দাউদ ইব্রাহিমের সঙ্গে এবার নাম জড়াল শ্রদ্ধা, নোরার
Published: 16th, November 2025 GMT
বলিউডের সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের যোগ নতুন কিছু নয়। এর আগে দাউদ ইব্রাহিমের সঙ্গে নাম জড়িয়ে বিতর্কে জড়িয়েছেন বলিউডের অনেক তারকা। এবার দাউদের সঙ্গে নাম জড়াল শ্রদ্ধা কাপুর ও নোরা ফাতেহির। বলিউড ও ফ্যাশনজগতের কয়েকজন চেনা মুখের নাম উঠে এসেছে দাউদ ইব্রাহিমের নেটওয়ার্ক সংযোগে মাদক পার্টির তদন্তে।
একটি মাদক মামলার এক অভিযুক্ত দাবি করেছেন, তিনি দেশে-বিদেশে বেশ কয়েকটি রেভ পার্টি আয়োজন করতেন, যেখানে বলিউড তারকা এবং আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে জড়িত ব্যক্তিরাও যেতেন। মুম্বাই পুলিশ ওই অভিযুক্তের দেওয়া তথ্য যাচাই করছে।
অভিযুক্ত মুহাম্মদ সেলিম মুহাম্মদ সুহাইল শাইখ, যিনি নারকোটিকস চক্রে ‘ল্যাভিশ’ নামে পরিচিত। তিনি বর্তমানে মুম্বাই পুলিশের অ্যান্টিনারকোটিকস সেলের হেফাজতে আছেন। তদন্তকারীদের দাবি, শাইখ জানিয়েছেন, তিনি ভারতের পাশাপাশি বিদেশেও মাদক সেবনকেন্দ্রিক পার্টির আয়োজন করতেন, যেখানে পরিচিত অভিনেতা-অভিনেত্রী ছাড়াও উপস্থিত থাকতেন গ্যাংস্টার আলীশাহ পারকার, যিনি সম্পর্কে দাউদ ইব্রাহিমের ভাতিজা।
নোরা ফতেহি.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সাতকানিয়ায় রেললাইনে গাছ ফেলে নাশকতার চেষ্টা
চট্টগ্রামের সাতকানিয়ায় রেললাইনের ওপর গাছ ফেলে নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার ভোরে রেললাইনের ওপর গাছ পড়ে থাকার খবর পেয়ে দ্রুত তা সরিয়ে নেন রেলের নিরাপত্তাকর্মীরা। এ ঘটনায় ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেনি।
রেলওয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাতকানিয়া রেলস্টেশনের এক কিলোমিটার দক্ষিণে উপজেলার ঢেমশা ইউনিয়ন এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের ওপর গাছের কিছু ডাল ছড়িয়ে-ছিটিয়ে রাখে দুর্বৃত্তরা। সকাল ৬টার দিকে বিষয়টি জানতে পারে রেল কর্তৃপক্ষ। এর ২০ মিনিটের মধ্যেই রেলের নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে দ্রুত তা রেললাইন থেকে সরিয়ে নেন।
রেল কর্মকর্তারা জানান, গতকাল রাত ১১টার দিকে কক্সবাজার থেকে চট্টগ্রাম অভিমুখী সৈকত এক্সপ্রেস সাতকানিয়া স্টেশন অতিক্রম করে। এর পর থেকে আজ সকাল ৬টার মধ্যবর্তী কোনো সময়ে দুর্বৃত্তরা রেললাইনে গাছ ফেলে গেছে। ভোর সাড়ে ৫টায় ঢাকা থেকে কক্সবাজারগামী ‘কক্সবাজার এক্সপ্রেস’ সাতকানিয়া অতিক্রম করার কথা ছিল। তবে ট্রেনটি ভোর সাড়ে ৫টার পরিবর্তে সকাল ৭টার দিকে সাতকানিয়া স্টেশন অতিক্রম করে। এর আগেই রেললাইন থেকে গাছ সরিয়ে ফেলায় কোনো দুর্ঘটনা ঘটেনি।
রেললাইনে গাছ ফেলার বিষয়টি সাতকানিয়া রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার মং ইউ মারমা প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রেললাইন স্বাভাবিক আছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’