রোদেলার পরিচালনায় ন্যান্সি, গানেও কণ্ঠ দিলেন মেয়ের সঙ্গে
Published: 9th, July 2025 GMT
মা। একজন শিল্পীর জীবনের প্রথম দর্শক, প্রথম অনুপ্রেরণা। আর যখন সেই মা-ই হয়ে ওঠেন সহশিল্পী, তখন সুরে মিশে যায় ভালোবাসা, শ্রদ্ধা আর গর্বের এক অদ্ভুত মেলবন্ধন। এমনই এক অনুভূতির গল্প এবার তুলে ধরলেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি ও তার বড় কন্যা রোদেলা।
প্রথমবারের মতো মা ও মেয়ে একসঙ্গে কণ্ঠ দিয়েছেন একটি গানে। শিরোনাম ‘কেন’। গানটির কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন, সুর ও সংগীতায়োজন করেছেন প্রত্যয় খান। স্যাড-রোমান্টিক ধাঁচের এই গানটির একটি মিউজিক ভিডিও তৈরি হয়েছে, যেখানে পর্দায়ও একসঙ্গে দেখা যাবে ন্যান্সি ও রোদেলাকে।
গানটি নিয়ে বেশ উচ্ছ্বসিত ন্যান্সি। জানালেন, ‘প্রথমে গানটি আমারই করার কথা ছিলো। পরে মনে হলো, রোদেলাকে যুক্ত করলে ব্যাপারটা আরও স্পেশাল হবে। গাইয়ে দেখলাম-ভালোই হলো। এটা আমাদের প্রথম গান, মা-মেয়ের একসঙ্গে কণ্ঠ দেওয়া-সত্যিই গর্বের ও আনন্দের বিষয়। আমার বিশ্বাস গানটি সবার ভালো লাগবে।’
রোদেলার কণ্ঠেও ঝরে পড়লো একই উচ্ছ্বাস। বললেন, ‘এটা আমার জন্য অনেক বড় ব্যাপার। মায়ের সঙ্গে গান গাওয়া একটা দুঃসাহসই বলা যায়। কারণ মা এমন একজন শিল্পী, যার গান বাংলা ভাষাভাষী সবার কাছেই প্রিয়। কিন্তু তার সাহস আর ভালোবাসায় ভর করেই গেয়ে ফেললাম। আশা করছি শ্রোতারাও আমাদের এই নতুন জুটি পছন্দ করবেন।’
গানটির গীতিকবি ফয়সাল রাব্বিকীন বলেন, ‘গানটি নিয়ে অনেক দিন ধরে কাজ করেছি। মা-মেয়ের কণ্ঠে গাওয়ার আইডিয়াটা খুব ইউনিক ছিলো। সুরে, কথায় এবং আবেগে এটা অন্যরকম একটা গান হয়েছে। আমার বিশ্বাস, গানটি শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেবে।’
১০ জুলাই রোদেলার নিজস্ব ইউটিউব চ্যানেলে ‘কেন’ গানটি উন্মুক্ত হবে। মা ও মেয়ের এই নতুন সংগীতযাত্রা কতটা মুগ্ধ করে, এখন অপেক্ষা শুধু শ্রোতাপ্রিয়তার মঞ্চে তাদের প্রথম যুগল পদচারণার প্রকাশ।
উৎস: Samakal
কীওয়ার্ড: প রথম
এছাড়াও পড়ুন:
একসঙ্গে কণ্ঠ মেলালেন মা-মেয়ে
জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি বাংলা গানের ভুবনে দীর্ঘদিন ধরে আপন দক্ষতায় শ্রোতা মন জয় করে আসছেন। একের পর এক হিট গান উপহার দিয়ে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য স্বীকৃতি। তারই পথ ধরে সংগীতে সম্ভাবনার জানান দিয়েছেন তার কন্যা রোদেলা। এরইমধ্যে তার কণ্ঠে একাধিক গান শ্রোতামহলে প্রশংসিত হয়েছে।
এইবার মা-মেয়ে একসঙ্গে গান গেয়ে হাজির হচ্ছেন নতুন চমক নিয়ে। ‘কেন’ শিরোনামের এই গানটি প্রথমবারের মতো একসঙ্গে কণ্ঠ দিয়েছেন তারা। গানটির কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন, সুর ও সংগীতায়োজন করেছেন প্রত্যয় খান। গানটি স্যাড-রোমান্টিক ধাঁচের এবং এর ভিডিওচিত্রেও অংশ নিয়েছেন ন্যানসি ও রোদেলা—দুজনেই।
আগামী ১০ জুলাই গানটি প্রকাশ পাবে রোদেলার নিজস্ব ইউটিউব চ্যানেলে। গান প্রসঙ্গে ন্যানসি বলেন, “প্রথমে গানটি আমি একাই গাওয়ার কথা ভাবছিলাম। পরে মনে হলো, রোদেলাকে যুক্ত করলে আরও ভালো হবে। তার কণ্ঠে কিছু অংশ গাইয়ে দেখলাম, ভালোই লাগলো। প্রথমবার আমার সঙ্গে মেয়ের গান— গর্বের এবং আবেগের বিষয়।”
রোদেলার নিজের অনুভব প্রকাশ করে বলেন, “মায়ের সঙ্গে গান গাওয়া এক ধরনের দুঃসাহস! তার গায়কী, কণ্ঠের ইউনিকনেস সবারই জানা। কিন্তু তার সাহস ও অনুপ্রেরণাতেই গানটি গেয়েছি।”
ঢাকা/রাহাত//