প্রধানমন্ত্রীর পদ হারালেও থাইল্যান্ডের নতুন মন্ত্রিসভায় নিজের জায়গা ধরে রেখেছেন পেতংতার্ন সিনাওয়াত্রা। সাময়িক বরখাস্তের পর এবার তিনি দায়িত্ব পেয়েছেন সংস্কৃতিমন্ত্রীর। গতকাল বৃহস্পতিবার ব্যাংককের গভর্নমেন্ট হাউসে অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে পেতংতার্নসহ নতুন মন্ত্রিসভার ১৪ সদস্য অংশ নেন। শপথ গ্রহণের মধ্য দিয়ে তাঁরা নিজেদের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন।

এদিকে থাইল্যান্ডে নতুন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন ফুমথাম ওয়েচাইয়াচাই। ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে থাই রাজার কাছে শপথ নেওযার পর ফুমথাম ওয়েচাইয়াচাই গতকাল ব্যাংককে গভর্নমেন্ট হাউসে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক করেন এবং বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন।

ফুমথাম ওয়েচাইয়াচাই দায়িত্ব নিলেন এমন এক সময়, যখন দেশটির রাজনৈতিক অঙ্গনে চরম অস্থিরতা বিরাজ করছে। সাবেক প্রধানমন্ত্রী পেতংতার্ন সীমান্ত বিরোধকে ঘিরে উত্তেজনার মধ্যে প্রতিবেশী দেশ কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনের সঙ্গে ফোনালাপ করেন এবং তাঁর এ ফোনালাপ ফাঁস হলে পরিস্থিতি ঘোলাটে হয়ে ওঠে। ফোনের কথাবার্তা ফাঁসের পর প্রধানমন্ত্রীর পদ থেকে তাঁর পদত্যাগের জোর দাবি ওঠে। তাঁর পদত্যাগের দাবিতে ব্যাপক বিক্ষোভ হয় রাজধানী ব্যাংককে। এসব ঘটনাবলির পরিপ্রেক্ষিতে ১ জুলাই থেকে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের ব্যাখ্যা দিতে তাঁকে ১৫ দিনের সময় দিয়েছেন সাংবিধানিক আদালত। আদালত গত মঙ্গলবার পেতংতার্নকে সাময়িক বরখাস্ত করেন। নৈতিকতা লঙ্ঘনের তদন্ত চলমান থাকায় তাঁকে দায়িত্ব পালন থেকে বিরত রাখা হয়।

এর পরদিন বুধবার, পরিবহনমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী সুরিয়া জুনগ্রুংরুয়াংকিতকে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন, তবে মাত্র এক দিন গত বুধবারই পূর্ণ সময় দায়িত্ব পালন করেন তিনি। এরপর গতকাল ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয় ফুমথাম ওয়েচাইয়াচাইকে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: মন ত র র

এছাড়াও পড়ুন:

ঠাকুরগাঁওয়ে এনসিপির গাড়িবহরে হামলা

জুলাই পদযাত্রায় অংশ নেওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলার হয়েছে। 

শুক্রবার (৪ জুলাই) দুপরে ঠাকুরগাঁও সদর উপজেলায় কর্মসূচি শেষে পীরগঞ্জে যাওয়ার পথে টাঙ্গন ব্রিজ এলাকায় এ হামলা হয়।

এনসিপি ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও আর্ট গ্যালারি মসজিদে নামাজ শেষে পীরগঞ্জের উদ্দেশে রওনা হয় এনসিপির গাড়িবহর। টাঙ্গন ব্রিজ অতিক্রম করার সময় একটি আন্তঃজেলা বাস এনসিপির বহরের গাড়িকে চাপা দেয়। এতে গাড়ি ক্ষতিগ্রস্ত হলে এনসিপির নেতাকর্মীরা গাড়ি থামিয়ে এর কৈফিয়ত চান। তখন এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা করে ৫ থেকে ৬ জন অচেনা মানুষ। এতে গাড়িচালকসহ একজন এনসিপি কর্মী আহত হন।

এনসিপি অভিযোগ করেছে, এ হামলা পূর্বপরিকল্পিত। প্রথমে বাস চাপা দিয়ে দলের শীর্ষ নেতাদের হত্যা করাই ছিল মূল উদ্দেশ্য। তবে, তারা সঠিক গাড়ি চিহ্নিত করতে পারেনি। পরে গাড়িতে থাকা কেন্দ্রীয় নেতাদের ওপরে হামলা করে। 

ঠাকুরগাঁও এনসিপির মুখপাত্র অপু বলেছেন, হামলাকারীরা মূলত নাহিদ বা সারজিসদের টার্গেট করেছিল। প্রথমে যেহেতু বাসচাপা দেওয়া হয়েছে, ধারণা করা যায়, তাদের উদ্দেশ্য ছিল সরাসরি হত্যা। এর সঠিক তদন্ত দাবি করছি।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারওয়ার হোসেন বলেছেন, বিষয়টি জানামাত্র ঘটনাস্থলে পরিদর্শন করেছি। এনসিপি অভিযোগ করছে, এটি হামলা। প্রাথমিকভাবে একজন হামলাকারীর ভিডিও তারা দেখিয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা/হিমেল/রফিক

সম্পর্কিত নিবন্ধ