কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা দুদিনের ‘শাটডাউন’ কর্মসূচির প্রথম দিনে সকাল থেকেই ঢাকায় যানচলাচল স্বাভাবিক রয়েছে। 

রবিবার (১৬ নভেম্বর) সকালে ঢাকার রাস্তায় মানুষ আর যান চলাচল অন্যান্য দিনের মতোই রয়েছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকলেও উপস্থিতির হার কিছুটা কম বলে জানা গেছে। 

ঢাকার রামপুরা, খিলগাঁও, মৌচাক, মালিবাগ, কাকরাইল ও পল্টন এলাকায় ঘুরে দেখা গেছে, সকাল থেকে সড়কে রিকশা ও অটোরিকশার দাপট রয়েছে। বিভিন্ন এলাকায় বাসের জন্য যাত্রীদের অপেক্ষা করতে দেখা গেছে। কোনো কোনো বাসে যাত্রীদের প্রচুর ভিড় ছিল।

তবে এদিন নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়গুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান লক্ষ্য করা যায়নি। রামপুরা, খিলগাঁও, মৌচাক, মালিবাগ, কাকরাইল ও পল্টন এলাকার বিভিন্ন মোড়ে সকাল থেকে কোনো চেকপোষ্ট বসানো হয়নি। পাশাপাশি সড়কে বিএনপি, জামায়াত, এনসিপির নেতা–কর্মীদের অবস্থান করতে লক্ষ্য করা যায়নি।

শনিবার রাতে রাজধানীর হাজারীবাগের বেড়িবাঁধ সরকারি কলেজের সামনে পার্কিং করা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এছাড়া, গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঢাকাগামী আজমিরী গ্লোরী পরিবহন ও সিলেটে হাসপাতালের পার্কিংয়ে থাকা একটি অ্যাম্বুলেন্স ও বাসস্ট্যান্ডে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রবিবার সকালে রামপুরা ট্রাফিক জোনের সিনিয়র সহকারী কমিশনার (এসি) এ কে এম নছরুত হাসান রাইজিংবিডি ডটকমকে বলেন, “সকাল থেকে কোনা ধরনের অপ্রিতিকর ঘটনা ঘটেনি। সড়কে যান চলাচল অন্যান্য দিনের মতো স্বাভাবিক রয়েছে।”

মীর অমি নামে এক চাকরিজীবী বলেন, “ভেবেছিলাম আজ হয়তো সড়কে যানবাহন একটু কম থাকবে। তাই অফিসে যাওয়ার জন্য বাসা থেকে একটু তাড়াতাড়ি বের হয়েছি। কিন্তু রাস্তায় অন্যান্য স্বাভাবিক দিনের মতোই গণপরিবহন চলছে। রাস্তায় মানুষের ভিড় থাকায় বাসে ওঠার জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে।” 

জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন জনের বিরুদ্ধে করা একটি মামলার রায় ঘোষণা করা হবে আগামীকাল ১৭ নভেম্বর। এ রায়কে কেন্দ্র করে রবি ও সোমবার শাটডাউন কর্মসূচি ঘোষণা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। 

ঢাকা/এনটি/ইভা 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

গোবিপ্রবির রবি ও সোমবারের পরীক্ষা স্থগিত

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) রবিবার (১৬ নভেম্বর) এবং সোমবারের (১৭ নভেম্বর) সব ধরনের পরীক্ষা ও ক্লাস স্থগিত করা হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) রাতে অনলাইন আলোচনায় সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সিদ্ধান্ত নেয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আব্দুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন:

গোবিপ্রবির ৬ কর্মকর্তা বরখাস্ত

গোবিপ্রবি কর্মকর্তাদের নিয়ে ই-কমিউনিকেশন বিষয়ে প্রশিক্ষণ শুরু

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত ক্লাসের বিষয়ে সংশ্লিষ্ট ডিন ও সভাপতি সিদ্ধান্ত গ্রহণ করবেন। তবে, শিক্ষকরা প্রয়োজনে অনলাইনে ক্লাস নিতে পারবেন। আজ রবিবার সকল পরিবহন সেবা বন্ধ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার ও সোমবারের স্থগিত পরীক্ষাসমূহ আগামী শুক্রবার ও শনিবার নেওয়া যেতে পারে।

ঢাকা/বাদল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ