রাজধানীর বনানী এলাকায় গতকাল বুধবার রাতে ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। তাঁর নাম-পরিচয় জানা যায়নি।

ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. বজলুর রশীদ আজ বৃহস্পতিবার প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেন।

এসআই বজলুর রশীদ বলেন, গতকাল রাত সোয়া ৯টার দিকে বনানীর সৈনিক ক্লাব রেলক্রসিংয়ে অদূরে রেললাইন ধরে হাঁটছিলেন এক নারী। এ সময় তিনি একটি চলন্ত ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান।

পরে এই নারীর লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ আজ সকালে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

এসআই বজলুর রশীদ বলেন, মারা যাওয়া নারীর বয়স ৪৫ বছর হতে পারে। আশপাশের লোকজনের কাছ থেকে জানতে পেরেছেন, ওই নারী পেশায় ভিক্ষুক ছিলেন।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ট্রেনের টিকিট কালোবাজারির দায়ে ৩ জনের কারাদণ্ড 

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে ট্রেনের টিকিট কালোবাজারির দায়ে র‌্যাবের হাতে আটক তিন ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।  

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে র‌্যাবের শায়েস্তাগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন:

ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী, বহিষ্কৃত বিএনপি নেতা গ্রেপ্তার

রাকসু নির্বাচন: ২ হাজার পুলিশ, ৬ প্লাটুন বিজিবি ও ১২ প্লাটুন র‍্যাব মোতায়ন

দণ্ডপ্রাপ্তরা হলেন—শায়েস্তাগঞ্জ উপজেলার বড় চর গ্রামের আব্দুন নূরের ছেলে সোহেল মিয়া (৩০), একই উপজেলার দাউদনগর গ্রামের সাঈদ আলীর ছেলে এনাম মিয়া (৩৪) এবং বানিয়াচং উপজেলার নোয়াগাঁও গ্রামের মৃত জুনায়েদ সরদারের ছেলে মো. জলিল সরদার (৪০)।

র‌্যাব জানায়, গোপন খবর পেয়ে বুধবার ভোরে জংশনে অভিযান চালিয়ে ট্রেনের বিপুল সংখ্যক টিকিটসহ তিনজনকে আটক করা হয়। পরে শায়েস্তাগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব হোম দাসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে মোট দেড় হাজার টাকা জরিমানা করেন। দুপুরে র‌্যাব তাদের হবিগঞ্জ জেলা কারাগারে পাঠায়।

ঢাকা/মামুন/রফিক

সম্পর্কিত নিবন্ধ