তানভীর ইসলাম: তৃতীয় বিভাগ থেকে ৫ উইকেটের ক্লাবে
Published: 6th, July 2025 GMT
তৃতীয় বিভাগ থেকে উঠে এসে আন্তর্জাতিক ক্রিকেটে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন তানভীর ইসলাম।
দুই চারের সঙ্গে এক ছক্কা—তানভীর ইসলামের প্রথম ওভারেই এল ১৭ রান। এমন কিছুর পর ভড়কে যাওয়ার কথা যে কারওই। এমনিতেই স্কোরবোর্ডে রান কম—দ্রুত ফিরে আসাটাও তাই জরুরি। ভয়টা আরও বাড়ল কামিন্দু মেন্ডিস আর কুশল মেন্ডিসের ঝোড়ো ব্যাটিংয়ে। বিপর্যস্ত দল কি আরও এক হারে হতাশাই বাড়াবে?
প্রশ্নটা উঁকি দিতে শুরু করেছে কেবল, তেমন হলে তা যে খুব সুবিধার কথা নয়; শুরু হয়েছে ওই আলোচনা। তানভীর ফিরলেন তখনই, ফেরালেন বাংলাদেশকেও। প্রথম দুই ওভারে ২২ রান দিয়ে দেওয়া বাঁহাতি স্পিনার তৃতীয় ওভারে এসে উইকেট পান কেবল ১ রান দিয়ে। সেই শুরু, এরপর গল্পের মোড় দ্রুতই ঘুরিয়ে দিতে থাকেন তানভীর। ১০ ওভারে ৩৯ রান দিয়ে তুলে নেন ৫ উইকেট।
‘দ্রুত’ কিছু করার এই তাড়না বা করে দেখানোর সাফল্য তানভীরের জন্য যদিও নতুন কিছু নয়। জীবনের নানা বাঁকে ঠিক পথটা বেছে নিতেও তাঁর কাছে সময় ছিল অল্প। মা-বাবা দুজনেই সরকারি চাকরি করতেন। বরিশালের ছেলে তানভীরের ছোটবেলা কেটেছে নানির কাছে। মাস শেষ হলেই নানির কাছে করতেন ব্যাট-বলের আবদার। পাড়ার ‘বড় ভাই’দের ক্রিকেটে সুযোগ পাওয়ার জন্য এসবের মূল্য তখন অনেক বেশি।
তানভীর ইসলাম ঘরোয়া ক্রিকেটের নিয়মিত মুখ.উৎস: Prothomalo
কীওয়ার্ড: উইক ট
এছাড়াও পড়ুন:
গাজীপুরে চাঁদাবাজির অভিযোগে বিএনপির চার নেতা বহিষ্কার
গাজীপুর মহানগর বিএনপির চার নেতাকে বহিষ্কার করা হয়েছে। শিল্পকারখানায় চাঁদাবাজিসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগে রোববার সন্ধ্যায় চার নেতাকে বহিষ্কার করা হয়।
বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বহিষ্কৃত চার নেতা হলেন- গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার (পাপ্পু), গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আবদুল হালিম মোল্লা, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সদস্য জিয়াউল হাসান (স্বপন) ও টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সিরাজুল ইসলাম (সাথী)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তাদের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের সুস্পষ্ট অভিযোগ পাওয়া গেছে। এ ধরনের কার্যকলাপ দলীয় শৃঙ্খলা এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থি। সুতরাং এসব কর্মকাণ্ডের জন্য তাদের বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে নির্দেশক্রমে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত সব নেতাকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী পৃথক চিঠি দিয়ে বহিষ্কারের কথা জানিয়েছেন।