রাজধানীর উত্তর বাড্ডার সাতারকুল এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের দুই পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন। আজ রোববার ভোর চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। রাস্তা পার হওয়ার সময় কাভার্ড ভ্যানটি তাঁদের চাপা দেয়।

নিহত ব্যক্তিরা হলেন আশরাফ আলী (৪৫) ও নেহার বেগম (৪০)।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

সাজ্জাত হোসেন প্রথম আলোকে বলেন, ময়মনসিংহ থেকে ঢাকাগামী বেপরোয়া গতির একটি কাভার্ড ভ্যান রাস্তা পার হওয়ার সময় আশরাফ আলী ও নেহার বেগমকে চাপা দেয়। ঘটনাস্থলেই তাঁরা নিহত হন।

ওসি আরও জানান, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে এবং চালক আবুল কাশেমকে আটক করা হয়েছে।

লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাসংক্রান্ত একটি মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

নারায়ণগঞ্জ ৫ আসনের জামায়াতের নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ ৫ আসনের নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ জুলাই) সকালে শহরের মাসদাইর এলাকায় সাংগঠনিক পূর্ব থানা জামায়াতের  উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

ৎএতে প্রধান অতিথি ছিলেন "নারায়ণগঞ্জ সদর-বন্দর উন্নায়ন ফোরামের"চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ ৫ আসনের সাংসদ সদস্য প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদ। এসময় তিনি বলেন ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার বিজয় হলে আল্লাহর আইন সৎ লোকের শাসন প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। 

নারায়ণগঞ্জ পূর্ব থানা জামায়াতের আমীর হাবিবুর রহমান মল্লিকের সভাপতিত্বে থানা সেক্রেটারি কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগরী সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, মহানগরী শূরা সদস্য শেখ ফরিদ উদ্দিন আহমেদ প্রমূখ।
 

সম্পর্কিত নিবন্ধ