৯ হাজার রান, ২৪ সেঞ্চুরি, ৪৯ ফিফটি—এনামুলকে কেন দলে নেবেন না, প্রশ্ন নাজমুলের
Published: 28th, June 2025 GMT
বাংলাদেশ জাতীয় দলের স্কোয়াড থেকে বাদ পড়ে ফেরার প্রক্রিয়া অনেক ক্ষেত্রেই সহজ—অন্য কারও খারাপ করা। এনামুল হকও এর ব্যতিক্রম ছিলেন না। দুই ওপেনার জাকির হাসান–মাহমুদুল হাসানের টানা ব্যর্থতায় সুযোগ পান এই ওপেনার। গত বছর প্রথম শ্রেণির টুর্নামেন্ট জাতীয় ক্রিকেট লিগে ৭০০ রানও করেন এনামুল।
আরও পড়ুনটেস্ট অধিনায়কত্ব ছেড়ে দিলেন নাজমুল২ ঘণ্টা আগেআন্তর্জাতিক মঞ্চে ফিরে এসেও প্রথম ম্যাচে একটা দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়েছেন এনামুল—গত এপ্রিলে চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে সাদমান এবং তাঁর শত রানের জুটিতে ৩২ ইনিংস ও ২৮ মাস পর উদ্বোধনী জুটিতে এক শ পেরোনো জুটি পায় বাংলাদেশ। তবে ব্যক্তিগতভাবে এনামুল তেমন সুবিধা করতে পারেননি।
জিম্বাবুয়ের বিপক্ষে তিন বছর পর টেস্ট দলে ফেরার সে ম্যাচে ৩৯ রান করেন। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজে চার ইনিংসে তাঁর রান যথাক্রমে ০, ৪, ০ ও ১৯। এমন ব্যাটিংয়ের পর স্বাভাবিকভাবেই তাঁর দলে জায়গা পাওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। যেটি কলম্বো টেস্টে বাংলাদেশের ইনিংস ব্যবধানে হারের পর পৌঁছে গিয়েছিল বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেনের কাছেও। সংবাদ সম্মেলনে তাঁর কাছে এনামুলের দলে সুযোগ পাওয়ার বিষয়ে জানতে চাওয়া হয়েছিল।
কলম্বোয় সংবাদ সম্মেলনে নাজমুল.উৎস: Prothomalo
কীওয়ার্ড: এন ম ল
এছাড়াও পড়ুন:
বাগেরহাটে চার আসন বহালের দাবিতে নতুন কর্মসূচি
বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। আগামী শুক্র ও শনিবার (১৯ ও ২০ সেপ্টেম্বর) গণস্বাক্ষর সংগ্রহ এবং রবি ও সোমবার (২১ ও ২২ সেপ্টেম্বর) জেলা নির্বাচন কার্যালয়ের সামনে অর্ধদিবস অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা নির্বাচন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি শেষে বিক্ষোভ মিছিল বের করে সর্বদলীয় সম্মিলিত কমিটি। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতা এম এ সালাম নতুন কর্মসূচি ঘোষণা করেন।
এম এ সালাম বলেছেন, “বাগেরহাটের চারটি আসন অক্ষুণ্ন রাখার দাবিতে আমরা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছি। আদালতের প্রতি আমাদের আস্থা আছে, তবে জনগণের দাবি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”
এর আগে আসন কমানোর প্রতিবাদে জেলা জুড়ে হরতাল, বিক্ষোভ ও মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। পাশাপাশি উচ্চ আদালতে রিট করা হয়েছে।
ঢাকা/শহিদুল/রফিক