বাংলাদেশের জামদানি শুধু নকশার সৌন্দর্যে নয়, কারিগরের নিখুঁত দক্ষতায় বিশ্বখ্যাত। এই খ্যাতির পেছনে যারা নীরবে কাজ করেন, তাদের অন্যতম ওস্তাদ আলী আকবর। গতকাল তার মৃত্যুসংবাদ পৌঁছালে শোকের পাশাপাশি গভীর আক্ষেপ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী জয়া আহসান। 

দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন এক পোস্টে জয়া আহসান লিখেছেন, “জামদানি শাড়ি আমার কাছে সাংস্কৃতিক পরিচয়ের একটি অংশ। প্রতিটি সুতা, প্রতিটি নকশা আমাকে আমার ইতিহাসের সঙ্গে যুক্ত করে।” 

আরো পড়ুন:

আশির দশকের ফেরিওয়ালারা

সুনামগঞ্জে কোটি টাকার ভারতীয় শাড়ি উদ্ধার 

জয়া স্মরণ করিয়ে দেন ছবিতে পরা তার সাদা রঙের অপূর্ব জামদানির কথা—যা তৈরি করেছিলেন ওস্তাদ আলী আকবর নিজ হাতে। তিনি লিখেন, “আমরা সত্যিই একজন রত্ন হারিয়েছি। কারণ এই নকশাটি তিনি ছাড়া কেউই তৈরি করতে পারতেন না—আর হয়তো পারবেনও না।” 

জামদানি শিল্পের বর্তমান অবস্থা নিয়েও তীব্র খেদ প্রকাশ করেন জয়া। এ অভিনেত্রী লিখেন, “জামদানি তৈরি ধৈর্য ও নিবিড় পরিশ্রমের কাজ। কিন্তু আয় সামান্য। তাই নতুন প্রজন্ম আগ্রহ হারিয়ে ফেলছে। আমরা যদি তাদের প্রাপ্য সম্মান আর পাওনাটা দিতে পারতাম, তবে হয়তো শিল্পটা আজকের মতো হারিয়ে যেতে বসত না।” 

নিজের ভাষায় আলী আকবরের স্মৃতি তুলে ধরে জয়া লেখেন, “এই মোটিভটি শুধু আলী আকবর ভাই-ই তৈরি করতে পারতেন। তার শরীর নিভে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই দক্ষতাও হারিয়ে গেল। তিনি ছিলেন এক সত্যিকারের শিল্পী—তার প্রতি রইল গভীর শ্রদ্ধাঞ্জলি।” 

সবার প্রতি অনুরোধ জানিয়ে জয়া লেখেন—“এই ওস্তাদ কারিগরকে যেন প্রার্থনায় স্মরণ রাখা হয়।” 

এদিকে, অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন জয়া আহসান। ২০২৫ সালে তার অভিনীত সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘জয়া আর শারমিন’, ‘উৎসব’, ‘তাণ্ডব’, ‘ফেরেশতে’, ‘ডিয়ার মা’, ‘পুতুলনাচের ইতিকথা’। সামনে আরো নতুন প্রকল্পে দেখা যাবে এই অভিনেত্রীকে।

ঢাকা/রাহাত/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর প রন শ ড় জয় আহস ন চলচ চ ত র জ মদ ন

এছাড়াও পড়ুন:

এক ওভারে ৩১ রান, এমন কিছু আগে দেখেননি বাংলাদেশের ব্যাটসম্যানরা

রাইজিং স্টারস এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে ৩৫ বলে সেঞ্চুরি। স্বীকৃত টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটসম্যানদের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটা এখন হাবিবুর রহমানের। কাতারের দোহায় বাংলাদেশ ‘এ’ দলের ওপেনার আরেকটি রেকর্ডেও নাম লিখিয়েছেন। টি-টোয়েন্টিতে এক ওভারের বাংলাদেশের ব্যাটসম্যানদের সর্বোচ্চ রানের সেই রেকর্ডটায় অবশ্য আকবর আলীর অবদানই বেশি।

আজ বাংলাদেশ ‘এ’ দলের ইনিংসের শেষ ওভারে শেষ ৫ বলেই ছক্কা মেরেছেন আকবর। কিঞ্চিৎ শাহর করা ওভারের প্রথম বলে ১ রান নিয়ে আকবরকে স্ট্রাইক দেন হাবিবুর। সব মিলিয়ে ওঠে এক ওভারে ৩১ রান, স্বীকৃত টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটসম্যানদের নতুন রেকর্ড।

আগের রেকর্ডটা ছিল ৩০ রানের। দুবার বাংলাদেশের ব্যাটসম্যানরা ওভারে ৩০ রান করেছেন।

প্রথম ঘটনাটি আন্তর্জাতিক টি-টোয়েন্টির। ২০১৮ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে রান তাড়ায় চতুর্থ ওভারে ৩০ রান তুলেছিলেন লিটন দাস ও সৌম্য সরকার। ক্যারিবীয় পেসার ওশান টমাসের করা ওভারে লিটন ২১ রান ও সৌম্য ৬ রান নেন, ৩ রান আসে অতিরিক্ত থেকে। ওভারের প্রথম ছক্কা মারেন লিটন, দ্বিতীয় বলে কোনো রান হয়নি, তৃতীয় বলে চার মারা লিটন চতুর্থ বলে রান নেননি। নো বল হওয়া পঞ্চম বলে চার মারেন লিটন। পরের বলে ফ্রি হিটে আরেকটি ছক্কা লিটনের। টমাস পরের বলটা করলেন ওয়াইড। পরের বলটা আবার নো, এবার ১ রান লিটনের। ফ্রি হিট শেষ বলটায় ছক্কা মেরে দেন সৌম্য।

আরও পড়ুন১৪ বলে ফিফটি, ৩৫ বলে ১০০, বাংলাদেশের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড হাবিবুরের৫ ঘণ্টা আগেসর্বশেষ বিপিএলে শেষ ওভারে ৩০ রান তুলে রংপুরকে জেতানোর পর নুরুল হাসান

সম্পর্কিত নিবন্ধ

  • এক ওভারে ৩১ রান, এমন কিছু আগে দেখেননি বাংলাদেশের ব্যাটসম্যানরা