নিখোঁজের একদিন পরে মাদারীপুরের কালকিনি থেকে আব্দুল জলিল শিকদার (৬৮) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ জুলাই) সকালে উপজেলার এনায়েতনগর ইউনিয়নের মৌলভীকান্দি গ্রামের পাট ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার হয়।

পরিবারের আশঙ্কা, সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নিতে আব্দুল জলিল শিকদারকে হত্যা করা হতে পারে। 

নিহত আব্দুল জলিল একই ইউনিয়নের মাঝের কান্দি গ্রামের আহম্মদ শিকদারের ছেলে। তিনি উপজেলা প্রকৌশলী অধিদপ্তরের অবসরপ্রাপ্ত অফিস সহকারী। গতকাল শুক্রবার (৪ জুলাই) দুপুরের দিকে নিখোঁজ হন তিনি। 

আরো পড়ুন:

রাজধানীর হোটেলে দম্পতি ও সন্তানের মৃত্যু: লক্ষ্মীপুরে দাফন 

আড়িয়াল খাঁ নদে মিলল বস্তাবন্দি মরদেহ

এলাকাবাসী জানান, আজ শনিবার সকালে মৌলভীকান্দি গ্রামের সিরাজ তালুকদারের পাট ক্ষেতে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার এবং পরিচয় শনাক্ত করে।

নিহতের মেয়ে লিপি বেগম বলেন, “আমার বাবার সঙ্গে সবসময় টাকা থাকে। আমাদের আশঙ্কা, টাকা ছিনিয়ে নিতেই তাকে হত্যা করা হতে পারে।”

কালকিনি থানার ওসি কে এম সোহেল রানা বলেন, “আব্দুল জলিল শিকদারের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পরে জানা যাবে এটা হত্যা নাকি অন্যকিছু।”

ঢাকা/বেলাল/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর মরদ হ উদ ধ র

এছাড়াও পড়ুন:

দিনাজপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৯

দিনাজপুরের কালিতলা এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৯ জন দগ্ধ হয়েছেন। বিস্ফোরণ দেখতে গিয়ে আহত হয়েছেন আরও কয়েকজন। শনিবার বিকেল সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে।

দগ্ধ ব্যক্তিরা হলেন কালিতলা এলাকার মনসুর আলী ছেলে মাহবুব রহমান, তার স্ত্রী রুবিনা বেগম, ছেলে রাইয়ান রহমান, ফয়জুর রহমানের স্ত্রী হামিদা খাতুন, মনিরুল ইসলাম বুলুর স্ত্রী শিরিন, মনিরুল ইসলামের ছেলে স্বচ্ছ, মৃত কুমিরুদ্দিনের ছেলে শাহজাহান, মুক্তি ও গ্যাস সিলিন্ডার মিস্ত্রি রিয়াদ।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বাড়িতে গ্যাস সিলিন্ডার পরিবর্তনের সময় সমস্যা দেখা দেয়। মেরামতের চেষ্টা করলে এক সময় সেটি বিস্ফোরিত হয়। এই ঘটনায় তিনজন দগ্ধ হয়েছেন। তাদের চিৎকার শুনে এলাকার লোকজন এসে দরজা খুলে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই আগুন ছড়িয়ে পড়ে। এ সময় আরও পাঁচজন দগ্ধ হন। ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে সদস্যরা আগুন নিভিয়ে আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এ সময় সিলিন্ডার মিস্ত্রিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। তাঁর শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে।

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক রুমালী জানান, আনা রোগীদের ১০ থেকে ৩৫ শতাংশ শরীর পুড়ে গেছে। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। 

দিনাজপুর কোতোয়ালি থানার ওসি নুরুজ্জামান জানান, বিস্ফোরণের ঘটনায় তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। সামান্য দগ্ধ হয়েছেন আরও পাঁচজন।

সম্পর্কিত নিবন্ধ