জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২ সালের ডিগ্রি পাস পরীক্ষার সাময়িক সনদ–ট্রান্সক্রিপ্ট বিতরণ শুরু
Published: 7th, July 2025 GMT
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২২ সালের ডিগ্রি (পাস) পরীক্ষার সাময়িক সনদ ও ট্রান্সক্রিপ্ট বিতরণ শুরু হয়েছে ৩ জুলাই, চলবে ২৪ জুলাই পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
নিচে উল্লিখিত আঞ্চলিক কেন্দ্র থেকে সংশ্লিষ্ট কলেজের প্রাধিকার পাওয়া প্রতিনিধির মাধ্যমে সাময়িক সনদ ও ট্রান্সক্রিপ্ট গ্রহণ করতে হবে।
নির্ধারিত বিভাগ ও জেলার নাম—১.
বিতরণের স্থান ও ঠিকানা: রাজশাহী আঞ্চলিক কেন্দ্র, বাড়ি নম্বর ৩৫৪, বালিয়া পুকুর বড় বটতলা, ঘোড়ামারা, রাজশাহী। ফোন: ০৭২১-৭৬২১৪১।
২. বগুড়া আঞ্চলিক কেন্দ্র—সিরাজগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট ও বগুড়া জেলা।
বিতরণের স্থান ও ঠিকানা: বগুড়া আঞ্চলিক কেন্দ্র, মাটিঢালীমোড় বারপুর (ডায়াবেটিক) হাসপাতালসংলগ্ন, বগুড়া। ফোন: ০১৯১২-৪০৮৫৭০।
৩. সিলেট আঞ্চলিক কেন্দ্র—সিলেট জেলা, সুনামগঞ্জ জেলা, মৌলভীবাজার জেলার বড়লেখা, রাজানগর, জুরি ও কুলাউড়া উপজেলা।
বিতরণের স্থান ও ঠিকানা: সিলেট আঞ্চলিক কেন্দ্র, আহাদ ভিলা, পাঠানটোলা পয়েন্ট, সিলেট। ফোন: ০৮২১-৭২৯১০২।
৪. হবিগঞ্জ আঞ্চলিক কেন্দ্র—হবিগঞ্জ জেলা, ব্রাহ্মণবাড়িয়া জেলা, মৌলভীবাজার জেলার সদর উপজেলা, শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা; নরসিংদী জেলার রায়পুরা উপজেলা ও কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলা।
বিতরণের স্থান ও ঠিকানা: হবিগঞ্জ আঞ্চলিক কেন্দ্র, হোল্ডিং নম্বর ৩৩, ওয়ার্ড নম্বর ২, দাউদনগর বাজার, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ। ফোন ০১৭১৬–৫৬৩০৩৭,০১৭৭৭–৭৮৯০৪৯।
৫. ঢাকা বিভাগ—ঢাকা মহানগর, ময়মনসিংহ বিভাগ, কুমিল্লা জেলা, চাঁদপুর জেলা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা।
বিতরণের স্থান ও ঠিকানা: জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, গাজীপুর। ফোন: ০২-৯৯৬৬৯১৫৬৭।
দরকারি তথ্য—১। প্রাধিকার পাওয়া প্রতিনিধিকে সংশ্লিষ্ট কলেজের পক্ষে সনদ ও ট্রান্সক্রিপ্ট গুণে বুঝে নিতে হবে।
২। সনদ, ট্রান্সক্রিপ্ট কম/বেশি/ডাবল প্রিন্ট হলে, এক কলেজের সনদ–ট্রান্সক্রিপ্ট ভুলবশত অন্য কলেজে চলে গেলে, এ ছাড়া বিতরণ করা সনদ, ট্রান্সক্রিপ্ট–সম্পর্কিত যেকোনো ধরনের সমস্যা পরিলক্ষিত হলে তা উল্লেখিত বিতরণের তারিখ থেকে সর্বোচ্চ ৩০ দিনের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর পত্র বা প্রতিনিধি মারফত অবগত করে সমাধান করতে হবে। উক্ত সময়ের পর কোনো ধরনের অভিযোগ গ্রহণ করা হবে না। এ–সংক্রান্ত বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
* বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব তরণ র স থ ন ও ঠ ক ন পর ক ষ উপজ ল
এছাড়াও পড়ুন:
আজ কবি ও সংগঠক বাপ্পি সাহা’র জন্মদিন
আজ কবি ও সংগঠক বাপ্পি সাহা’র জন্মদিন । শুভ জন্মদিন। কবি বাপ্পি সাহা একাধারে কবি, গল্পকার, গীতিকার, শিশুসাহিত্যিক ও ঔপন্যাসিক। সাহিত্য অঙ্গনে তার অবাধ বিচরণ। বিভিন্ন সংগঠনে কাজ করে যাচ্ছেন। বহু সংগঠন থেকে সম্মাননা প্রাপ্ত হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়ায় সম্ভ্রান্ত সাহা পরিবারে ১৯৮৪ সালের ৫ জুলাই তিনি জন্মগ্রহণ করেন। কিন্তু তার শৈশব কৈশোর কেটেছে নারায়ণগঞ্জ। আদর্শ স্কুলে পঞ্চম শ্রেণি, এরপর নারায়ণগঞ্জ হাই স্কুল থেকে এসএসসি পাশ করেন। তারপর সরকারি তোলারাম কলেজে লেখাপড়া করার পাশাপাশি ব্যবসায় জড়িয়ে পরেন।
তিনি নারায়ণগঞ্জ কবিয়াল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি। হাই স্কুল জীবন থেকেই তিনি সাহিত্য চর্চায় জড়িত। তার কবিতার প্রেমকে প্রাধান্য দেয়া হয়েছে। কাজ রশিক বাপ্পি সাহা একজন সরল মনের মানুষ। হাস্যজ্জ্বল সংঘপ্রিয়।
কবি বাপ্পি সাহা’র প্রকাশিত গ্রন্থসমূহ:রাঙা প্রজাপতির ডানা (কাব্য-২০১৪), ছায়া দ্বীপ (গল্প-২০১৫), স্মৃতির ক্যানভাসে (কবিতা-২০১৬), বিষাদের খেয়া (কাব্য-২০১৭), বাপ্পি সাহা’র শত কবিতা (কাব্য-
২০১৮), সৃষ্টি তার উঞ্চ চুম্বন (উপন্যাস-২০১৯), মুখোশের অন্তরালে (উপনাস-২০২০), সকলে বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমান (২০২১), বাপ্পি সাহা’র একশ প্রেম (কাব্য-২০২১), কিশোর মুক্তিযুদ্ধ (২০২১), ভুতের আস্তানা (২০২২), নানান দেশের রূপকথা (২০২২), সায়েন্স ফিকশন গান শিপের যোদ্ধা (২০২৩), ভয়ংকর ভূতের তান্ডব (২০২৪), বাপ্পি সাহা’র অণু প্রেম (২০২৪),কিশোর থ্রিলার বাগান বাড়ির রহস্য (২০২৫)।
এছাড়াও তার সম্পাদিত গ্রন্থ’ ‘জনক’, স্মারক গ্রন্থ ‘এক তর্জনীর স্বাধীনতা’ (মুজিববর্ষ-২০২০)।তিনি kobial24.net এর সম্পাদকবাপ্পি সাহা সাহিত্য ভালোবাসেন বলেই নারায়ণগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে একজন সুপরিচিত কবি।