সোনারগাঁয়ে নিজ অর্থায়নে যুবদল নেতার রাস্তা সংস্কার
Published: 6th, July 2025 GMT
সোনারগাঁয়ে নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করছেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফ মোল্লা। উপজেলা সনমান্দী ইউনিয়নের বাংলাবাজার ব্রীজের পশ্চিম পাশে চলাচল করতে জনসাধারণের কষ্ট লাগবের জন্য তিনি সংস্কার করছেন।
রবিবার (৬ জুলাই) দুপুরে রাস্তার ওই অংশের সংস্কার এর উদ্ধোধন করেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফ মোল্লা।
জনগুরুত্বপূর্ণ ওই রাস্তার দীর্ঘদিন ধরে সংস্কার না করায় পানি কাঁদা জমে চলাচলে অনুপযোগী হয়ে পড়ে। এতে এলাকাবাসীকে প্রতিনিয়ত চলাচলে দুর্ভোগ পোহাতে হয়। তাদের দুর্ভোগ লাঘবে আশরাফ মোল্লার ব্যক্তি উদ্যোগে এ সংস্কারের উদ্যোগ নেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদল নেতা সাইফুল মোল্লা,জিয়াউল, সোহেল সহ বিএনপির নেতারা ছিলেন।
আশরাফ মোল্লা জানান, এলাকাবাসীর দুর্ভোগের কথা চিন্তা করে তিনি নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করছেন।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স ন রগ ও য বদল ব এনপ ন র য়ণগঞ জ উপজ ল আশর ফ ম ল ল উপজ ল য বদল
এছাড়াও পড়ুন:
লোহিত সাগরে জাহাজে হামলা
ইয়েমেনের দক্ষিণ-পশ্চিম উপকূল লাগোয়া লোহিত সাগরে বাণিজ্যিক এক জাহাজে হামলার ঘটনা ঘটেছে।
ব্রিটেনের সমুদ্র নিরাপত্তাবিষয়ক সংস্থা মেরিটাইম ট্রেড অপারেশন এজেন্সির (ইউকেএমটিও) বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানায় রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, রোববার লোহিত সাগরে ওই জাহাজ লক্ষ্য করে অন্তত আটটি ছোট নৌকা থেকে গুলি এবং রকেটচালিত গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে।
সংস্থাটি বলেছে, এই ঘটনায় জাহাজে থাকা সশস্ত্র নিরাপত্তাকর্মীরা পাল্টা গুলি চালিয়েছেন। তবে এই হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি।
ব্রিটেনের সমুদ্র নিরাপত্তাবিষয়ক সংস্থা ইউকেএমটিওও অ্যামব্রে বলেছে, ইয়েমেনের হোদাইদা বন্দর থেকে ৫১ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে রোববারের এই হামলার ঘটনা ঘটেছে। তবে ব্রিটিশ এই দুই সংস্থা আক্রান্ত জাহাজের নাম প্রকাশ করেনি।
চলতি বছরের এপ্রিলের মাঝামাঝি সময়ের পর থেকে ওই অঞ্চলে এটিই এ ধরনের প্রথম হামলার ঘটনা।