টিকটকে প্রেম, বিয়ের পর লাশ মিললো সেফটিক ট্যাংকে
Published: 12th, July 2025 GMT
টিকটক পরিচয়ে প্রেমের পর বরিশালের জামাল মিয়াকে করেছিলেন চাঁচপুরের মতলবের গৃহবধূ রূপালী বেগম।
বিয়ের এক বছরের মধ্যেই চাঁদপুরের মতলব দক্ষিণের উপাদী দক্ষিণ এলাকায় নিজ বাড়ির সেফটিক ট্যাংকে মিললো তার মরদেহ। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন স্বামী জামাল মিয়া।
শনিবার (১২ জুলাই) দিবাগত রাতে সেফটিক ট্যাংক হতে বিবস্ত্র মরদেহটি উদ্ধার করে থানা পুলিশ।
স্থানীয়রা জানান, একাধিক বিয়ে করা বরিশালের জামাল মিয়ার সাথে টিকটকে পরিচয় হয় মতলবের রূপালী বেগমের। প্রেম থেকে বিয়েতে গড়ায় সম্পর্ক। কিন্তু বিয়ের এক বছর যেতে না যেতেই পারিবারিক কলহে পাঁচ সন্তানের জননী রূপালীকে জীবন দিতে হলো।
রূপালী বেগম মতলব দক্ষিণের উপাদী দক্ষিণের কালু পাটোয়ারী ও মরিয়ম বেগমের সন্তান।
রূপালীর মা মরিয়ম বলেন, “মেয়েকে খুঁজে না পেয়ে রাতে দেখি টয়লেটের সেফটি ট্যাংকের ঢাকনা খোলা। পরে সন্দেহ হলে ওটাতে উঁকি দিয়ে দেখি মরিয়ম মরে পড়ে আছে। এরপর সবাই আমার ডাক-চিৎকারে এখানে ছুটে আসে।”
রূপালীর ভাই আলিমুদ্দিন বলেন, “আমার বোন এখানে জমি কিনে বাড়ি করে ২ ছেলে ও ৩ মেয়েকে নিয়ে বসবাস করছিলো। সপ্তাহ দুয়েক আগে জামাল রূপালীর স্বর্ণের গহনা ও টাকা পয়সা নিয়ে পালায়। পরে তাকে নারায়ণগঞ্জ থেকে ধরে আনা হয়। এরপর এখন এই ঘটনা। রূপালীর শরীরে ধারালো অস্ত্রের জখম রয়েছে। আমরা ধারণা করছি জামালই রূপালীকে হত্যা করে টাকা, স্বর্ণালংকার ও মোবাইল নিয়ে পালিয়েছে। আমরা জামালের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।”
এ বিষয়ে চাঁদপুরের মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেহ আহাম্মদ বলেন, “আমরা ঘটনাস্থল হতে গৃহবধূর মরদেহটি উদ্ধার করেছি। ঘটনার তদন্ত চলছে।”
ঢাকা/অমরেশ/এস
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
লর্ডসে ব্যতিক্রমী ধৈর্য, রুটের ৯৯ রানে ভর করে লড়াইয়ে ইংল্যান্ড
লর্ডস টেস্টের প্রথম দিন ইংল্যান্ডের ব্যাটিং ছিল একেবারেই মন্থর গতির। যেখানে ‘বাজবল’ নীতির আগ্রাসন তো দূরের কথা, বরং ধৈর্য ও সংযমের প্রতিচ্ছবি ছিল প্রতিটি বলে। ৮৩ ওভার খেলে মাত্র ২৫১ রান তুলেছে ইংলিশরা, ওভারপ্রতি রান এসেছে ৩.০২ হারে।
কিন্তু এই শ্লথগতির ইনিংসেও জো রুট ছিলেন অনন্য। ১৯১ বল খেলে ৯৯ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিনের অপেক্ষায় আছেন তিনি। তার ইনিংসে ছিল নিয়ন্ত্রণ, ধৈর্য ও পরিণত ম্যাচবোধের নিখুঁত প্রদর্শনী।
শুরুতেই ভারত আঘাত হানে নিতিশ কুমার রেড্ডির হাত ধরে। যিনি নিজের প্রথম টেস্ট ওভারের মধ্যেই ফিরিয়ে দেন দুই ওপেনার বেন ডাকেট ও জ্যাক ক্রাউলিকে। ২০০৬ সালের পর কোনও ভারতীয় পেসারের প্রথম টেস্ট ওভারে এমন কীর্তি এই প্রথম। এরপর রুট ও অলিভার পোপ মিলে ইনিংসটি গুছিয়ে নেন। গড়েন ১০৯ রানের জুটি।
আরো পড়ুন:
লর্ডস টেস্টে টস জিতে ব্যাট করছে ইংল্যান্ড
বৃষ্টি ভাঙবে নাকি ভারতের জয়ের স্বপ্ন?
এর মাঝেই ইনজুরিতে মাঠ ছাড়েন উইকেটরক্ষক ঋষভ পান্ত, কিপিংয়ের দায়িত্ব নেন ধ্রুব জুরেল। ইংল্যান্ডের শত রান আসে ৩৫.৪ ওভারে। যা তাদের ‘বাজবল’ যুগের অন্যতম ধীরতম সূচনা। চা বিরতির পর জাদেজা ফিরিয়ে দেন পোপকে। যিনি ১০৪ বলে করেন ৪৪ রান। এরপর ইনসাইড এজে বোল্ড হন হ্যারি ব্রুক। বুমরাহর বল বুঝতেই পারেননি তিনি। তবে এরপর স্টোকস ও রুট মিলে ম্যাচটি আর কোনো বিপদে ফেলেননি। শেষ ২৮.১ ওভারে আসে ৭৯ রানের অবিচ্ছিন্ন জুটি।
এই দিনটিতে রুট টেস্টে ভারতের বিপক্ষে ৩ হাজার রানের মাইলফলকও স্পর্শ করেন। যা ইতিহাসে প্রথমবার। মন্থর শুরু হলেও ইংল্যান্ডের ভিত্তি যথেষ্ট শক্ত। এখন অপেক্ষা আজ রুটের ইনিংসটি কতোদূর যায় এবং তারা দুজন কোথায় নিয়ে যান ইংলিশদের।
ঢাকা/আমিনুল