জো রুট কী আজ রাতে ঘুমাতে পরবেন! লর্ডস টেস্টে প্রথম দিনটা যে ৯৯ রানে অপরাজিত থেকে শেষ করেছেন ইংল্যান্ডের ব্যাটসম্যান। লর্ডসে আজ ৮৩ ওভার খেলা হতে পেরেছে। এ কারণেই ৩৭তম টেস্ট সেঞ্চুরির জন্য রাতভোর অপেক্ষা করতে হচ্ছে রুটকে। আগেভাগেই শেষ হওয়া তৃতীয় টেস্টের প্রথম দিনে ইংল্যান্ড করেছে ৪ উইকেট ২৫১ রান। অধিনায়ক বেন স্টোকস অপরাজিত ছিলেন ৩৯ রানে।

এর আগে টসে জিতে সবাইকে চমকে দিয়ে ব্যাটিং নেন স্টোকস। টসে জিতে ব্যাটিং নেওয়া সর্বশেষ তিন টেস্টেই হেরেছে ইংল্যান্ড। তারওপর দিনের প্রথম ঘণ্টায় লর্ডসের উইকেটের বোলারদের দিকে সাহায্যের হাত বাড়ানোর ইতিহাস আছে। এ কারণেই স্টোকসের ব্যাটিংয়ের সিদ্ধান্তে অবাক হয়েছেন সবাই। অবাক হয়েছেন ভারত অধিনায়ক শুবমান গিলও। তিনিও তো কন্ডিশনের কথা চিন্তা করে বোলিং করার কথাই ভেবে রেখেছিলেন।

প্রথম সেশনে ইংল্যান্ডের দুই ওপেনারকে ফিরিয়ে স্টোকসের সিদ্ধান্তকে প্রশ্ন বিদ্ধ করার কাজটা করে রাখে ভারতীয় বোলাররা। শুধুই উইকেট নেওয়াই নয়, ইংলিশদের উইকেটে হাত খুলে ব্যাটিংও করতে দেয়নি ভারত। ফল, মধ্যাহ্নবিরতির আগে ২৫ ওভার খেলে ইংল্যান্ডের স্কোর ৮৩/২। বাজবলের ঝাঁজ ছিল না মোটেই।

এক ওভারেই ২ উইকেট নিয়েছেন নিতীশ কুমার রেড্ডি.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উইক ট প রথম

এছাড়াও পড়ুন:

গ্রেপ্তারকৃতদের তদন্তে মালয়েশিয়াকে সহায়তা করবে বাংলাদেশ

সম্প্রতি মালয়েশিয়ার পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া ৩৫ বাংলাদেশির বিরুদ্ধে জঙ্গিবাদের অভিযোগ তদন্তে মালয়েশিয়ার সঙ্গে কাজ করবে বাংলাদেশ। শুক্রবার কুয়ালালামপুরে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন হাজি হাসানের সঙ্গে এক বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এ আশ্বাস দেন।

শুক্রবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কুয়ালালামপুরে ৩২তম আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) মন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে তাঁরা এক দ্বিপক্ষীয় বৈঠক করেন।

পররাষ্ট্র উপদেষ্টা সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকারের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেন এবং তথ্য ও তদন্তের ফলাফল বিনিময়ের মাধ্যমে অভিযোগের অভ্যন্তরীণ তদন্তে মালয়েশিয়ার সহযোগিতা চান। মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে সহায়তার আশ্বাস দেন।

এর আগে পররাষ্ট্র উপদেষ্টা যুক্তরাজ্যের পররাষ্ট্রসচিব ডেভিড ল্যামির সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁরা বিভিন্ন দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বহুপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করেন। উভয়ই বাংলাদেশে চলমান সংস্কার, রোহিঙ্গা সংকট, এলডিসি-পরবর্তী সহায়তা ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।

পররাষ্ট্র উপদেষ্টা নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স, শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথ এবং কোরিয়া প্রজাতন্ত্রের উপমন্ত্রী ও প্রতিনিধিদলের প্রধান পার্ক ইউনজুর সঙ্গেও সাক্ষাৎ করেন। এ সময় দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

বাংলাদেশ ২০০৬ সালে এআরএফের সদস্য হয়। নব্বইয়ের দশকের গোড়ার দিকে ফোরামটি প্রতিষ্ঠিত হয়।

সম্পর্কিত নিবন্ধ