বেন স্টোকসের ইংল্যান্ড ড্রর জন্য খেলে না। তাঁর অধীনে ৩৭ টেস্টে একবার ড্র করাই এর প্রমাণ। আর সেই ম্যাচটি ড্র হয়েছিল বৃষ্টির কারণে। মানে লক্ষ্য যেটাই হোক না কেন, ইংল্যান্ড জেতারই চেষ্টা করে। তবে ভারতের বিপক্ষে এজবাস্টন টেস্টে স্টোকসের ইংল্যান্ড কি সেই ধারা ভাঙতে যাচ্ছে? ইংল্যান্ডের সহকারী কোচ মার্কাস ট্রেসকোথিকের কথাতে এর ইঙ্গিতই মিলছে।

এজবাস্টন টেস্ট জয়ের জন্য ভারত ইংল্যান্ডকে ৬০৮ রানের লক্ষ্য দিয়েছে। এর আগে চতুর্থ ইনিংসে ৫০০ রানও তাড়া করে কোনো দল টেস্ট জিততে পারেনি।

কাল রান তাড়া করতে নেমে ইংল্যান্ড ৩ উইকেটে ৭৭ রান তুলেছে। জয়ের জন্য শেষ দিনে ইংল্যান্ডের প্রয়োজন ৫৩৬ রান, হাতে আছে ৭ উইকেট। গত কয়েক বছরে ইংল্যান্ড অনেক অবিশ্বাস্য কীর্তিই গড়েছে, তবে ৯০ ওভারে ৭ উইকেটে ৫৩৬ রান করা এটা অসম্ভবই।

এজবাস্টন টেস্ট জিততে ৭ উইকেট প্রয়োজন ভারতের.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উইক ট

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।

অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।

ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।

পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।

কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।

অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।

পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ