সোনারগাঁয়ে প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
Published: 10th, July 2025 GMT
বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে নারায়ণগঞ্জ জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
বুধবার ও বৃহস্পতিবার সারাদিন ব্যাপী স্বপ্নজয়ী মা ও শিশু কল্যাণ সংস্থার আয়োজনে সোনারগাঁ উপজেলার পরমেশ্বরদী সাঈদুল মোল্লার বাড়িতে এ কার্যক্রম হয়।
এই বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা রোগি দেখেন এই সময় উপস্থিত ছিলেন স্বপ্নজয়ী মা ও শিশু কল্যাণ সংস্থার উপদেষ্টা সাঈদুল মোল্লা,পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন।
সাঈদুল মোল্লা বলেন, ‘সমাজের প্রবীণ ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই আমাদের কার্যক্রম। এই ক্যাম্প তারই একটি অংশ।’
ফিজিওথেরাপি সেবা দেওয়া হয় হাঁটতে কষ্ট হয় এমন প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের। অসহায় এক বৃদ্ধা বলেন, ‘বাড়ি থেকে বের হতেও পারতাম না, আজ শরীরে একটু আরাম লাগছে।’
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স ন রগ ও ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
মিটফোর্ডে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ
রাজধানীর পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল কম্পাউন্ডে চাঁদ মিয়া ওরফে সোহাগ নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়ে ছেলেদের আবাসিক হল, শহীদ মিনার সংলগ্ন সড়ক হয়ে কয়েকটি সড়ক ঘুরে একই স্থানে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে বিশ্ববিদ্যালয় শাখার বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, ইসলামি ছাত্রশিবির ও ক্যাম্পাসের অন্যান্য ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরা অংশ নেয়।
সমাবেশে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের জাবি শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব আহসান লাবিবের সঞ্চালনায় সংগঠনটির মুখপাত্র নাদিয়া রহমান অন্বেষা বলেন, ‘যুবদলের কর্মীরা এক ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা করেছে। আমরা এর প্রতিবাদ জানাই৷ নতুন বাংলাদেশে কোনো নৃশংসতা, চাঁদাবাজি আমরা মেনে নেবো না। পুরাতন রাজনৈতিক সংস্কৃতি আমরা মেনে নেবো না। আপনারা যদি না শোধরান, তাহলে ক্ষমতায় আসার পর কতদিন টিকে থাকবেন, তা দেশের ছাত্র-জনতা ঠিক করে দেবে।’
ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার প্লানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক সাফায়েত মীর বলেন, ‘আমরা জুলুম, খুন, ধর্ষণ, টাকা পাচার, চাঁদাবাজির বিরুদ্ধে জুলাই আন্দোলন করেছি। যারা আওয়ামী লীগের মতো পুরাতন বন্দোবস্ত চালু করতে চায়, আওয়ামী লীগের মতো যারা আবার চাঁদাবাজি, খুন, ধর্ষণ করছে তাদেরও একই পরিণতি হবে। আপনাদের এই অন্যায়, খুন, চাঁদাবাজি আমরা মেনে নেবো না।’