রাজধানীর মিটফোর্ড হাসপাতালের (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) সামনে চাঁদা না দেওয়ায় সোহাগ নামে এক ভাঙাড়ি ব্যবসায়ীকে পিটিয়ে ও মাথা থেঁতলে নির্মমভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার রাতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি)।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা চত্বরে গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জড়ো হন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ শামসুজ্জোহা চত্বরে ফিরে এলে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় দেশব্যাপী চলমান চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এ সময় বিক্ষোভকারীদের ‘চাঁদাবাজের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘রক্তে ভেজা আমার ভাই, খুনি তোমার রেহাই নাই’, ‘এক-দুই-তিন-চার, চাঁদাবাজ দেশছাড়’ প্রভৃতি স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাতের ক্যাম্পাস।

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-রাবির সমন্বয়ক ফজলে রাব্বি মো.

ফাহিম রেজা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সমালোচনা করে বলেন, ‘শহীদ জিয়ার সন্তান হিসেবে আমরা আপনাকে ভরসা করি এবং সম্মান জানাই। আপনার দল চাঁদাবাজি করছে, সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, খুন করছে– এসবের বিচার আপনার করতে হবে। না করলে আমরা মনে করব, এসব ঘটনায় আপনার সম্মতি আছে।’

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-রাবির সাবেক সমন্বয়ক মেহেদী সজীব বলেন, ‘নতুন বাংলাদেশে আমরা কোনোভাবে কাউকে আওয়ামী লীগ হয়ে উঠতে দেব না। সেটা বিএনপি, জামায়াত কিংবা অন্য রাজনৈতিক দল হোক।’

ইবি শিক্ষার্থীদের বিক্ষোভ

একই ঘটনার জেরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় ক্যাম্পাসের জিয়া মোড় থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান ফটকে গিয়ে শেষ হয়। পরে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

বিভিন্ন বিভাগের তিন শতাধিক শিক্ষার্থী এ বিক্ষোভে অংশ নেন। তারা ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘চাঁদাবাজের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘বিচার বিচার বিচার চাই, চাঁদাবাজের বিচার চাই’, ‘ওয়ান-টু-থ্রি-ফোর, চাঁদাবাজ নো মোর’সহ বিভিন্ন স্লোগান দেন।

মিছিল-পরবর্তী সমাবেশে শিক্ষার্থীরা বলেন, স্বাধীন বাংলাদেশে একজন নাগরিককে চাঁদা না দেওয়ার অজুহাতে পাথর নিক্ষেপ করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। কারা করেছে– সেটা জাতির কাছে স্পষ্ট। তারা লাশের ওপর দাঁড়িয়ে নৃত্য করেছে। চব্বিশ-উত্তর স্বাধীন বাংলাদেশে চাঁদাবাজি কায়েম করা জাতি কখনও মেনে নেবে না।

শিক্ষার্থীরা আরও বলেন, ধর্ষণ ও চাঁদাবাজি দেখার জন্য আমরা আন্দোলন করি নাই। আবু সাঈদরা এমন বাংলাদেশের জন্য রক্ত দেয় নাই। অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে বক্তারা বলেন, আপনাদের মেরুদণ্ড সোজা করুন। মানুষ মারার বিচার করতে না পারলে ক্ষমতায় থাকার দরকার নেই। অপরাধী যে দলেরই হোক, তার সর্বোচ্চ বিচার নিশ্চিত করুন।

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

নতুন ওষুধ তৈরি হবে পেঁপে থেকে

পেঁপের মধ্যে থাকা পাপাইন নামের একটি বিশেষ এনজাইম ব্যবহার করে ক্যানসারসহ পাকস্থলী–সংক্রান্ত রোগের চিকিৎসায় নতুন ওষুধ তৈরির চেষ্টা করছেন বিজ্ঞানীরা। উদ্ভিদ সাধারণত নিজস্ব প্রতিরক্ষার জন্য এনজাইম তৈরি করে। পাপাইনের মতো ল্যাটেক্স প্রোটিয়েজ পেঁপেগাছের পাতাকে শুঁয়োপোকার আক্রমণ থেকে রক্ষা করে। পেঁপে নিয়ে বিশেষ এই গবেষণা অ্যারাবিয়ান জার্নাল অব কেমিস্ট্রিতে প্রকাশিত হয়েছে।

পাপাইন এনজাইম নামের এই প্রাকৃতিক প্রোটিন কাজে লাগিয়ে নতুন ওষুধ তৈরির কাজ করছেন যুক্তরাষ্ট্রের পার্ডু ইউনিভার্সিটির প্রাণরসায়নবিজ্ঞানী বেঞ্জামিন আয়োদিপুপো বাবাওলা। তিনি জানান, পেঁপেগাছকে ফার্মাকোলজিক্যাল গবেষণার নতুন ভান্ডার বলা যায়। পাপাইন একটি সিস্টাইন প্রোটিয়েজ, যা একটি প্রোটিন কাটার এনজাইম। এটি সালফার বহনকারী একটি অ্যামিনো অ্যাসিড ব্যবহার করে। এই রাসায়নিক ধর্ম এটিকে উষ্ণ, জলীয় পরিস্থিতিতেও নির্ভুলভাবে পেপটাইড বন্ধন ভাঙতে সাহায্য করে। এর দুই-ডোমেন কাঠামোতে একটি সক্রিয় খাঁজ রয়েছে, যা অনেক প্রোটিন লক্ষ্যবস্তুর সঙ্গে খাপ খায়। এই শারীরিক বিন্যাসের কারণে খাদ্য ও বায়োমেডিকেল উভয় ক্ষেত্রেই কাজের সুযোগ আছে।

বেঞ্জামিন আয়োদিপুপো বাবাওলার তথ্যমতে, পাপাইন ১২২ থেকে ১৩৮ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় সক্রিয় থাকে। পাপাইন জলে দ্রবীভূত হয়। নির্দিষ্ট কিছু সহায়তাকারী যেমন অ্যামিনো অ্যাসিড ও চিলেটরের সঙ্গে যুক্ত হয়ে যুক্তিসংগতভাবে স্থিতিশীল থাকে।

প্রসঙ্গত, পাপাইন কোনো নতুন উপাদান নয়। এটি মাংস নরম করার উপাদানে পাওয়া যায়। এ ছাড়া কিছু পানীয় পরিষ্কার করতে ও ক্ষত নিরাময়ের জেলে ব্যবহার করা হয়। গ্রীষ্মমণ্ডলীয় কৃষি এলাকায় পেঁপে বেশ চাষ হয় বলে এর সরবরাহ বেশ স্থিতিশীল। আর তাই পেঁপের পাপাইন এনজাইম কম খরচে জৈব-প্রক্রিয়াকরণে ব্যবহারের সুযোগ আছে।

সূত্র: আর্থ ডটকম

সম্পর্কিত নিবন্ধ