সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া ফাজিল মাদ্রাসা ও মসজিদ কমিটির সভাপতি ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম,এ,হালিম জুয়েল বলেছেন, লেখাপড়ার পাশাপশি খেলাধুলা করতে হবে

। বেশি বেশি খেলাধুলার আয়োজন করতে হবে। খেলাধুলার সাথে জড়িত থাকলে খারাপ কাজ থেকে দূরে থাকা যায়।

শনিবার (১৫ নভেম্বর) রাতে মিজমিজি বাতানপাড়া যুবসমাজের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন কালে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নাই। যুবসামাজ যতক্ষন পর্যন্ত খেলাধুলার সাথে জড়িত থাকে ততক্ষন পর্যন্ত তারা মাদক থেকে, বাজে আড্ডা থেকে খারাপ কাজ থেকে তারা দূরে থাকবে। 

অভিভাবকদের উদ্দেশ্য হালিম জুয়েল বলেন, আপনাদের সবচাইতে মূল্যবান সম্পদ আপনাদের ছেলে মেয়েদের খোঁজখবর রাখবেন, তারা কার সাথে মিশে কার সাথে চলাফেরা করছে খবর রাখবেন, কারন বর্তমান সমাজ ব্যবস্থা খুব খারাপ অবস্থায় আছে।

সারা সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় মাদকে সয়লাব হয়ে গেছে, মাদক ব্যবসায়ী আর মাদকাসক্তদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ জনগণ। 

আমি প্রশাসনের প্রতি অনুরোধ রাখব যারা মাদক ব্যবসা করে তাদের কে আইনের আওতায় এনে শাস্তির ব্যবসা করবেন।

লোকমান টাওয়ারের এমডি হাজী নজরুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য শহিদুল ইসলাম, ১নং ওয়ার্ড বিএনপির স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক নজিম উদ্দিন, ত্রাণ ও পূর্নবাসন বিষয়ক সম্পাদক জাকির হোসেন, রুবেল হোসেনসহ আরো অনেকে।

উক্ত খেলার আয়োজন করেন, তোহা, সাকিব, সিহাব, রাতুল, তুহিন, শরিফ ও সাইফি প্রমূখ।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ ব যবস

এছাড়াও পড়ুন:

ঢাবি উপাচার্যের নামে ফেসবুকে ভুয়া আইডি, পাঠানো হচ্ছে রিকোয়েস্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের নামে ফেসবুকে ভুয়া আইডি খোলা হয়েছে। আইডি থেকে বিভিন্ন ব্যক্তিকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হচ্ছে। 

রবিবার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।

আরো পড়ুন:

ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত, হবিগঞ্জে তরুণী গ্রেপ্তার

মেটার রোবট দেখতে হবে মানুষের মতো

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের ছবি ব্যবহার করে তার নামে কে বা কারা ফেসবুকে একটি ভুয়া আইডি খুলেছে। এই ভুয়া আইডি থেকে অনেকের কাছে ‘ফ্রেন্ড রিকোয়েস্ট’ পাঠানো হচ্ছে। এ বিষয়ে সতর্ক থাকার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, Niaz Ahmed Khan নামে মাননীয় উপাচার্যের একটি মাত্র ফেসবুক আইডি রয়েছে। তার ফেসবুক লিঙ্ক হলো- https://www.facebook.com/Khan.niaz.ahmed

ঢাকা/সৌরভ/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ