টস জিতে ব্যাট করা শ্রীলঙ্কাকে ২৪৪ রানে অলআউট করেছে বাংলাদেশ। জবাব দিতে নেমে শুরুতে ওপেনার পারভেজ ইমন ফিরে যান। পরে তানজিদ তামিমের সঙ্গে জুটি গড়ে দলের রান একশ’ হতেই রান আউট হন নাজমুল শান্ত। পরেই ফিরে গেছেন লিটন দাস ও তানজিদ তামিম।
বাংলাদেশ ১৮ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০২ রানে ব্যাট করছে। ক্রিজে আছেন তাওহীদ হৃদয় ও মেহেদী মিরাজ। ইমন ১৬ বলে তিন চারের শটে ১৩ রান করে ফিরেছেন। শান্ত ২৬ বলে ২৩ রান করে কাটা পড়েন। লিটন দাস শূন্য করে ফিরে যান। তানজিদ তামিম ৬১ বলে ৬২ রান করে ফিরেছেন। তিনি নয়টি চার ও একটি ছক্কা মেরেছেন।
এর আগে শ্রীলঙ্কার হয়ে অধিনায়ক চারিথা আশালঙ্কা ১২৩ বলে ১০৪ রানের ইনিংস খেলেন। এছাড়া কুশল মেন্ডিস ৪৫ ও জানিথ লিয়ানাগে ২৯ রান যোগ করেন। অলরাউন্ডার মিলান রত্নায়েকে ও ওয়ানিন্দু হাসারাঙ্গা ২২ করে রান করেন।
বাংলাদেশের হয়ে বল হাতে তাসকিন আহমেদ ৪ উইকেট নিয়েছেন। অন্য পেসার তানজিম সাকিব নিয়েছেন ৩ উইকেট। স্পিন বোলিংয়ে তানভীর ইসলাম ও নাজমুল শান্ত একটি করে উইকেট নিয়েছেন।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
‘ব্যাক টু ব্যাক’ উইকেট হারিয়ে সমস্যায় পড়েছি: মিরাজ
এর আগে চারটি ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। পাকাপাকি অধিনায়ক হওয়ার পর গতকাল যাত্রা শুরু হয়েছে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। ভাগ্য পাল্টেনি। মিরাজের নেতৃত্বে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে বাংলাদেশ হেরেছে ৭৭ রানের বড় ব্যবধানে।
টস হেরে আগে বোলিং পেলেও বোলারদের নৈপূণ্যে লক্ষ্য নাগালেই ছিল। ২৪৪ রানের বেশি করতে পারেনি শ্রীলঙ্কা। ওই রান তাড়া করতে নেমে ১ উইকেটে ১০০ রানও তুলে নেয় বাংলাদেশ। কিন্তু পরের ৫ রান করতেই ৭ উইকেট হারায় মিরাজ অ্যান্ড কোং। চরম ব্যাটিং ধসেই বড় ব্যবধানে ম্যাচ হারতে হয়েছে বাংলাদেশকে।
‘ব্যাক টু ব্যাক’ হারানোতেই বাংলাদেশের ভরাডুবি হয়েছে বলে মন্তব্য করেছেন অধিনায়ক মিরাজ। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে মিরাজ বলেছেন, ‘‘আমরা ৮০ ওভার (আসলে ৭০) ভালো খেলেছিলাম কিন্তু। শান্ত ও তানজিদ ভালো ব্যাটিং করেছে। রান আউটটা আমাদের ভুল ছিল। মিডল অর্ডারে কেউই ভালো করেনি। ব্যাক টু ব্যাক উইকেট হারিয়েছি সেখানে। যা সমস্যা তৈরি করেছে। জুটি হওয়া দরকার ছিল। আমাদের সুযোগ ছিল ম্যাচটাকে নিজেদের নিয়ন্ত্রণে রাখার। কিন্তু আমরা কেউই পারিনি।’’
শান্ত রান আউট হওয়ার পর লিটন ক্রিজে আসেন। ৪ বলে শূন্য রানে বিদায় নেন। ওই ওভারেই থিতু হওয়া ব্যাটসম্যান তানজিদ উইকেট বিলিয়ে আসেন। এরপর তাওহীদ হৃদয় ১ ও মিরাজ শূন্য রানে বিদায় নেন। তানজিম সাকিব (১) ও তাসকিন আহমেদ (০) সতীর্থদের পথ অনুসরণ করেন। তাতে চরম ভোগান্তিতে পড়ে বাংলাদেশ।
উইকেট ভালো ছিল দাবি করেছেন মিরাজ, ‘‘উইকেট নিশ্চিতভাবেই ভালো ছিল। আমাদের পেস বোলাররা দারুণ বল করেছে। তারা শুরুতেই উইকেট এনে দিয়েছে। হ্যাঁ মধ্যভাগে উইকেট পাইনি। এজন্য আসালাঙ্কাকে ক্রেডিট দিতে হবে। এছাড়া প্রচুর গরমও ছিল। আমাদের গুরুত্বপূর্ণ দুজন বোলারের ক্র্যাম্প হয়েছে (মোস্তাফিজুর রহমান ও তানভীর ইসলাম) ।’’
৫ জুলাই একই মাঠে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ফল হওয়া শেষ ৭ ওয়ানডেতে কোনো জয় নেই বাংলাদেশের। পরাজয়ের এই মিছিল কী আরো লম্বা হবে নাকি কলম্বোতেই ঘুরে দাঁড়াবে বাংলাদেশ?
ঢাকা/ইয়াসিন