তৃতীয় বিভাগ থেকে উঠে এসে আন্তর্জাতিক ক্রিকেটে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন তানভীর ইসলাম।

দুই চারের সঙ্গে এক ছক্কা—তানভীর ইসলামের প্রথম ওভারেই এল ১৭ রান। এমন কিছুর পর ভড়কে যাওয়ার কথা যে কারওই। এমনিতেই স্কোরবোর্ডে রান কম—দ্রুত ফিরে আসাটাও তাই জরুরি। ভয়টা আরও বাড়ল কামিন্দু মেন্ডিস আর কুশল মেন্ডিসের ঝোড়ো ব্যাটিংয়ে। বিপর্যস্ত দল কি আরও এক হারে হতাশাই বাড়াবে?

প্রশ্নটা উঁকি দিতে শুরু করেছে কেবল, তেমন হলে তা যে খুব সুবিধার কথা নয়; শুরু হয়েছে ওই আলোচনা। তানভীর ফিরলেন তখনই, ফেরালেন বাংলাদেশকেও।  প্রথম দুই ওভারে ২২ রান দিয়ে দেওয়া বাঁহাতি স্পিনার তৃতীয় ওভারে এসে উইকেট পান কেবল ১ রান দিয়ে। সেই শুরু, এরপর গল্পের মোড় দ্রুতই ঘুরিয়ে দিতে থাকেন তানভীর। ১০ ওভারে ৩৯ রান দিয়ে তুলে নেন ৫ উইকেট।

‘দ্রুত’ কিছু করার এই তাড়না বা করে দেখানোর সাফল্য তানভীরের জন্য যদিও নতুন কিছু নয়। জীবনের নানা বাঁকে ঠিক পথটা বেছে নিতেও তাঁর কাছে সময় ছিল অল্প। মা-বাবা দুজনেই সরকারি চাকরি করতেন। বরিশালের ছেলে তানভীরের ছোটবেলা কেটেছে নানির কাছে। মাস শেষ হলেই নানির কাছে করতেন ব্যাট-বলের আবদার। পাড়ার ‘বড় ভাই’দের ক্রিকেটে সুযোগ পাওয়ার জন্য এসবের মূল্য তখন অনেক বেশি।

তানভীর ইসলাম ঘরোয়া ক্রিকেটের নিয়মিত মুখ.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উইক ট

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুই পুলিশ। 

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর এক পারিবারিক বিরোধের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। খবর বিবিসির। 

আরো পড়ুন:

শেরপুরে পুলিশের উপর হামলা: থানায় মামলা, গ্রেপ্তার ৪

ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় হামলা, ভাঙচুর-আগুন

পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান,  অভিযুক্ত বন্দুকধারী পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছে।

গুলির ঘটনার পর ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস টাউনশিপের স্প্রিং গ্রোভ এলাকার একটি স্কুল জেলা সাময়িকভাবে ‘শেল্টার ইন প্লেস’ ঘোষণা করে। তবে পরে জানানো হয়, স্কুল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের জন্য বর্তমানে কোনো সক্রিয় হুমকি নেই। এ ঘটনা ঘটে ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) পূর্বে অবস্থিত ইয়র্ক কাউন্টির এক গ্রামীণ এলাকায়। 

তারা বলছে, আগের দিন শুরু হওয়া একটি তদন্তের অংশ হিসেবে কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। তবে তদন্ত চলমান থাকায় বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।

পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো বিকেলে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, “আমরা তিনজন মহামূল্যবান প্রাণ হারালাম, যারা এই দেশকে সেবা দিয়েছেন। এই ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজ হিসেবে আমাদের আরো ভালো করতে হবে।”

নিহত তিন কর্মকর্তার সম্মানে গভর্নর শাপিরো রাজ্যের সব সরকারি ভবন ও স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন।

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ