কামরাঙ্গীরচরে এক শিশুকে ধর্ষণের দায়ে যুবকের আমৃত্যু কারাদণ্ড
Published: 7th, July 2025 GMT
রাজধানীর কামরাঙ্গীরচরে এক শিশুকে (১১) ধর্ষণের মামলায় এক যুবকের আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত।
ঢাকার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সি মো. মশিয়ার রহমান আজ সোমবার এ আদেশ দেন। আমৃত্যু করাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন রাজু মিয়া (২৮)।
রায় ঘোষণার পর রাজুকে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার কাগজপত্রের তথ্য অনুযায়ী, ভুক্তভোগী মেয়েশিশুটি রাজধানীর কামরাঙ্গীরচরে বসবাস করে। আসামি রাজু মিয়া একই এলাকায় বসবাস করেন। ২০২২ সালের ৯ জানুয়ারি শিশুটিকে ভয় দেখিয়ে ধর্ষণ করেন। এর ছয় দিন পর দ্বিতীয় দফায় শিশুটিকে ধর্ষণ করেন রাজু মিয়া। এ ঘটনায় শিশুটির বাবা রাজধানীর কামরাঙ্গীরচর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলাটি তদন্ত করে ২০২২ সালের ১০ মে রাজুর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।
এ মামলায় রাষ্ট্রপক্ষ থেকে আটজন সাক্ষীকে আদালতে হাজির করা হয়।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২ সালের ডিগ্রি পাস পরীক্ষার সাময়িক সনদ–ট্রান্সক্রিপ্ট বিতরণ শুরু
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২২ সালের ডিগ্রি (পাস) পরীক্ষার সাময়িক সনদ ও ট্রান্সক্রিপ্ট বিতরণ শুরু হয়েছে ৩ জুলাই, চলবে ২৪ জুলাই পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
নিচে উল্লিখিত আঞ্চলিক কেন্দ্র থেকে সংশ্লিষ্ট কলেজের প্রাধিকার পাওয়া প্রতিনিধির মাধ্যমে সাময়িক সনদ ও ট্রান্সক্রিপ্ট গ্রহণ করতে হবে।
নির্ধারিত বিভাগ ও জেলার নাম—১. রাজশাহী আঞ্চলিক কেন্দ্র—রাজশাহী, পাবনা, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ জেলা, নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার ভেড়ামারা সরকারি কলেজ এবং কুষ্টিয়া জেলার দৌলতপুর কলেজ।
বিতরণের স্থান ও ঠিকানা: রাজশাহী আঞ্চলিক কেন্দ্র, বাড়ি নম্বর ৩৫৪, বালিয়া পুকুর বড় বটতলা, ঘোড়ামারা, রাজশাহী। ফোন: ০৭২১-৭৬২১৪১।
২. বগুড়া আঞ্চলিক কেন্দ্র—সিরাজগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট ও বগুড়া জেলা।
বিতরণের স্থান ও ঠিকানা: বগুড়া আঞ্চলিক কেন্দ্র, মাটিঢালীমোড় বারপুর (ডায়াবেটিক) হাসপাতালসংলগ্ন, বগুড়া। ফোন: ০১৯১২-৪০৮৫৭০।
৩. সিলেট আঞ্চলিক কেন্দ্র—সিলেট জেলা, সুনামগঞ্জ জেলা, মৌলভীবাজার জেলার বড়লেখা, রাজানগর, জুরি ও কুলাউড়া উপজেলা।
বিতরণের স্থান ও ঠিকানা: সিলেট আঞ্চলিক কেন্দ্র, আহাদ ভিলা, পাঠানটোলা পয়েন্ট, সিলেট। ফোন: ০৮২১-৭২৯১০২।
৪. হবিগঞ্জ আঞ্চলিক কেন্দ্র—হবিগঞ্জ জেলা, ব্রাহ্মণবাড়িয়া জেলা, মৌলভীবাজার জেলার সদর উপজেলা, শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা; নরসিংদী জেলার রায়পুরা উপজেলা ও কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলা।
বিতরণের স্থান ও ঠিকানা: হবিগঞ্জ আঞ্চলিক কেন্দ্র, হোল্ডিং নম্বর ৩৩, ওয়ার্ড নম্বর ২, দাউদনগর বাজার, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ। ফোন ০১৭১৬–৫৬৩০৩৭,০১৭৭৭–৭৮৯০৪৯।
৫. ঢাকা বিভাগ—ঢাকা মহানগর, ময়মনসিংহ বিভাগ, কুমিল্লা জেলা, চাঁদপুর জেলা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা।
বিতরণের স্থান ও ঠিকানা: জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, গাজীপুর। ফোন: ০২-৯৯৬৬৯১৫৬৭।
দরকারি তথ্য—১। প্রাধিকার পাওয়া প্রতিনিধিকে সংশ্লিষ্ট কলেজের পক্ষে সনদ ও ট্রান্সক্রিপ্ট গুণে বুঝে নিতে হবে।
২। সনদ, ট্রান্সক্রিপ্ট কম/বেশি/ডাবল প্রিন্ট হলে, এক কলেজের সনদ–ট্রান্সক্রিপ্ট ভুলবশত অন্য কলেজে চলে গেলে, এ ছাড়া বিতরণ করা সনদ, ট্রান্সক্রিপ্ট–সম্পর্কিত যেকোনো ধরনের সমস্যা পরিলক্ষিত হলে তা উল্লেখিত বিতরণের তারিখ থেকে সর্বোচ্চ ৩০ দিনের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর পত্র বা প্রতিনিধি মারফত অবগত করে সমাধান করতে হবে। উক্ত সময়ের পর কোনো ধরনের অভিযোগ গ্রহণ করা হবে না। এ–সংক্রান্ত বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
* বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট