ফরিদা পারভীনকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল, সঙ্গে উজ্জ্বল-হেলাল
Published: 9th, July 2025 GMT
বাংলাদেশের খ্যাতিমান লালন সংগীতশিল্পী ফরিদা পারভীন গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। গত ৫ জুলাই শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কিডনি জটিলতায় ডায়ালাইসিস চলাকালে তার অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে।
আজ ৯ জুলাই (বুধবার) দুপুরে ফরিদা পারভীনের শারীরিক খোঁজখবর নিতে হাসপাতালে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে ছিলেন দলের সাংস্কৃতিক নেতৃবৃন্দসহ বিএনপির একটি প্রতিনিধি দল। বিষয়টি নিশ্চিত করেছে বিএনপি মিডিয়া সেল।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ফরিদা পারভীনকে এ সময় আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, “ফরিদা পারভীন বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের এক অমূল্য রত্ন। লালনসংগীতে তিনি অদ্বিতীয়া, দেশের মানুষের ভালোবাসায় আবদ্ধ এক মহান শিল্পী। বর্তমানে তিনি কিডনি জটিলতাসহ নানান শারীরিক সমস্যায় ভুগছেন এবং অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় আছেন। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন তাকে সুস্থ করে তোলার।”
পরিদর্শক দলে মির্জা ফখরুল ছাড়াও ছিলেন বিএনপির সংস্কৃতি বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন উজ্জ্বল, সহ-সাংস্কৃতিক সম্পাদক সাঈদ সোহরাব, জাসাস সভাপতি হেলাল খান, সাধারণ সম্পাদক জাকির হোসেন রুকন এবং মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
প্রসঙ্গত, ফরিদা পারভীন দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছেন। সেইসঙ্গে রয়েছে ফুসফুসের সমস্যা ও অন্যান্য জটিলতা। চলতি বছরের শুরুতেও শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হলে তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছিল।
ঢাকা/রাহাত//
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ ফখর ল অবস থ
এছাড়াও পড়ুন:
মাগুরায় সাপের কামড়ে মাদরাসা ছাত্রীর মৃত্যু
মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের দাতিয়াদাহ গ্রামে সাপের কামড়ে মোছা. জাকিয়া (১৪) নামে এক মাদরাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। রবিবার (৬ জুলাই) মধ্যরাতে সদর হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
জাকিয়া মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের দাতিয়াদাহ গ্রামের মামুন শেখের মেয়ে। সে জাকিয়া বাবুখালী ইসলামিয়া দাখিল মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।
রবিবার রাত সাড়ে এগারোটার দিকে বিছানায় ঘুমন্ত অবস্থায় সাপে কাটলে স্বজনেরা তাঁকে একজন ওঝার কাছে নিয়ে ঝাড়ফুঁক দেওয়ান। পরে অবস্থার অবনতি হলে মাগুরা সদর হাসপাতালে নেওয়ার পথে রাত পৌনে একটার দিকে তাঁর মৃত্যু হয়।
আরো পড়ুন:
সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে অজগর উদ্ধার
সাতছড়ি উদ্যানে কিং কোবরা সাপ অবমুক্ত
এলাকাবাসী জানায়, জাকিয়া রাতে খাবার শেষে বাড়ির একটি কক্ষে ঘুমিয়ে পড়ে। রাত সাড়ে ১১টার দিকে বিষাক্ত সাপের সে চিৎকার শুরু করে। বিষয়টি স্বজনদের জানালে তারা তাকে প্রথমে একজন ওঝার কাছে নিয়ে ঝাড়ফুঁক করান। অবস্থার অবনতি হলে মাগুরা সদর হাসপাতালে নেওয়ার পথে জাকিয়া রাত ১টার দিকে তার মৃত্যু হয়।
বাবুখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান মো. ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জাকিয়া সাপের কামড়ে মারা গেছে।
ঢাকা/শাহীন/মাসুদ