খুলনায় ফের সন্ত্রাসীদের গুলি, শিপইয়ার্ডের কর্মচারী আহত
Published: 1st, December 2025 GMT
খুলনায় সাড়ে ৮ ঘণ্টার ব্যবধানে ফের এক যুবককে গুলি করেছে সন্ত্রাসীরা। রবিবার (৩০ নভেম্বর) রাত ৯টার দিকে মহানগরীর জিন্নাহপাড়া এলাকায় সম্রাট কাজী নামে ওই যুবককে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলিটি তার হাতে লেগেছে। সম্রাট খুলনা শিপইয়ার্ডে অফিস সহকারী হিসেবে কাজ করেন।
আরো পড়ুন: নিহত ২ জন সন্ত্রাসী পলাশ ও কালা লাভলু বাহিনীর সদস্য: পুলিশ
আরো পড়ুন:
ঈশ্বরদীতে সংঘর্ষ চলাকালে লুট হওয়া ৯ মোটরসাইকেল উদ্ধার
অস্ত্রের মুখে জিম্মি করে ট্রাকসহ ৩০টি গরু লুট
সোমবার (১ ডিসেম্বর) সকালে লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত স্থানীয় একটি চায়ের দোকানে অবস্থান করছিলেন সম্রাট। এ সময় কয়েকজন সন্ত্রাসী তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি তার হাতে লাগে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শিপইয়ার্ডে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। পরে সম্রাটকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হামলাকারীদের শনাক্তে তদন্ত চলছে।
আরো পড়ুন: খুলনায় আদালত চত্বরে ২ জনকে গুলি করে হত্যা
এর আগে, রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রকাশ্য দিবালোকে খুলনার আদালত পাড়ায় সন্ত্রাসীরা গুলি ও কুপিয়ে হত্যা করে রাজন ও হাসিব নামে দুই যুবককে। এ সময় রুম্মান (৩০) নামে তাদের এক সহযোগী আহত হন। তিনি খুলনা মেডিকেলে চিকিৎসাধীন।
নিহত রাজন ও হাসিব সন্ত্রাসী পলাশ ও কালা লাভলু বাহিনীর সদস্য ছিলেন বলে জানিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা ছিল। সেই মামলায় হাজিরা দিতে তারা আদালতে যান।
ঢাকা/নূরুজ্জামান/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আহত সন ত র স
এছাড়াও পড়ুন:
বন্দীদের পোশাকে কলার স্তূপে ‘নেতানিয়াহুকে বসিয়ে’ বিক্ষোভ
দুর্নীতিসহ তিন মামলার বিচার থেকে পুরোপুরি অব্যাহতি চেয়ে প্রেসিডেন্টের কাছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষমার আবেদনের পর তেল আবিবে ব্যাপক বিক্ষোভ ছড়িয়েছে। বিক্ষোভকারীরা ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের বাসভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন।
দীর্ঘদিন ধরে নেতানিয়াহুর বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া চলছে। তাঁর বিরুদ্ধে জালিয়াতি, ঘুষ এবং আস্থাভঙ্গের অভিযোগে তিনটি মামলা রয়েছে। তবে তিনি বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে এসেছেন।
এর মধ্যে গতকাল রোববার ৭৬ বছর বয়সী নেতানিয়াহু বিচার কার্যক্রম থেকে পুরোপুরি অব্যাহতি চেয়ে প্রেসিডেন্টের কাছে ক্ষমার আবেদন করার কথা জানান। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে ছয় বছর ধরে বিচার চলছে। তা আরও অনেক বছর ধরে চলার সম্ভাবনা রয়েছে।’
আরও পড়ুনদুর্নীতির মামলায় প্রেসিডেন্টের কাছে নেতানিয়াহুর ক্ষমা প্রার্থনার আবেদন১২ ঘণ্টা আগেএক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, ‘এই বিচার অব্যাহত থাকায় আমরা (ইসরায়েল) ভেতর থেকে ভেঙে পড়ছি, তীব্র বিভাজন তৈরি হচ্ছে, বিভেদের মাত্রা বাড়ছে।’
ক্ষমার আবেদন করলেও দোষ স্বীকার কিংবা অনুশোচনা—কোনোটাই করেননি নেতানিয়াহু। এতে ক্ষুব্ধ হন তাঁর দেশের অনেকে। খবরটি প্রকাশ্যে আসার কয়েক ঘণ্টার মধ্যে তেল আবিবে গতকাল রাতে প্রেসিডেন্টের ব্যক্তিগত বাসভবনের সামনে ব্যাপক বিক্ষোভ হয়।
একটি স্মরণসভায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (বাঁ থেকে দ্বিতীয়), তাঁর স্ত্রী সারা (সর্ববাঁয়ে), প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ এবং ফার্স্ট লেডি মিশেল হারজগ