লর্ডসের ঐতিহাসিক অনার্স বোর্ডে এবার জায়গা করে নিলেন জাসপ্রিত বুমরাহ। লর্ডস টেস্টের দ্বিতীয় দিনে ইংল্যান্ডের প্রথম ইনিংসে ৭৪ রানে ৫ উইকেট নিয়ে অনন্য কীর্তি গড়েছেন ভারতীয় পেসার। এই পারফরম্যান্সের সুবাদে লাল বলের ক্রিকেটে ১৫তম বারের মতো এক ইনিংসে পাঁচ উইকেট শিকার করলেন বুমরাহ।
এই ‘ফাইফার’ সংখ্যায় তিনি ছুঁয়েছেন রবীন্দ্র জাদেজাকে, দুইজনই এখন ভারতের হয়ে যৌথভাবে ষষ্ঠ সর্বোচ্চ ফাইফারধারী। তবে পার্থক্য রয়েছে ভেন্যুতে। বুমরাহ তার ১৫ ফাইফারের মধ্যে ১৩টিই শিকার করেছেন বিদেশের মাটিতে, ঘরের মাঠে মাত্র ২টি। আর জাদেজার ক্ষেত্রে ঠিক উল্টো, ১৩টি ফাইফারই এসেছে ভারতীয় কন্ডিশনে।
বিদেশের মাটিতে ভারতের পক্ষে সর্বোচ্চ ফাইফারের মালিক ছিলেন কপিল দেব (১২)। এবার সেই রেকর্ড ভেঙে এককভাবে শীর্ষে উঠে এসেছেন বুমরাহ, যার ফাইফারের সংখ্যা ১৩।
ইংল্যান্ডে সবচেয়ে বেশি টেস্ট উইকেট শিকারির তালিকাতেও বুমরাহ এগিয়ে যাচ্ছেন। কপিল দেবের ৪৩ উইকেটকে ছাড়িয়ে তার শিকার এখন ৪৭টি। এক ধাপ উপরে আছেন কেবল ইশান্ত শর্মা, যার উইকেট সংখ্যা ৪৮।
.উৎস: Samakal
কীওয়ার্ড: উইক ট
এছাড়াও পড়ুন:
সিলেট-১ আসনে আরিফুল হকের নির্বাচনী প্রচার
আরিফুল হক চৌধুরী। সিলেট বিএনপির অন্যতম শীর্ষ নেতা। সিটি করপোরেশনের মেয়র হয়েছেন দুইবার। বর্তমানে চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা। জাতীয় নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে সব সময় রহস্য রেখে কথা বলতেন আরিফুল হক। তবে গতকাল শুক্রবার তিনি বিষয়টি খোলাসা করেছেন।
নগরীর বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন আরিফুল হক। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক।
নামাজ শেষে সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের স্মৃতিচারণ করে আরিফুল হক বলেন, ‘এম সাইফুর রহমান মৃত্যুর আগ পর্যন্ত এ মসজিদে নামাজ আদায় করেছেন। মসজিদটির উন্নয়নে তাঁর অবদান অনস্বীকার্য।’
আরিফুল হক জুমা শেষে ‘ইজাজত’ নিয়ে প্রচার শুরুর কথা মুসল্লিদের জানান। দল চাইলে তিনি সিলেট-১ আসন থেকে নির্বাচন করবেন বলে মন্তব্য করেন। যদিও বক্তব্যে আরিফুল হক এ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চান বলে জানান।
আরিফুল হক জানান, কোনো কারণে তারেক রহমান এখানে আসতে না চাইলে তিনি নির্বাচন করবেন। পরে সমকালকে সাবেক এ মেয়র বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সিলেটের মুরুব্বিয়ানসহ সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়ে ইজাজত নিয়ে প্রচার শুরু করেছি।’