যশোরে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক
Published: 10th, July 2025 GMT
যশোরের বাঘারপাড়ায় ঘরের ভেতর লেপ-তোশক রাখা স্টিলের বাক্সের ভেতর থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৯ জুলাই) দিবাগত রাত পৌনে ১০টার দিকে উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের ঘোষনগর গ্রামের একটি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সুচিত্রা দেবনাথ (৫৮) ঘোষনগর গ্রামের তপন দেবনাথের স্ত্রী। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তপন দেবনাথকে (৬৪) আটক করেছে পুলিশ।
আরো পড়ুন:
যমজ শিশুকে পুকুরে ফেলে হত্যার দায় স্বীকার মায়ের
হত্যাকাণ্ডের পর গা ঢাকা, একসঙ্গে গ্রেপ্তার ৭ আসামি
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে তপন দেবনাথ বাড়িতে এসে স্ত্রীকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ঘরের ভেতর লেপ-তোশক রাখা স্টিলের বাক্সের ভেতর স্ত্রীর নিথর দেহ দেখতে পান। থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ বলছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সুচিত্রা দেবনাথকে ধারালো কিছু দিয়ে মাথা ও মুখে আঘাত করে হত্যা করা হয়েছে। মরদেহ লুকাতে স্টিলের বাক্সের ভেতর রেখে কাপড় ও লেপ দিয়ে ঢেকে রাখা হয়।
বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাইজুর রহমান বলেন, ‘‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, নিহতের সঙ্গে তার স্বামীর কলহ লেগেই থাকত। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামীকে আটক করা হয়েছে।’’
ঢাকা/প্রিয়ব্রত/রাজীব
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর হত য মরদ হ আটক দ বন থ র ভ তর মরদ হ
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।
অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।
ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।
পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।
কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।
অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।
পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।