কলম্বোর চামড়া পোড়ানো, ঘামে ভেজানো গরম ছাড়া আর কোনো উত্তাপ খুঁজে পাওয়া গেল না সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে। পাওয়ার কথাও নয় অবশ্য। নাজমুল হোসেনের টেস্ট নেতৃত্ব ছাড়া নিয়ে আলোচনাটা এখন মূলত দলের বাইরেই। দলের আবহে তার কোনো প্রভাব নেই। নতুন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে পুরো দলের চিন্তায় এখন ২ জুলাই শুরু ওয়ানডে সিরিজ।

দ্বিতীয় টেস্টটা এক দিন আগে শেষ হয়ে যাওয়ার মন্দের ভালো, ওয়ানডের প্রস্তুতির জন্য একটি বাড়তি দিন পাওয়া। অবশ্য কাল সেই বাড়তি দিনে বিশ্রামে ছিলেন নাজমুল, মিরাজ, লিটন দাসসহ কলম্বো টেস্টে খেলা প্রায় সব ক্রিকেটার। ব্যতিক্রম দুই পেসার ইবাদত হোসেন ও নাহিদ রানা। ওয়ানডে দলে যোগ দেওয়া ক্রিকেটারদের সঙ্গে টেস্ট দলের এই দুজনও ছিলেন কাল সিংলিজ স্পোর্টস ক্লাব মাঠের অনুশীলনে।

বেলা ২টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত দুই ঘণ্টার অনুশীলনে ওয়ার্মআপ থেকে শুরু করে নেটে ব্যাটিং-বোলিং, ফিল্ডিং প্র্যাকটিস—সবই হয়েছে। টেস্ট দলের ক্রিকেটারদের ফ্লাইট আজ, এই সুযোগে ওয়ানডে দলে না থাকা ইবাদতও নেটে দীর্ঘ সময় বোলিং করেছেন। যদিও মোস্তাফিজুর রহমান, তানজিম হাসানদের মধ্যে পেস বোলিং কোচ শন টেইটের মনোযোগের কেন্দ্রে ছিলেন চোট কাটিয়ে ফেরা পেসার তাসকিন আহমেদ। নেটে প্রায় প্রতিটি বলের আগেই তাঁকে কিছু না কিছু পরামর্শ দিয়েছেন টেইট।

আরও পড়ুনটেস্ট অধিনায়কত্ব ছেড়ে দিলেন নাজমুল২৮ জুন ২০২৫

পেসারদের মধ্যে হাসান মাহমুদ আর নাহিদ রানা ছিলেন না টেইটের নেটে। অনুশীলনে কাল বোলিংই করেননি কাঁধের আড়ষ্টতার জন্য দ্বিতীয় টেস্টে না খেলা হাসান মাহমুদ ও দুই টেস্টেই খেলা আরেক পেসার নাহিদ রানা। কাঁধের অবস্থা বুঝতে হাসান মাহমুদের মৃদু হাত ঘোরানোর পর্বে সঙ্গী ছিলেন ফিজিও বায়েজিদুল ইসলাম ও কন্ডিশনিং কোচ নাথান কেলি, কখনো কখনো দলের চিকিৎসক মনজুর হোসাইন চৌধুরী। সঙ্গে আরও কিছু ছোটখাটো পরীক্ষায় তাঁর কাঁধের অবস্থা আগের চেয়ে ভালো মনে হয়েছে তাঁদের কাছে। আজ নেটে পুরোদমে বোলিং করার চেষ্টা করবেন হাসান মাহমুদ। নাহিদ রানা বোলিং না করলেও নেটে ব্যাটিং করেছেন।

ওয়ানডে সিরিজের আগে দলে চোট-আঘাতের আর কোনো সমস্যার কথা শোনা যায়নি। নাজমুল হোসেনের টেস্ট নেতৃত্ব ছাড়া নিয়েও দলে কোনো আলোচনা নেই। নাজমুলের নিজের পুরো মনোযোগও এখন ওয়ানডে সিরিজের দিকে, অধিনায়কত্বটা মেহেদী হাসান মিরাজের কাঁধে ওঠায় যেখানে তিনি খেলবেন শুধুই নির্ভার একজন ব্যাটসম্যান হিসেবে।

কলম্বো টেস্টে হারের পর সংবাদ সম্মেলনে নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন নাজমুল.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

পটুয়াখালীতে সালিস বৈঠকে অংশ নিলে নেতা-কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিএনপি

পটুয়াখালীতে স্থানীয় পর্যায়ে সালিস বৈঠকে অংশ নিলে দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গতকাল বুধবার রাতে ওই বিজ্ঞপ্তির কপি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

সম্প্রতি জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বিএনপির কিছু নেতা-কর্মী সালিস বৈঠকে অংশ নিয়ে আর্থিক লেনদেনে জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ ওঠেছে। ভুক্তভোগী ব্যক্তিরা এ বিষয়ে ফেসবুকে নানা মন্তব্য তুলে ধরে ক্ষোভ জানিয়েছেন। এ পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার দলীয় শৃঙ্খলা বজায় রাখতে জেলা বিএনপি এই বিজ্ঞপ্তি দেয়।

এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান টোটন প্রথম আলোকে বলেন, ‘সামনে জাতীয় নির্বাচন। সংকটময় মুহূর্ত আসছে, তাই দলীয় নেতা-কর্মীরা যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনায় না জড়ান, তাই তাঁদের সতর্ক করা হয়েছে।’

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপি জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামী সংগঠন। এই দলের প্রত্যেক কর্মী জনগণের আস্থার প্রতীক এবং আন্দোলন-সংগ্রামের অগ্রণী সৈনিক। তাই দলের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখা ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে জেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কোনো নেতা-কর্মী স্থানীয় পর্যায়ে কোনো প্রকার সালিস, দাঙ্গা-ফ্যাসাদ বা পক্ষপাতদুষ্ট এবং মধ্যস্থতাকারী কার্যক্রমে অংশ নিতে পারবে না।

একই সঙ্গে ওই বিজ্ঞপ্তিতে দলীয় নেতা-কর্মীদের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচি এবং জনগণের পাশে থাকতে বলা হয়েছে। এ ছাড়া নেতা-কর্মীদের সদা হাস্যোজ্জ্বল, ভদ্র ও অমায়িক আচরণমুখী হতে বলা হয়েছে। এ নির্দেশনা অমান্য করলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ