নারী কৃষকের ক্ষমতায়ন ব্র্যাককে সহায়তা দিচ্ছে রকফেলার ফাউন্ডেশন
Published: 4th, July 2025 GMT
বাংলাদেশ, লাইবেরিয়া, তানজানিয়া ও উগান্ডার ৩০ লাখ প্রান্তিক নারী কৃষকের ক্ষমতায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাককে ৩ লাখ মার্কিন ডলার বা ৩ কোটি ৬৮ লাখ টাকা সহায়তা দিচ্ছে দ্য রকফেলার ফাউন্ডেশন। গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ব্র্যাকের মিডিয়া রিলেশনস কমিউনিকেশনস লিড গোলাম কিবরিয়া এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্রমবর্ধমান বৈরী আবহাওয়ার প্রভাব মোকাবিলায় ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য ফলপ্রসূ কার্যক্রম নিশ্চিত করতে এ অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে রকফেলার ফাউন্ডেশন। এই অর্থ ব্যবহার করে ব্র্যাক একটি নতুন উদ্যোগের পরিকল্পনা এবং তা বাস্তবায়ন করবে। যার মাধ্যমে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ, লাইবেরিয়া, তানজানিয়া ও উগান্ডার ৩০ লাখ প্রান্তিক নারী কৃষক ও তাদের পরিবারকে স্বনির্ভর করে তোলা হবে।
প্রথম ধাপে পরীক্ষামূলক বাংলাদেশের উপকূলীয় ও খরাপ্রবণ এলাকায় চালু করা হবে এ উদ্যোগ। এর মাধ্যমে কৃষকদের একটি সমন্বিত সেবা প্যাকেজের আওতায় আনা হবে। যার মধ্যে থাকবে আধুনিক কৃষিপ্রযুক্তির ব্যবহার, আবহাওয়ার খবর ও জলবায়ু-সংক্রান্ত তথ্য, অভিযোজনমূলক বীমার মতো আর্থিক সেবা এবং বাজারের সঙ্গে শক্তিশালী সংযোগ। বাংলাদেশের এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরবর্তী ধাপে আফ্রিকার দেশগুলোতেও মডেলটি বিস্তার করা হবে, যেখানে ব্র্যাক ইতোমধ্যে কাজ করছে।
রকফেলার ফাউন্ডেশনের এশিয়া অঞ্চলের প্রধান দীপালি খান্না বলেন, প্রান্তিক কৃষককে জলবায়ু পরিবর্তনের প্রভাবসহ নানা ধরনের চ্যালেঞ্জ সরাসরি মোকাবিলা করতে হয়। ব্র্যাককে সহায়তার মাধ্যমে আমরা ক্ষুদ্র কৃষকদের এমনভাবে সক্ষম করে তুলতে চাই, যাতে তারা কেবল বিপর্যয় মোকাবিলা নয়; দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সুযোগ তৈরির ভিত্তি গড়ে তুলত সক্ষম হয়।
ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ বলেন, আমরা বিশ্বাস করি, মানুষ ও জনগোষ্ঠীকে প্রয়োজনীয় দক্ষতায় সক্ষম করে তুলতে পারলে তারা নিজেরাই টিকে থাকার পথ তৈরি করে নিতে পারে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফুটবল দলের স্পন্সর হলো ওয়ালটন
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সঙ্গে যুক্ত হলো ইলেকট্রনিক্স ও প্রযুক্তি খাতের শীর্ষ ব্র্যান্ড ওয়ালটন। আর্জেন্টিনা দলের অফিশিয়াল রিজিওনাল স্পন্সর হলো ওয়ালটন। এরফলে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সব ধরনের ব্র্যান্ডিং স্বত্ত্ব লাভ করলো ওয়ালটন। এখন থেকে ওয়ালটন পণ্যের নানান ধরনের ব্র্যান্ডিং কার্যক্রমে দেখা যাবে মেসি-মার্টিনেজদের, যা প্রতিষ্ঠানটির অন্যতম শীর্ষ গ্লোবাল ব্র্যান্ড হয়ে ওঠার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখবে।
সম্প্রতি আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এবং ওয়ালটনের মধ্যে এ উপলক্ষ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আগামী এক বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছে ওয়ালটন এবং এএফএ।
আরো পড়ুন:
কুবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন
হংকংয়ের মাঠ থেকে পয়েন্ট নিয়ে ফিরল বাংলাদেশ
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের অফিশিয়াল ফেসবুক পেজে ওয়ালটনের সঙ্গে এই পার্টনারশিপের ঘোষণা দিয়ে পোস্ট করেছে এএফএ। যেখানে ওয়ালটনের অত্যাধুনিক সুবিশাল কারখানা ও বিভিন্ন পণ্যের সঙ্গে দেখা গেছে আর্জেন্টিনার তারকা ফুটবলারদের। এর আগে অফিশিয়াল ওয়েসবাইটেও অন্যান্য স্পন্সরদের সঙ্গে ওয়ালটনের নাম ও লোগো প্রকাশ করেছে এএফএ।
বিশ্বের শতাধিক দেশে ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণের টার্গেট নিয়ে কাজ করছে ওয়ালটন। ইতোমধ্যে ৫০টিরও বেশি দেশে পরিচালিত হচ্ছে ওয়ালটনের ব্র্যান্ড বিজনেস। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যমে ওয়ালটনের ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণের লক্ষ্য অর্জনের পথ আরো সুগম হবে। ২০২৬ ফিফা বিশ্বকাপে মাঠ মাতাবে আর্জেন্টাইন খেলোয়াড়েরা। আর ঘরে ঘরে বিশ্বজুড়ে ওয়ালটন মাতাবে কোটি কোটি ক্রেতার মন।
ঢাকা/ফিরোজ