চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকতের পাশে আউটার রিং রোডে কাভার্ড ভ্যানের ধাক্কায় জুবায়ের শেখ (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ধুমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত জুবায়ের শেখের গ্রামের বাড়ি খুলনার বাগেরহাট সদরের ডেমা ইউনিয়নে। বর্তমানে তার পরিবার চট্টগ্রাম নগরের মাইলের মাথা এলাকায় একটি ভাড়া বাসায় থাকে। পেশায় সে একজন পোশাকশ্রমিক।

প্রত্যক্ষদর্শীরা জানান, রিং রোডের ধুমপাড়া এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে ছিল জুবায়ের। এ সময় একটি কাভার্ড ভ্যান এসে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দিন প্রথম আলোকে বলেন, নিহত কিশোরের বড় বোন মরদেহ নেওয়ার জন্য থানায় এসেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

৪ বছরে ১০০ কোটির বেশি ঘণ্টা কনটেন্ট দেখা হয়েছে চরকিতে

ঘুরছে চরকি, ঘুরছে দেশের কনটেন্ট ইন্ডাস্ট্রির চাকাও। ২০২১ সালের ১২ জুলাই থেকে নিয়মিত অরিজিনাল কনটেন্ট ও মানসম্মত সিনেমা প্রদর্শনের মাধ্যমে চরকি এখন দর্শক–পছন্দের শীর্ষে। বাংলা কনটেন্ট নিয়ে দেশ–বিদেশে বাংলাভাষী দর্শকদের কাছে চরকি হয়ে উঠেছে আস্থার প্ল্যাটফর্ম।
আজ ১২ জুলাই, চার বছর পূর্ণ করল ওটিটি প্ল্যাটফর্মটি। এ চার বছরে নানা অভিজ্ঞতা সঞ্চার করেছে চরকি। বেশ কিছু অর্জনও রয়েছে তাদের। এক সংবাদ বিজ্ঞপ্তিতে চরকির পক্ষ থেকে জানানো হয়, এ চার বছরে চরকিতে কনটেন্ট দেখা হয়েছে ১০০ কোটির বেশি ঘণ্টা। চরকি প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হয়েছেন তিন কোটির বেশি রেজিস্টার্ড গ্রাহক। চার বছরে দর্শকদের জন্য চরকি নিয়ে এসেছে এক শর বেশি কনটেন্ট। হিসাব করলে প্রতি মাসে দুটির বেশি কনটেন্ট মুক্তি দিয়েছে চরকি।
চরকির চতুর্থ বছরপূর্তি উপলক্ষে দর্শকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্ল্যাটফর্মটির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি। তিনি দর্শকদের উদ্দেশে বলেন, ‘আপনারা চরকিকে বিশ্বাস করে সঙ্গে ছিলেন বলেই আমরা অনেকটা পথ আসতে পেরেছি, কিছু অর্জনও হয়েছে। আমাদের ভালোবাসার জন্যই চরকি হয়ে উঠছে বাংলা কনটেন্টের রাজধানী। ওটিটিতে বাংলা কনটেন্ট দেখার কথা এলেই অনেকে ভাবেন, সেই কনটেন্ট চরকিতে দেখবেন, সেটি সত্যি আনন্দের।’

দর্শকদের মধ্যে এই চাহিদা চরকি তৈরি করেছে নানা পন্থায়। অরিজিনাল সিরিজ, মুভি, ফ্লিক, ট্র্যাভেল, কুকিং ও কমেডি শো, বিদেশি কনটেন্ট নিয়মিতই মুক্তি দিচ্ছে চরকি। এর সঙ্গে যুক্ত হয়েছে কো–প্রডিউসড সিনেমা।

‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’–এর পোস্টার থেকে। চরকি

সম্পর্কিত নিবন্ধ