জাদেজা কি সত্যিই পিচ নষ্ট করতে চেয়েছিলেন
Published: 4th, July 2025 GMT
ব্যাট হাতে রান করেছেন। বল হাতেও তো উইকেট নিতে হবে। ভারতীয় দলের রবীন্দ্র জাদেজার কাজই তো ব্যাটে–বলে সমানতালে পারফর্ম করা। আর এটা ভালোভাবে করতে গিয়েই কি কাল পিচ নষ্ট করতে চেয়েছেন জাদেজা? ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের সন্দেহ কিন্তু এমনটাই। যদিও মাঠে ও মাঠের বাইরে এমন অভিযোগ অস্বীকার করেছেন জাদেজা।
আসল ঘটনা কী?
এজবাস্টন টেস্টের দ্বিতীয় দিনে ক্রিস ওকস অনফিল্ড আম্পায়ারদের কাছে জাদেজার বিরুদ্ধে একটি অভিযোগ তোলেন।
ওকসের দাবি, জাদেজা বারবার পিচের বিপজ্জনক (ডেঞ্জার) এলাকায় পা রাখছেন এবং এতে করে সেখানে দাগ তৈরি হচ্ছে। ইংল্যান্ডের আশঙ্কা, জাদেজা ইচ্ছাকৃতভাবেই এমন করছেন (যাতে পরে বোলিং করতে গিয়ে সুবিধা নিতে পারেন)। ওকস আম্পায়ারকে বললেও ইংল্যান্ড অধিনায়ক স্টোকস সরাসরি জাদেজাকেই পিচ দেখিয়ে বলতে থাকেন, ‘দেখো তো তুমি কী করেছ, বন্ধু!’
সম্প্রচার ক্যামেরার ফুটেজে দেখা যায়, স্টোকসের কথার জবাব দিয়েছেন জাদেজা। তিনি বলেন, ‘আমি তো এ প্রান্ত থেকেই আসছিলাম। আমি তো ওদিকে বলই করব না। তাহলে ইচ্ছা করে (পিচ নষ্ট) করব কেন? আমার মনোযোগ এখন ব্যাটিংয়ে।’
আরও পড়ুনজোতার ২০ নম্বর জার্সিকে ‘অমর’ করে রাখবে লিভারপুল২ ঘণ্টা আগেদিনের খেলা শেষেও সংবাদ সম্মেলনে প্রসঙ্গটি উঠে আসে। সেখানে বিষয়টি সম্পর্কে জাদেজা বলেন, ‘স্টোকস মনে করছিল আমি নিজেই উইকেট খারাপ করছি। কিন্তু আসলে ওরাই তো পেসার দিয়ে সেটা আরও খারাপ করছিল। আমার সেটা করার দরকারই ছিল না। ও বারবার আম্পায়ারকে বলছিল যে আমি উইকেটের ওপর দৌড়াচ্ছি। কিন্তু সেটা আমার উদ্দেশ্য ছিল না। হ্যাঁ, আমি দু-একবার এদিক-ওদিক দৌড়েছি, আর এটাই ওর মাথায় গেঁথে গেছে।’
কাল জাদেজা করেছেন ৮৯ রান। শুবমান গিলের সঙ্গে তাঁর ২০৩ রানের জুটি ভারতকে ৫৮৭ রানের বড় সংগ্রহে ভূমিকা রেখেছে। আর ইংল্যান্ড ৩ উইকেটে ৭৭ রান তুলে দিন শেষ করেছে।
আরও পড়ুনসিরিজের মাঝপথে যুক্তরাজ্যে যাচ্ছেন বাংলাদেশ কোচ৫৮ মিনিট আগে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: উইক ট
এছাড়াও পড়ুন:
৩৫ দিনে হিলি বন্দরে ১ লাখ মেট্রিকটন চাল আমদানি
গত ৩৫ দিনে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে দুই হাজার ২৪টি ভারতীয় ট্রাকে করে এক লাখ চার হাজার ৮৫৯ মেট্রিক টন চাল আমদানি হয়েছে। যার প্রভাব পড়েছে দেশের চালের বাজারে। খুচরা বাজারে কেজি প্রতি চালের দাম কমেছে প্রকার ভেদে ৪ থেকে ৬ টাকা।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় হিলি বন্দর ঘুরে জানা যায়, দেশের অস্থির চালের বাজার নিয়ন্ত্রণে রাখতে গত ১২ আগস্ট থেকে চাল আমদানির অনুমতি দেয় সরকার। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্ধারিত ২ শতাংশ শুল্কে ভারত থেকে চাল আমদানি করছেন ব্যবসায়ীরা।
প্রতি টন চাল ৫২০ থেকে ৫৩০ ডলার, কিছু ক্ষেত্রে ৫৪০ ডলার মূল্যে আমদানি হচ্ছে। এসময় সবচেয়ে বেশি আসছে শম্পা কাটারি জাতের চাল।
হিলির খুচরা ব্যবসায়ী স্বপন পাল বলেন, “ভারত থেকে চাল আসায় বাজারের অস্থিরতা কমছে। প্রতিটি জাতের চাল কেজিতে ৪ থেকে ৬ টাকা করে কমেছে। ৫৫ টাকা কেজি দরের মোটা চাল বিক্রি করছি ৫১ থেকে ৫২ টাকা, আবার ৭৪ টাকার শম্পা কাটারি চাল খুচরা বিক্রি করছি ৬৮ কেজি হিসেবে। আশা করছি আগামীতে আরো কমবে।”
আমদানিকারক নুর ইসলাম বলেন, “২ শতাংশ শুল্কে আমরা চাল আনছি। ৫২০-৫৪০ ডলার দরে আমদানি হচ্ছে। এতে বাজারে দামের প্রভাব স্পষ্টভাবে পড়ছে।”
হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. নিজাম উদ্দিন জানান, গত ১২ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর ৩৫ দিনে ভারত থেকে ২৪২১টি ট্রাকে এক লাখ চার হাজার ৮৫৯ মেট্রিকটন চাল এসেছে। দেশের বাজারে চালের চাহিদা থাকায় দ্রুত খালাস প্রক্রিয়াও সম্পন্ন হচ্ছে।
ঢাকা/মোসলেম/এস