জাল জালিয়াতি মামলায় জামিন পেলেন আনন্দ শিপইয়ার্ডের চেয়ারম্যান
Published: 7th, July 2025 GMT
সোনারগাঁ উপজেলার মেঘনাঘাট ইসলামপুর এলাকায় জাল জালিয়াতি করে জমি দখলের অভিযোগে আনন্দ শিপইয়ার্ডের চেয়ারম্যান আব্দুল্লাহ হেল বারীরকে জামিন দিয়েছেন নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
সোমবার (৭ জুলাই) দুপুরে সশরীরে হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে তাকে জামিন প্রদান করেন নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামাল উদ্দিন। এরআগে গত ১৩ মার্চ তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন একই আদালত।
আদালতের মামলা সূত্রে জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের হোসেনপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ের আওতায় ইসলামপুর এলাকায় হেরিটেজ পলিমার অ্যান্ড লেমি টিউবস লিমিটেডের জমি জাল জালিয়াতির মাধ্যমে আনন্দ শিপইয়ার্ডের চেয়ারম্যান আব্দুল্লাহ হেল বারী ৮৯ শতাংশ বেশি সম্পত্তি নিজ নামে রেকর্ড করে নেয়।
এ ঘটনায় হেরিটেজ পলিমার অ্যান্ড লেমি টিউবস লিমিটেডের পক্ষে লিগ্যাল অফিসার মিলন হোসাইন নারায়ণগঞ্জ আদালতে একটি পিটিশন মামলা দায়ের করেন। ওই মামলা তদন্তের জন্য আদালত নারায়ণগঞ্জ সিআইডি পুলিশকে নির্দেশ প্রদান করে।
আদালতের নির্দেশনায় নারায়ণগঞ্জ সিআইডি পুলিশের এসআই মিজানুর রহমান তদন্ত শেষে আনন্দ শিপইয়ার্ডের জালিয়াতির মাধ্যমে জমি দখলের একটি প্রতিবেদন গত বছরের ৩ ডিসেম্বর আদালতে দাখিল করেন।
তদন্ত কর্মকর্তার প্রতিবেদন দাখিলের পর ১৩ মার্চ নারায়ণগঞ্জ আমলি আদালত ভূমি অপরাধ প্রতিরোধ আইনে আনন্দ শিপইয়ার্ডের চেয়ারম্যান আব্দুল্লাহ হেল বারীর বিরুদ্ধে গ্রেফতারি পরোনায়া জারি করেন।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
'গ্রিন এন্ড ক্লিন' কর্মসূচি বাস্তবায়নে জালকুড়িতে বৃক্ষ রোপণ
জেলা প্রশাসন কর্তৃক গৃহীত 'গ্রিন এন্ড ক্লিন' কর্মসূচি বাস্তবায়নে সদর উপজেলার জালকুড়ি বাসস্ট্যান্ড হতে দশ পাইপ সড়ক, জালকুড়ি ডিএনডি খাল সংলগ্ন রাস্তার দুপাশে ও ফকির রোডে ১ হাজার ৫ শত বৃক্ষ রোপণ কার্যক্রম শুরু হয়েছে।
রবিবার (৭ জুলাই) সকালে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বৃক্ষ রোপন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
এ সময় জেলা প্রশাসক বলেন, 'গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ' কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলায় ১ লক্ষ বৃক্ষ রোপন কার্যক্রম শীঘ্রই সফলভাবে সমাপ্ত হবে। একইসাথে ক্লিন কার্যক্রমের অংশ হিসেবে বর্জ্য ব্যবস্থাপনা ও জেলার বড় খালগুলো পরিষ্কার করে জলাবদ্ধতা নিরসনের জন্য পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম চলমান আছে। আশা করি খুব তাড়াতাড়ি নারায়ণগঞ্জবাসী এর সুফল ভোগ করবে।
উদ্ধোধন অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ) মোঃ আব্দুল ওয়ারেছ আনসারী, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর আলম, সিদ্ধিরগঞ্জ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি), নারায়ণগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি), ফতুল্লা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি), উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ স্বেচ্ছাসেবী সংগঠন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।