হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ ও আয়-ব্যয়ের হিসাব নিয়ে দুই পক্ষের বিরোধের জেরে সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। শুক্রবার উপজেলার দীঘলবাক ইউনিয়নের মথুরাপুর জামে মসজিদে এ ঘটনা ঘটে। গুরুতর আহত কয়েকজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
সংঘর্ষে আহত কয়েকজনের নাম জানা গেছে। তারা হলেন– নজরুল ইসলাম, রায়হান কবীর, রহিম উদ্দিন, হাম্মদ মিয়া, ইসরাফিল, নুনু মিয়া, ফজলু মিয়া, সাজ্জাদ মিয়া, নিজাম উদ্দিন, শামীম আহমদ মনা, শামসু মিয়া, সুলেয়মান মিয়া, জুয়েল আহমদ, আলতা মিয়া, রোমান মিয়া, জনি, রব্বান মিয়া প্রমুখ। আহতদের মধ্যে নজরুল ইসলাম (৫৫), রায়হান কবীর, রহিম উদ্দিন (৩৮), হাম্মদ মিয়া (২৮) ও নিজাম উদ্দিনকে (৩৬) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মথুরাপুর জামে মসজিদের নতুন মোতাওয়াল্লি নিয়োগ, পুরাতন মোতাওয়াল্লিকে অব্যাহতি ও মসজিদের অর্থের হিসাব-নিকাশ নিয়ে গ্রামের দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। মসজিদের হিসাব-নিকাশ নিয়ে এর আগে কয়েক দফা গ্রাম্য পঞ্চায়েত বসে কোনো সুরাহা হয়নি। শুক্রবার আগের মোতাওয়াল্লি আলাল মিয়া অব্যাহতি চেয়ে হিসাব-নিকাশ দিতে চান। তখন গ্রামের নজরুল ইসলাম পক্ষ ও শামীম আহমদ মনা পক্ষের লোকদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে শামীম আহমদের পক্ষের লোকজন প্রতিপক্ষের ওপর হামলা করে। পরে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের অনেকে আহত হন। গুরুতর আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।  

নজরুল ইসলাম বলেন, জুমার নামাজের সময় মসজিদের মোতাওয়াল্লির পদত্যাগের বিষয়ে কথাকাটাকাটির সময় প্রতিপক্ষ শামীম আহমদ মনার লোকজন তাদের ওপর অতর্কিত হামলা করে। এতে তাদের পক্ষের অনেকে আহত হয়েছেন।

হামলার অভিযোগ অভিযোগ অস্বীকার করে শামীম আহমদ মনা বলেন, মসজিদের মোতাওয়াল্লি ৩৬ হাজার টাকার কোনো হিসাব দিতে পারেননি। তারা হিসাব চাইলে নজরুল ইসলাম পক্ষের লোকজন উত্তেজিত হয়ে ওঠেন। তিনি মসজিদ কমিটির সদস্য নন।

এ ব্যাপারে মোতাওয়াল্লি আলাল মিয়া বলেন, তিনি হিসাব-নিকাশ দিতে চাইলে গ্রামের দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের লোকজনের মধ্যে মারামারি হয়েছে।

নবীগঞ্জ থানার ওসি শেখ কামরুজ্জামান জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে কোনো পক্ষ এখনও অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: স ঘর ষ আহত নজর ল ইসল ম র ল কজন স ঘর ষ

এছাড়াও পড়ুন:

সাবেক সংসদ সদস্য জাফর আলমের বিচারের দাবিতে বিএনপির ঝাড়ুমিছিল

কক্সবাজার–১ (চকরিয়া–পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলমের বিচারের দাবিতে ঝাড়ুমিছিল করেছেন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা। পাশাপাশি জাফর আলমের কুশপুত্তলিকায় জুতা নিক্ষেপও করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় পেকুয়া বাজারে মিছিল শুরু হয়। এতে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল ও ছাত্রদল অংশ নেয়। মিছিলটি চৌমুহনীর উপজেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়।

জাফর আলম চকরিয়া আওয়ামী লীগের সভাপতি। গতকাল বুধবার সকাল ১০টার দিকে তাঁকে তিনটি মামলায় সাত দিনের রিমান্ডে পেকুয়া থানায় আনা হয়েছে। এর আগে চকরিয়া থানায়ও তাঁকে ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। পেকুয়া থানায় আনার পর গতকাল রাতেই কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি।

মিছিল শেষে বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশ করেন বিএনপি ও দলটির সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা। এতে উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহ বলেন, ‘আমরা আইনশৃঙ্খলার বিঘ্ন ঘটে, এমন কাজ করব না। কেউ প্রশাসনে বাধা দেবে না। জাফর আলম খুনের সঙ্গে জড়িত। আমরা তাঁর ফাঁসির দাবি জানাই।’

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন বলেন, ‘২০১৪ সালে সালাহউদ্দিন আহমদের গুমের খবরে কক্সবাজার জেলায় মিষ্টি বিতরণ করা হয়েছিল জাফর আলমের নেতৃত্বে। আজ সালাহউদ্দিন আহমদ ঢাকায় বসে বাংলাদেশের প্রতিটি জাতীয় কর্মসূচি বাস্তবায়ন করছেন। আর যাঁরা মিষ্টি বিতরণ করেছিলেন, আনন্দ করেছিলেন, তাঁরা আজ কারাগারে।’

সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহনেওয়াজ আজাদ, সাংগঠনিক সম্পাদক মোসলেম উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহসান উল্লাহ প্রমুখ।

সম্পর্কিত নিবন্ধ

  • তেলবাহী ট্রাকচাপায় ইজিবাইকের চালকসহ নিহত ৩
  • দেড় কোটি প্রবাসী বাংলাদেশির ভোটাধিকার নিশ্চিতের দাবি
  • পাবনায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১০ 
  • জুলাই গণ-অভ্যুত্থান ছিল অনিবার্য এক রাজনৈতিক বিস্ফোরণ
  • জুলাই আন্দোলনে শহীদের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া 
  • উচ্চ ও নিম্ন আদালতকে ‘ফ্যাসিস্টমুক্ত’ করতে হবে: সালাহউদ্দিন আহমদ
  • সাবেক সংসদ সদস্য জাফর আলমের বিচারের দাবিতে বিএনপির ঝাড়ুমিছিল
  • জুলাই-আগস্ট আহতদের জন্য ইসলামী আন্দোলনের দোয়া অনুষ্ঠিত
  • পটিয়ায় ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপর পুলিশের লাঠিচার্জ, আহত ১০