টস জিতে ব্যাট করা শ্রীলঙ্কাকে ২৪৪ রানে অলআউট করেছে বাংলাদেশ। জবাব দিতে নেমে শুরুতে ওপেনার পারভেজ ইমন ফিরে যান। পরে তানজিদ তামিমের সঙ্গে জুটি গড়ে দলের রান একশ’ হতেই রান আউট হন নাজমুল শান্ত। পরেই ফিরে গেছেন লিটন দাস, তানজিদ তামিম ও পারভেজ ইমন।
বাংলাদেশ ১৯ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০৩ রানে ব্যাট করছে। ক্রিজে আছেন মেহেদী মিরাজ ও জাকের আলী।
এর আগে ইমন ১৬ বলে তিন চারের শটে ১৩ রান করে ফিরেছেন। শান্ত ২৬ বলে ২৩ রান করে রান আউটে কাটা পড়েছেন। লিটন দাস শূন্য করে হাসারাঙ্গার বলে লেগ বিফোর হন। ওই ওভারেই শট খেলতে গিয়ে দুর্দান্ত ক্যাচে তানজিদ তামিম ৬১ বলে ৬২ রান করে ফিরে যানন। তিনি নয়টি চার ও একটি ছক্কা মেরেছেন। এরপর তাওহীদ হৃদয়কে (১) বোল্ড করে দিয়েছেন কামিন্দু মেন্ডিস।
এর আগে শ্রীলঙ্কার হয়ে অধিনায়ক চারিথা আশালঙ্কা ১২৩ বলে ১০৪ রানের ইনিংস খেলেন। এছাড়া কুশল মেন্ডিস ৪৫ ও জানিথ লিয়ানাগে ২৯ রান যোগ করেন। অলরাউন্ডার মিলান রত্নায়েকে ও ওয়ানিন্দু হাসারাঙ্গা ২২ করে রান করেন।
বাংলাদেশের হয়ে বল হাতে তাসকিন আহমেদ ৪ উইকেট নিয়েছেন। অন্য পেসার তানজিম সাকিব নিয়েছেন ৩ উইকেট। স্পিন বোলিংয়ে তানভীর ইসলাম ও নাজমুল শান্ত একটি করে উইকেট নিয়েছেন।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
৩ জুলাই: রেকর্ড ১১০৪ উইকেট নেওয়াদের জন্মদিন
স্যার রিচার্ড হ্যাডলি। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডারের আজ ৭৪তম জন্মদিন। ১৯৯০ সালে টেস্ট ইতিহাসে প্রথম বোলার হিসেবে ৪০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছিলেন নিউজিল্যান্ডের সাবেক ফাস্ট বোলার। ৮৬ টেস্টে ৪৩১ উইকেট নিয়ে ক্যারিয়ার শেষ করেছিলেন হ্যাডলি।
শুধু হ্যাডলিই নন, ৩ জুলাই জন্মদিন টেস্টে ৪০০ উইকেট ক্লাবের আরেক সদস্য হরভজন সিংয়েরও। স্যার রিচার্ড হ্যাডলির ২৯ বছর পর ১৯৮০ সালে জন্মগ্রহণ করা ভারতীয় অফ স্পিনার ১০৩ টেস্টে পেয়েছেন ৪১৭ উইকেট।
টেস্টে ৪০০ উইকেট নেওয়া ১৭ বোলারের মধ্যে এই দুজনেরই জন্ম ৩ জুলাই। শুধু এই দুজনই নয়, টেস্টে ১০০ উইকেট নেওয়া আরেক বোলার ইউয়েন চ্যাটফিল্ডের জন্মও ৩ জুলাই। ৩ জুলাই জন্মদিন জিম্বাবুয়ের সাবেক পেসার হেনরি ওলোঙ্গা, পাকিস্তানি অলরাউন্ডার ওয়াসিম রাজা ও বাংলাদেশের সাবেক বাঁহাতি পেসার সৈয়দ রাসেলেরও। আর তাঁরা সবাই মিলে একটি অন্য রকম রেকর্ডও করেছেন।
বাংলাদেশের সাবেক পেসার সৈয়দ রাসেলের জন্মদিনও আজ