লর্ডসের ঐতিহাসিক অনার্স বোর্ডে এবার জায়গা করে নিলেন জাসপ্রিত বুমরাহ। লর্ডস টেস্টের দ্বিতীয় দিনে ইংল্যান্ডের প্রথম ইনিংসে ৭৪ রানে ৫ উইকেট নিয়ে অনন্য কীর্তি গড়েছেন ভারতীয় পেসার। এই পারফরম্যান্সের সুবাদে লাল বলের ক্রিকেটে ১৫তম বারের মতো এক ইনিংসে পাঁচ উইকেট শিকার করলেন বুমরাহ।
এই ‘ফাইফার’ সংখ্যায় তিনি ছুঁয়েছেন রবীন্দ্র জাদেজাকে, দুইজনই এখন ভারতের হয়ে যৌথভাবে ষষ্ঠ সর্বোচ্চ ফাইফারধারী। তবে পার্থক্য রয়েছে ভেন্যুতে। বুমরাহ তার ১৫ ফাইফারের মধ্যে ১৩টিই শিকার করেছেন বিদেশের মাটিতে, ঘরের মাঠে মাত্র ২টি। আর জাদেজার ক্ষেত্রে ঠিক উল্টো, ১৩টি ফাইফারই এসেছে ভারতীয় কন্ডিশনে।
বিদেশের মাটিতে ভারতের পক্ষে সর্বোচ্চ ফাইফারের মালিক ছিলেন কপিল দেব (১২)। এবার সেই রেকর্ড ভেঙে এককভাবে শীর্ষে উঠে এসেছেন বুমরাহ, যার ফাইফারের সংখ্যা ১৩।
ইংল্যান্ডে সবচেয়ে বেশি টেস্ট উইকেট শিকারির তালিকাতেও বুমরাহ এগিয়ে যাচ্ছেন। কপিল দেবের ৪৩ উইকেটকে ছাড়িয়ে তার শিকার এখন ৪৭টি। এক ধাপ উপরে আছেন কেবল ইশান্ত শর্মা, যার উইকেট সংখ্যা ৪৮।
.উৎস: Samakal
কীওয়ার্ড: উইক ট
এছাড়াও পড়ুন:
উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’
কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।
সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।
নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত