির চিঠি
  • নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৩
  • সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা রিয়াদের দুই মেয়ে গুরুতর আহত : দোয়া প্রার্থনা