বাংলাদেশকে সিরিজ হারানোর কথা ভেবে চাপে পড়তে চায় না শ্রীলঙ্কা
Published: 7th, July 2025 GMT
আরও পড়ুনকিসের আকর্ষণে ক্যান্ডিতে ঘুরতে আসে মানুষ৩ ঘণ্টা আগে
শ্রীলঙ্কার প্রতিনিধি হিসেবে আজ সংবাদ সম্মেলনে আসা ব্যাটিং কোচ তিলিনা কান্দাম্বি শেষ ম্যাচের আগে সিরিজের ফল নিয়ে বেশি না ভাবার কথাই বললেন, ‘আমরা সিরিজ নিয়ে ভেবে নিজেদের চাপে ফেলতে চাই না। প্রক্রিয়াটার দিকেই চোখ রাখছি। জানি আমরা ভালো দল। আমাদের প্রক্রিয়াটা অনুসরণ করতে হবে, যদি তা করতে পারি তাহলে মনে হয় না প্রতিপক্ষ আমাদের সঙ্গে পারবে।’
কলম্বোয় দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ২৪৮ রানে অলআউট করে শ্রীলঙ্কা। রান তাড়ায় ৯ ওভারে ১ উইকেট হারিয়ে ৭৪ রান তুলে ফেলে দলটি। তবে মাঝের ওভারগুলোতে বাংলাদেশের তিন স্পিনার মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন ও তানভীর ইসলাম বদলে দেন ম্যাচের গতিপথ। শ্রীলঙ্কা অলআউট হয়ে যায় ২৩২ রানে। ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হন বাঁহাতি স্পিনার তানভীর।
সংবাদ সম্মেলনে কথা বলছেন তিলিনা কান্দাম্বি.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কে হবে নারী বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন
ভারতের জেমাইমা রদ্রিগেজের চোখে জল, তাঁকে ঘিরে উৎসব করতে তৈরি হয়েছিল বড় একটা জটলাও। ইংল্যান্ডকে হারানোর পর দক্ষিণ আফ্রিকার মেয়েদের উল্লাসের ছবিটাও সাড়া ফেলেছিল বেশ। এক দিনের ব্যবধানে দুই দলের সেই উচ্ছ্বাস গিয়ে মিলেছিল একই বিন্দুতে—নারী বিশ্বকাপের ফাইনাল ওঠার আনন্দে আত্মহারা হয়েছিল তারা।
কিন্তু এতটুকু তো আর শেষ নয়। দুই দলের সামনেই প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জয়ের হাতছানি। আজ নাবি মুম্বাইয়েই প্রথমবার এমন নারী বিশ্বকাপ ফাইনাল হচ্ছে, যেখানে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কেউই নেই। এই দুই দলের বাইরে শিরোপাজয়ী আরেক দল নিউজিল্যান্ডও বাদ পড়ে গেছে সেমিফাইনালের আগেই। আজ দক্ষিণ আফ্রিকা-ভারতের যেই শিরোপা জিতুক, নারী বিশ্বকাপ তাই দেখবে নতুন চ্যাম্পিয়ন।
এবারের বিশ্বকাপজুড়ে কঠিন পথ পাড়ি দিয়ে এসেছে ফাইনালে ওঠা দুটি দলই। ইংল্যান্ডের বিপক্ষে ৬৯ রানে অলআউট হয়ে বিশ্বকাপ শুরু করে দক্ষিণ আফ্রিকা। এরপর টানা পাঁচ ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করে দলটি। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯৭ রানে অলআউট হলেও সেমিফাইনালে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েই ফাইনালে ওঠে দক্ষিণ আফ্রিকা।
সেমিফাইনালে ভারতকে জেতানোর পর জেমাইমা ও মান্ধানা