সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের পূর্ণাঙ্গ রোডম্যাপ আজ রোববার ঘোষণা হতে পারে। গতকাল শনিবার রাত ১০টায় আন্দোলনকারীদের সঙ্গে আলাপকালে উপাচার্য এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী এ কথা জানান।

আন্দোলনকারীদের দাবি অনুযায়ী নির্বাচন এগিয়ে আনার বিষয়ে উপাচার্য বলেন, ‘সন্ধ্যায় নির্বাচন কমিশনের সঙ্গে আমরা বসেছি। তাঁরা বলছেন, ইতিমধ্যে কয়েক দিন সময় পেরিয়ে গেছে। তাঁরা নির্বাচন এগিয়ে আনতে অপারগতা প্রকাশ করেছেন। নির্বাচন কমিশনকে বলেছি, আপনারা রোডম্যাপ প্রকাশ করুন। একই সঙ্গে রোডম্যাপ করার সময়ে তারিখ আগানো যায় কি না, দেখার জন্য।’

শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, ‘রোববার সন্ধ্যায় রোডম্যাপ প্রকাশ পর্যন্ত তোমরা অপেক্ষা করো। নির্বাচন আগানো হবে কি না, এটা আগামীকাল (আজ) তোমাদের জানাতে পারবে।’

এ বিষয়ে আন্দোলনকারীদের একজন বাংলা বিভাগের সাবেক শিক্ষার্থী আবু সালেহ মো.

নাসিম বলেন, ‘উপাচার্য যেহেতু কনক্রিট (নির্দিষ্ট করে) কিছু বলছেন না, তাই ১৭ তারিখ নির্বাচনের ঘোষণার প্রতিবাদে এখন আমরা আমাদের কর্মসূচি দেব।’
আজ বেলা দুইটায় সংবাদ সম্মেলন করবেন আন্দোলনকারীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক পলাশ বখতিয়ার বলেন, ‘আমরা প্রশাসনের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছি। সংবাদ সম্মেলনে আমাদের কর্মসূচির নতুন ঘোষণা আসবে।’

আরও পড়ুনশাকসু নির্বাচন ১৭ ডিসেম্বর করার ঘোষণা উপাচার্যের, প্রত্যাখ্যান করে শিক্ষার্থীদের বিক্ষোভ১৪ নভেম্বর ২০২৫

গত শুক্রবার রাতে উপাচার্য ১৭ ডিসেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা করেন। ওই দিন শিক্ষার্থীরা ১০ ডিসেম্বর নির্বাচনের দাবিতে উপাচার্য ও সহ-উপাচার্য ছয় ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। পরে গতকাল রাত ১০টায় সিদ্ধান্ত জানাবেন—আশ্বাস দিয়ে তাঁরা মুক্ত হন। তবে গতকাল রাতে উপাচার্য জানান, আজ সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করার জন্য।

জানতে চাইলে নির্বাচন কমিশনার নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, আজ বেলা সাড়ে ১১টায় নির্বাচন কমিশনের সভা আছে। আজ রোডম্যাপ ঘোষণার সম্ভাবনা আছে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উপ চ র য

এছাড়াও পড়ুন:

গোবিপ্রবির রবি ও সোমবারের পরীক্ষা স্থগিত

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) রবিবার (১৬ নভেম্বর) এবং সোমবারের (১৭ নভেম্বর) সব ধরনের পরীক্ষা ও ক্লাস স্থগিত করা হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) রাতে অনলাইন আলোচনায় সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সিদ্ধান্ত নেয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আব্দুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন:

গোবিপ্রবির ৬ কর্মকর্তা বরখাস্ত

গোবিপ্রবি কর্মকর্তাদের নিয়ে ই-কমিউনিকেশন বিষয়ে প্রশিক্ষণ শুরু

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত ক্লাসের বিষয়ে সংশ্লিষ্ট ডিন ও সভাপতি সিদ্ধান্ত গ্রহণ করবেন। তবে, শিক্ষকরা প্রয়োজনে অনলাইনে ক্লাস নিতে পারবেন। আজ রবিবার সকল পরিবহন সেবা বন্ধ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার ও সোমবারের স্থগিত পরীক্ষাসমূহ আগামী শুক্রবার ও শনিবার নেওয়া যেতে পারে।

ঢাকা/বাদল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ