দুর্দান্ত এই থ্রিলার আপনাকে নাড়িয়ে দেবে
Published: 10th, July 2025 GMT
বিষণ্ন সুন্দর। নতুন এই ব্রিটিশ সিরিজকে এককথায় বোঝাতে এর চেয়ে উপযুক্ত শব্দবন্ধ পাওয়া মুশকিল। ফি সপ্তাহে ওটিটিতে আসা এন্তার ক্রাইম-থ্রিলারের মতো ঝাঁ-চকচকে ব্যাপার নেই, দর্শককে বুঁদ রাখতে অপ্রয়োজনীয় চমক নেই, শটস আর রিলসপ্রেমীদের কথা ভেবে ছোট ছোট সেট পিস আর হাজারো জাম্প কাটে ত্যক্তবিরক্ত হওয়ার সুযোগ নেই। নির্মাতার যেন কোনো তাড়াহুড়াই নেই। তিনি যেন আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছেন, ধূসর এক দুনিয়ায় ঢুকে পড়ার। যে দুনিয়া বড্ড ধীর, চরিত্ররা মেজাজে শান্ত। নিষ্ঠুর অপরাধ, চতুর অপরাধী সবই আছে, কিন্তু সেগুলো আপনার সামনে হাজির করা হয়েছে আলাদা গ্ল্যামার ছাড়াই।
একনজরেসিরিজ: ‘ডিপার্টমেন্ট কিউ’
ধরন: ক্রাইম-থ্রিলার
স্টিমিং: নেটফ্লিক্স
ক্রিয়েটর: স্কট ফ্র্যাঙ্ক ও চাঁদনি লাখনানি
অভিনয়ে: ম্যাথিউ গুড, জেমি সিভস, কেটি ডিকি, অ্যালেক্স মানভেলভ, লিয়া বায়ার্ন, ক্লোয়ে পেরি
পর্ব সংখ্যা: ৯
রানটাইম: ৪২-৭১ মিনিট
‘ডিপার্টমেন্ট কিউ’ সিরিজটি প্রখ্যাত ড্যানিশ ক্রাইম-থ্রিলার লেখক ইউসি অ্যালডার-ওলসেনের বহুল পঠিত ‘ডিপার্টমেন্ট কিউ’ সিরিজ থেকে নির্মিত হয়েছে। ‘নর্ডিক নোয়া’ উপন্যাস সিরিজটি থেকে ডেনমার্কে ছয়টি সিনেমা হয়েছে। প্রথম তিনটি ছাড়া বাকিগুলো ঠিক পাতে দেওয়ার মতো নয়। তবে এবারই প্রথম ‘ডিপার্টমেন্ট কিউ’ থেকে তৈরি হলো সিরিজ। গত ২৯ মে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে একই নামের সিরিজটির প্রথম মৌসুম। ‘নর্ডিক নোয়া’র গন্ধের সঙ্গে সিরিজটির ক্রিয়েটর স্কট ফ্র্যাঙ্ক আর চাঁদনি লাখনানি জুড়ে দিয়েছেন ব্রিটিশ হাস্যরস; সব মিলিয়ে ‘ডিপার্টমেন্ট কিউ’ হয়ে উঠেছে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করার মতো এক সিরিজ।
অনেকেরই হয়তো মনে নেই ২০০৭ সালের সিরিজ ‘দ্য লুকআউট’-এর কথা। ওটিটির এই রমরমার আগেই বুদ্ধিদীপ্ত সিরিজটি বানিয়ে আলোচনায় আসেন স্কট ফ্র্যাঙ্ক। সেই সিরিজের প্রাণভোমরা ছিলেন ম্যাথিউ গুড; সিরিজে তাঁর করা চরিত্রটি এখনো মনে রেখেছেন অনেক ভক্ত। প্রায় ১৮ বছর পর ফ্র্যাঙ্ক ও গুড আবার একসঙ্গে কাজ করলেন ‘ডিপার্টমেন্ট কিউ’ সিরিজে; তাঁদের প্রত্যাবর্তন যে মনে রাখার মতো হলো, বলাই বাহুল্য। স্কট ফ্র্যাঙ্ক এর আগে ‘গডলেস’, ‘দ্য কুইনস গ্যাম্বিট’-এর জন্য আলোচিত ছিলেন, এবার তাঁর নামের সঙ্গে যুক্ত হলো ‘ডিপার্টমেন্ট কিউ’-এর নামও।
আরও পড়ুনসাইফ, এই সিনেমা আপনি কেন করলেন৩০ মে ২০২৫সিরিজের শুরুটাই হয় হত্যাকাণ্ড দিয়ে। এক ক্রাইম সিনে গিয়ে আক্রমণের শিকার হন ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর কার্ল মর্ক (ম্যাথিউ গুড) আর টিম। আততায়ীর গুলিতে এক পুলিশ সদস্য মারা যান, কার্লের সহকারী জেমস (জেমি সিভস) পক্ষাঘাতগ্রস্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। কার্লের নিজেরও গলায় গুলি লাগে। অস্ত্রোপচার শেষে তিনি কাজে ফেরেন। তবে এই ঘটনা তাঁকে ভেতর থেকে নাড়িয়ে দেয়। এক সহকর্মীর মৃত্যু আর প্রিয় সহকারী জেমির এই অবস্থার জন্য নিজেকেই দায়ী করেন কার্ল।
‘ডিপার্টমেন্ট কিউ’–এর দৃশ্য। নেটফ্লিক্স.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ড প র টম ন ট ক উ স র জট
এছাড়াও পড়ুন:
নারায়ণগঞ্জে অপহরণের ৭ দিনেরও স্কুলছাত্রী উদ্ধার হয়নি
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বাইসটেকি এলাকা থেকে অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণ করার অভিযোগ উঠেছে একই এলাকার কয়েক বখাটের বিরুদ্ধে। এ বিষয়ে স্কুলছাত্রীর বাবা সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করার সাত দিন পার হলেও তাকে উদ্ধার করা যায়নি।
এলাকাবাসী ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সাদীপুর ইউনিয়নের সাদীপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী শারমিনকে (১৫) স্কুলে আসা-যাওয়ার পথে একই এলাকার রমজান মিয়া উত্ত্যক্ত করে আসছিলেন। বিষয়টি ওই ছাত্রী তার পরিবারকে জানালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানান হয়। স্থানীয়রা রমজান মিয়া x তার সহযোগীদের ডেকে শাসিয়ে দেন। এর জের ধরে গত ৩ জুলাই স্কুলছাত্রী প্রতিদিনের মতো সকাল ৯টায় বাসা থেকে বের হয়ে স্কুলে যাওয়ার জন্য বাইসটেকি বাছেদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার পৌঁছলে রমজান আলী, তার সহযোগী মমতু মিয়া, শাহ আলম মিয়া, শাহপরান মিয়া সিএনজি অটোরিকশায় তুলে অপহরণ করে অজ্ঞাতস্থানে নিয়ে যায়।
ওই ছাত্রীর বাবা বলেন, ‘‘কতদিন হয়ে গেল মেয়ের খোঁজ পাচ্ছি না। আমার নাবালক মেয়েকে আমি ফেরত চাই। আমি ন্যায় বিচার চাই।’’
আরো পড়ুন:
শতভাগ পাস ৯৮৪ শিক্ষাপ্রতিষ্ঠানে, ফেল ১৩৪
সিলেট বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ কমেছে
এ অভিযোগের তদন্ত কর্মকর্তা উপপুলিশ পরিদর্শক (এসআই) মোয়াজ্জেম হোসেন জানান, আসামিদের গ্রেপ্তার ও ভিকটিমকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, স্কুলছাত্রীকে অপহরণ করার বিষয়ে লিখিত অভিযোগ রয়েছে। ভিকটিমকে উদ্ধার ও জড়িত আসামিদের গ্রেপ্তার করার জন্য পুলিশ অভিযান পরিচালনা করছে। অল্প সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলে মনে করেন তিনি।
ঢাকা/রুবেল/বকুল